বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক আবেগের উৎসব। আমাদের মধ্যে অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পুজো করে থাকেন।
Table of Contents
এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়।
(কীভাবে কোজাগরী লক্ষ্মীপুজো করবেন, জেনে নিন)
কোজাগরী লক্ষী পূজো মন্ত্র
বাঙালির কাছে কোজাগরী লক্ষ্মী পুজো হল ধন – সমৃদ্ধির বন্দনা। কোজাগরী শব্দের অর্থ হল, কো জাগতী। যে পূর্ণিমার রাত জেগে লক্ষ্মীর পুজো করেন। তাই হল কোজাগরী পূর্ণিমা। বাঙালি গৃহস্থরা ঘরে প্রদীপ জ্বালিয়ে ধন পাওয়ার আশায় বসে রয়েছেন, তা দেখতেই এদিন রাতে পেঁচায় চড়ে ঘরে ঘরে উঁকি দেন।
লক্ষী পূজো পদ্ধতি pdf
কোজাগরী লক্ষ্মী পূজা মানে কি?লক্ষ্মীর পূজার লক্ষণীয় বিষয় হল-খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয় ঠিক সেই সময় বাঙালি হিন্দু মেতে ওঠে লক্ষ্মীর আরাধনায়।ধন ও সৌভাগ্যের দেবী হলেন লক্ষ্মী। লক্ষ্মী মানে শ্রী, সুরুচি।
লক্ষ্মীসম্পদ আর সৌন্দর্যের দেবী। দেবী সকলকে যশ-খ্যাতি, ধনসম্পদ ও সৌন্দর্য প্রদান করেন। ভাগবত্ পুরাণ, বিষ্ণু পুরাণ ও ব্রহ্মা- পুরাণে বলা হয়েছে, ভৃগুপত্নি খ্যাতির গর্ভে শ্রী দেবীর জন্ম। শতপথ ব্রাহ্মণে অবশ্য বলা হয়েছে, শ্রীদেবী প্রজাপতি (ব্রহ্মা) হতে উৎপন্ন হয়েছেন এবং তিনি ধন, সৌন্দর্য ও সৌভাগ্য প্রদান করেন।
লক্ষ্মী পূজার পদ্ধতি”””””
শুদ্ধ আসনে বসে আচ মন থেকে শুরু করে পঞ্চ দেবতার পূজা করতে হয়৷-লক্ষী ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে দেবী লক্ষী পূজা করা হয়৷– লক্ষ্মীপূজো পঞ্চ উপাচার দশ উপাচার আলাদা ১৬ উপাচারে করা হয়ে থাকে৷ পূজার মৌলিক নীতি হিসেবে লক্ষীর ধ্যান পূজা ,মন্ত্র পাঠ ,পুষ্পাঞ্জলি প্রদান ও প্রণাম মন্ত্র পাঠ করতে হয় ৷ –
প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার নিয়ম
প্রত্যেক দেবদেবীর একটা নিজস্ব কিছু রীতি নীতি মন্ত্র ইত্যাদি থাকে। পুজোর সময় সঠিক ভাবে পুজো করাটাও একটা মহৎ কাজ। _ লক্ষী পূজোয় নাড়ু মোয়া নারকোল দিতে হয়।। চাইলে অনেকে খিচুড়ি দিতে পারেন।।
লক্ষী পূজোয় কি কি ফুল লাগে
লক্ষ্মীপূজার সহজ বিধি“”””এই দেবী অল্পেই সন্তুষ্টা। কেউ পূজা করেন সরা বা ঘট বা ঝাঁপিতে। কিন্তু, পূজার স্থানটি খুব ভাল করে পরিষ্কার করে নিবেন।।
পরিষ্কার করেই ধূপ এবং দীপ জ্বালানো নিয়ম। আর কিছু নয়, তাতে ঘরটি শুদ্ধ হয়, আলোকিত হয়। সেই সঙ্গে শান্ত হয়ে আসে মনটিও। এর পরেই আলপনা আঁকার পালা। যে যাঁর সাধ্যমতো আলপনা আঁকতে পারেন, তবে পূজা স্থানে এবং বাড়ির দরজার কাছে লক্ষ্মীর পদচিহ্ন আঁকবেন ।।
মা লক্ষ্মীর প্রিয় খাবার
লক্ষ্মীপূজার সময় কারও সঙ্গে কথা বলতে নেই। অন্যমনস্ক হতে নেই। মনটি স্থির রাখতে হয় লক্ষ্মীতেই। সেক্ষেত্রে যথাবিহিত মন্ত্রপাঠে পূজা কর্তব্য। পূজোর শেষে পাঁচালী পড়বেন।।
আরও পড়ুন,