Spread the love

খালি পেটে জল খাওয়ার উপকারিতা – Benefits Of Drinking Water On An Empty Stomach

আমরা সবাই জানি জলের অপর নাম জীবন। এটি বলার কারণ হচ্ছে— জল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আমাদের শরীরের ৭০ শতাংশই জল দিয়ে গঠিত। ঘুম থেকে ওঠার পর শরীরের রিহাইড্রেশনের জন্য জল দরকার। কারণ, রাতে আপনি যখন ঘুমান, ছয় থেকে আট ঘণ্টা আপনার শরীর জল পায় না। তাই ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করলে শরীর রিহাইড্রেট হবে।

IMG_20220717_222718-1658077058539 খালি পেটে জল খাওয়ার উপকারিতা - Benefits Of Drinking Water On An Empty Stomach

সকালে খালি পেটে জল খাচ্ছেন জানুন কি উপকার পাচ্ছেন



জল আমাদের শরীরের জন্য প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। শরীরকে হাইড্রেট রাখতে ও বিভিন্ন রোগ প্রতিরোধেও অনেক উপকারী হিসেবে কাজ করে । সকালে খালি পেটে জল পান করলে তা বিপাকীয় হারকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। আর এটি করলে তা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে ওজন কমাতে সাহায্য করে।

সুস্থ থাকতে নিয়মিত অন্তত দুই লিটার জল পান করা উচিত আমাদের।


আর জল পানের সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় সকালে খালি পেটে পান করলে। আসুন জেনে নিই খালি পেটে জল পানের স্বাস্থ্য উপকারিতা—


১. বিপাক ত্বরান্বিত করে

সকালে খালি পেটে জল পান করলে তা বিপাকীয় হারকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে।


২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

শরীরে তরল ভারসাম্য বজায় রাখতে জল প্রয়োজনীয়। আর নিয়মিত সকালে খালি পেটে জল পান করার অভ্যাস করলে তা আমাদের ইমিউন সিস্টেমের জন্য অনেক উপকারী হতে পারে।

সকালে জল খাওয়ার উপকারিতা


৩. অন্ত্র পরিষ্কার করে

খালি পেটে জল পান করলে তা আমাদের পরিপাকতন্ত্র নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। যখন আমরা প্রচুর পরিমাণে জল পান করি, তখন মলত্যাগের তাগিদ অনুভব করে শরীর থেকে বর্জ্য পরিত্রাণ পেতে সহায়তা করতে পারে।


৪. শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে

সকালে খালি পেটে জল পান করতে তা আমাদের শরীর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে। আমরা যখন প্রস্রাব করি তখন শরীর থেকে তরল আকারে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়।

৫. মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধ করে

ঘন ঘন মাথাব্যথা ও মাইগ্রেনের আক্রমণের প্রাথমিক কারণগুলোর মধ্যে একটি হচ্ছে শরীরে তরলের অভাব বা ডিহাইড্রেশন। আর খালি পেটে জল পান করলে তা প্রাকৃতিকভাবে মাথাব্যথা থেকে মুক্তি পেতে ও মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে।
৬. ওজন কমাতে সাহায্য করে

বেশি করে জল পান করলে তা আপনাকে দ্রুত ওজন কমাতে সাহায্য করতে পারে। এর কারণ হচ্ছ জলে কোনো ক্যালোরি নেই, আর ঘন ঘন এটি পান করলে তা পেট ভরা রাখতেও সাহায্য করে।
৭. কোলন পরিষ্কার করে

খালি পেটে পানি পান করলে সেটি জমে থাকা স্লাজ থেকে মুক্তি পেতে সাহায্য করে ও পুষ্টির দ্রুত শোষণকে সক্ষম করে। আর এর ফলে কোলন স্বাস্থ্য ভালো হয় এবং সামগ্রিকভাবে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।


৮. ক্যালোরি কমায়

খাবার আগে জল পান করলে ক্যালোরি কমাতে সাহায্য করে। জল পানের কারণে পেট ভরা অনুভব হয়, এতে অতিরিক্ত খাবার গ্রহণ হয় না।


৯.মানসিক স্বাস্থ্যে

ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করলে তা মানসিক বিকাশে সাহায্য করে। যেমন—স্মরণশক্তি বাড়ে, নতুন কিছু শেখা বাড়ে।


১০.ত্বক উজ্জ্বল করে

সকালে খালি পেটে জল পান করলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। এতে ব্রণ কমে। ত্বকের শুষ্কভাব দূর করে আর্দ্রভাব এনে দেয়।

১১.শক্তি জোগায়

সকালে জল পান করলে তাৎক্ষণিকভাবে শক্তির মাত্রা বাড়ে। কারণ, সকালে যদি আপনার শরীর ডিহাইড্রেটেড থাকে, তাহলে আপনি ক্লান্তিবোধ করবেন।

**সকালে ঘুম থেকে উঠে চার গ্লাস জল পান করা দরকার। কিন্তু প্রথম দিকে যদি কঠিন মনে হয়, তাহলে এক গ্লাস জল দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে পানির পরিমাণ বাড়ান।




Tags – Life Style Health Tips Health Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *