Spread the love

কোন ভিটামিনের অভাব ঘটলে শরীরে ক্লান্তি কাটবে না? জেনে নিন – If There Is A Lack Of Vitamins, The Body Will Not Be Tired? Know

পর্যাপ্ত ঘুমিয়ে, বিশ্রাম নিয়েও অনেক সময় ক্লান্তি কাটতে চায় না। সারাদিন ঝিম ঝিম লাগে শরীর।। জানেন কি শরীরে কোন ভিটামিনের অভাব ঘটতে পারে?


IMG_20220726_201728-1658846859327 কোন ভিটামিনের অভাব ঘটলে শরীরে ক্লান্তি কাটবে না? জেনে নিন - If There Is A Lack Of Vitamins, The Body Will Not Be Tired? Know

পর্যাপ্ত বিশ্রাম নিয়েও ক্লান্তি কাটছে না? কোন ভিটামিনের অভাব ঘটলে হতে পারে এমন

শরীরের জন‍্য অপরিহার্য ভিটামিন-ডি উৎপন্ন হয় শরীরের অভ‍্যন্তরেই। সঠিক মাত্রায় থাকলে ক‍্যালশিয়াম ও ফসফরাস শোষণ নিয়ন্ত্রণে সাহায‍্য করে। তা ছাড়াও ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।

ভিটামিন ডি কম থাকলে শরীরের প্রতিরোধ শক্তি কমে যায়। সংক্রমণের আশঙ্কা বাড়ে। ফলে কথায় কথায় সংক্রমণ হলে শরীরে ভিটামিন ডি-র মাত্রা পরীক্ষা করা দরকার।


পেশিতেও টান ধরতে পারে একই কারণে। ভিটামিন ডি-র ঘাটতি পেশির শক্তি কমিয়ে দেয় বহু ক্ষেত্রে।


ক্লান্তি হল ভিটামিন ডি ঘাটতির আরও এক উপসর্গ। পর্যাপ্ত ঘুমিয়ে এবং ঠিক মতো খেয়েও যদি ক্লান্তি না কমে তবে এই বিষয়ে বাড়তি সচেতন হওয়া জরুরি।



কোন ভিটামিনের অভাবে কোন সমস্যা… জেনে নিন


হাড়ে ব্যথাও ভিটামিন ডি-র ঘাটতির ইঙ্গিত দেয়।


পর্যাপ্ত যত্ন নিয়েও চুল পড়া কমছে না? ভিটামিন ডি-র অভাবেও এমনটি হতে পারে।


ভিটামিন ডি-র প্রধান উৎস সূর্যের আলো। এছাড়া দুধ, টমেটো, সবুজ শাকসব্জি, শালগম, লেবু, বাঁধাকপি, সালমন ফিশ, কড লিভার ওয়েল, ডিমের কুসুম, মাশরুমেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়।


IMG_20220726_201707-1658846859961 কোন ভিটামিনের অভাব ঘটলে শরীরে ক্লান্তি কাটবে না? জেনে নিন - If There Is A Lack Of Vitamins, The Body Will Not Be Tired? Know

এছাড়াও

সুস্বাস্থ্যের জন্যে শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ দেহের ভেতরেই তৈরি হয়। আবার প্রতিদিনের খাবার থেকেও এসব উপাদান পাওয়া যায়। খাবার থেকে যেসব ভিটামিন পাওয়া যায় তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন হল বি ১২। এই ভিটামিন মানুষের শরীরে তৈরি হয় না।


শরীরৈ ভিটামিন বি ১২-এর অভাব হলে ভুলে যাওয়ার প্রবণতা, দুর্বলতা, মাথা ঘোরা, দুশ্চিন্তা, বিষণ্ণতা ইত্যাদি সমস্যা হতে পারে। রক্তশূন্যতাও দেখা দিতে পারে। এর ফলে রোগী দুর্বল হয়ে পড়ে, অল্প শ্রমেই ক্লান্ত ও হাঁপিয়ে ওঠে, বুক ধড়ফড় করে।

ভিটামিন বি ১২ জলের দ্রবণীয় উপাদান। অর্থাৎ দেহের চাহিদা পূরণ হয়ে গেলে অতিরিক্ত ভিটামিন মূত্রের মধ্যে দিয়ে দেহের বাইরে বেরিয়ে যায়। বয়সের উপর ভিত্তি করে এই চাহিদার কম-বেশি হয়।


সারা দিন ক্লান্ত লাগা এবং দুর্বলভাব ভিটামিন বি ১২ এর ঘাটতির অন্যতম লক্ষণ। শরীরে ভিটামিন বি ১২ পর্যাপ্ত পরিমাণে না থাকলে লাল রক্ত কোষ তৈরি হয় না। ফলে শরীরে অক্সিজেন চলাচল স্বাভাবিক নিয়মে হয় না।


প্রাণিজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে মেলে ভিটামিন বি ১২। ছোড়া দুধ, দই ও দুগ্ধজাত পদার্থ, ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস ও কলিজা, টুনা, স্যামন ও বিভিন্ন সামুদ্রিক মাছ, ঢেঁকি ছাটা চাল, বিভিন্ন ধরনের গোটা শস্য এবং ডালে প্রচুর পরিমাণে ভিটামিন বি ১২ থাকে।।


IMG_20220726_201716-1658846859660 কোন ভিটামিনের অভাব ঘটলে শরীরে ক্লান্তি কাটবে না? জেনে নিন - If There Is A Lack Of Vitamins, The Body Will Not Be Tired? Know




তাই আপনাদের শরীরে ক্লান্ত দূর করতে এবং শারীরিক বিভিন্ন সমস্যা দূর করতে অবশ্যই পাতে রাখবেন ভিটামিন ডি এবং ভিটামিন ১২।।।




Tags – Health Tips Health Care Vitamin D nd Vitamin 12 Deficiency:

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *