Spread the love

যা গরম পড়েছে এই সময় মেকাপ করলে তো গলে গলে পড়ছে,,, কারণ এই ভ্যাপসা আবহাওয়ায় মেকআপ গলে যায়…. এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটে। তখন মান সম্মানে পড়তে লাগে। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের কথা আর কি বলবো,, তাদের তো বিয়ে বাড়িতে নো মেকাপ লুকে যেতে হয়…. কিনতু মেয়েরা কি আর মেকাপ ছাড়া বিয়ে বাড়ির কথা ভাবতে পারে,,তাই গরমে মেকাপ লং লাস্টিং রাখার উপায় বলছি….

IMG_20240507_195952-edited Primer For Oily Skin: গরমে মেকাপ দীর্ঘস্থায়ী রাখতে বেস্ট ৩ প্রাইমার

সবচেয়ে জনপ্রিয় প্রাইমার কোনটি

অনেকে ফাউন্ডেশন, কনসিলার, কম্প্যাক্ট সব কিছু ধাপে ধাপে ব্যবহার করলেও অনেকেই মেকআপ করার সময়ে প্রাইমার বাদ দিয়ে দেন। এতেই সমস্যা বাড়ে। চেহারায় ফুরফুরে ভাব আনতে প্রাইমার কাজে আসে। প্রাইমার আমাদের মেকাপ লং লাস্টিং রাখতে সাহায্য করে। প্রাইমার বিভিন্ন ধরনের হয়। তবে তৈলাক্ত ত্বকের সমস্যা থাকলে ম্যাটিফায়িং প্রাইমার ব্যবহার করা শ্রেয়। এই প্রাইমার মুখের তেলতেলে ভাব কাটাতে সাহায্য করে, মেকআপের সঙ্গে খুব সহজে মুখের সঙ্গে মিলিয়ে যায়। মেকআপ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখতেও কাজে আসে এই প্রাইমার।

গরমে কোন প্রাইমার ভালো

দেখুন ৩ বেস্ট প্রাইমার….

1। মেবেলাইন নিউ ইয়র্ক ফিট মি ম্যাট + পোরলেস প্রাইমার: ব্লারিং প্রাইমার ছিদ্রের চেহারা কমাতে সাহায্য করে, স্বাভাবিক থেকে তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত। মেকআপের আগে ময়েশ্চারাইজারের সাথে ব্যাবহার করুণ। ম্যাটিফাইং খনিজ দিয়ে তৈরি, চকচকে নিয়ন্ত্রণে সাহায্য করে, SPF20।

ব্রণ প্রবণ ত্বকের জন্য কোন প্রাইমার ভালো

2। Insight Primer: ইনসাইট প্রাইমার ফেস জেল ত্বককে প্রস্তুত করে এবং প্রস্তুত করে যাতে আপনার মেকআপ মসৃণ হয় এবং দীর্ঘস্থায়ী হয়। এটি বলিরেখা কমায় এবং নিশ্ছিদ্র ত্বক তৈরি করে। আপনি আপনার ত্বকের যত্নের পরে এবং আপনার মেকআপের আগে এই প্রাইমারটি ব্যবহার করতে পারেন।

3। ফেস মেকআপের জন্য ব্লু হেভেন ফ্ললেস মেকআপ বেস প্রাইমার: একটি হালকা ওজনের ম্যাটিফাইং স্প্রে যা ত্বককে সতেজ করে ভারসাম্য বজায় রাখতে এবং ত্বককে ম্যাটিফাই করতে সাহায্য করে।

আরোও পড়ুন,

চুলে ভুল উপায়ে কন্ডিশনার ব্যবহার করছেন নাতো! জানুন সঠিক নিয়ম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *