Spread the love

এ বার পুজোয় আপনি কার মতো সাজবেন! কেমন শাড়ি পড়বেন, কেমন লুক দেবেন, রইলো টিপস্ – Simple Puja Look


Durga Puja Saree Look: পূজো চলেই এলো…. এবার সকলে চিন্তা করছেন কেমন ভাবে সাজবো —শাড়ি পড়বো..!! আজকালকার মেয়েরা শাড়ি তেমন পরেন না। আর তাই এমন বিশেষ দিনে ভারী শাড়ি একেবারেই এড়িয়ে চলুন। যত হালকা শাড়ি পরবেন ততই নিজে ফ্রি থাকতে পারবেন। নবমীর দিন জমকালো করে সাজুন। আর নয়তো সিল্ক বেছে নিন।


IMG_20231014_230510-1697305050654 এ বার পুজোয় আপনি কার মতো সাজবেন! কেমন শাড়ি পড়বেন, কেমন লুক দেবেন, রইলো টিপস্ - Simple Puja Look

Simple puja look for pooja

পুজোর সময় যে কোনও মেয়েকেই শাড়িতে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে। হালকা গয়না, ট্র্যাডিশন্যাল একটা শাড়ি- পুজোতে এমন সাজের কোনও তুলনা হয় না। অষ্টমীতে লাল শাড়িতে মেয়েদের বেশ ভাল লাগে অষ্টমীর অঞ্জলিতে লাল রং দেখতে খুবই ভাল লাগে। লাল রঙের যে কোনও শাড়ি পরতে পারেন। বেছে নিতে পারেন লাল ঢাকাই। লাল রঙের শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরলে সুন্দর লাগে দেখতে। শাড়িতে যত কম কাজ থাকবে , শাড়ি যত হালকা হবে ততই দেখতে ভাল লাগবে। গয়নাও একসঙ্গে সব পরে ফেলবেন না। আবার কানে কিছু ভারী পরলে হাতে একটা বড় আংটি পরলেই হবে।

IMG_20231014_230553-1697305050276 এ বার পুজোয় আপনি কার মতো সাজবেন! কেমন শাড়ি পড়বেন, কেমন লুক দেবেন, রইলো টিপস্ - Simple Puja Look

Durga puja outfit ideas

নবমীর সকালে একটু হট সাজতে চাইলে এমন আজরাখ প্রিন্টের শাড়ি কিন্তু পরতেই পারেন। বো দেওয়া ব্লাউজ, আর ম্যাচ করা সিলভার গয়নায় সাজটা কিন্তু জাস্ট জমে যাবে। জমকালো এমন একটা ব্লাউজ দিয়ে তাঁতের এমন একটা শাড়ি কিন্তু মন্দ হবে না। সাজটা আরও একটু জমকালো করতে স্মোকি আইজ আর ফুলের সাহায্য নিন। বাদ দেবেন না ম্যাচিং গয়নাকে।

IMG_20231014_230618-1697305049904 এ বার পুজোয় আপনি কার মতো সাজবেন! কেমন শাড়ি পড়বেন, কেমন লুক দেবেন, রইলো টিপস্ - Simple Puja Look

traditional dress for pooja

এবার কী ধরনের মেকআপ আপনার ত্বকের বা আপনার মুখাকৃতির জন্য ভাল তা আগেভাগে জেনে নিলেই কেল্লাফতে।
প্রাইমার বা বেস হল মেকআপের প্রথম ধাপ। মেকআপকে দীর্ঘক্ষণ ধরে রাখতে প্রাইমার বা বেসের দরকার। প্রাইমার মেকআপকে লং লাস্টিং করে এবং মুখে দাগ থাকলে তা ঝাপসা করে দিয়ে চকচকে ভাব আনে। যাদের মুখে দাগ রয়েছে, দাগ ঢাকতে এটি সবচেয়ে উপযোগী। বেসের উপর মুখে যেখানে যেখানে কালো দাগ রয়েছে সেইসব দাগের উপর কন্সিলর দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

IMG_20231014_230445-1697305049560 এ বার পুজোয় আপনি কার মতো সাজবেন! কেমন শাড়ি পড়বেন, কেমন লুক দেবেন, রইলো টিপস্ - Simple Puja Look

অষ্টমীর দিন কী ভাবে শাড়ি পরলে দেখতে লাগবে ভাল? রইল টিপস

এবার ফাউন্ডেশন ফুল কভারেজ মেকআপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অয়েলি ও ড্রাই স্কিনের জন্য দু’ধরনের ফাউন্ডেশন পাওয়া যায়। তবে অবশ্যই ফাউন্ডেশন কেনার সময় নিজের স্কিন টোন দেখে কিনবেন।
ব্লাশ:
ব্লাশ ছাড়া মেকআপ কমপ্লিট হয় না। মোটামুটি একটি কিটে দু’টো থেকে শুরু করে অনেক রং থাকে যা ব্রাশার ও হাইলাইটার দু’টোরই কাজ করে। একটু লং লাস্টিং ব্লাশার কেনাই ভাল। আইলাইনার ও মাসকারা দিয়ে চুল টা বেঁধে নিলেই সাজ কমপ্লিট।।
Read More,

Tags – Saree Look, Fashion Tips, Saree Look

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *