Spread the love

গরমে এই ভুল কখনোই করবেন না চুলের সাথে – Never Make This Mistake With The Hair In The Heat

IMG_20220428_135257-1651134195569 গরমে এই ভুল কখনোই করবেন না চুলের সাথে - Never Make This Mistake With The Hair In The Heat

ভেজা চুলে কখনই এই ভুল গুলো করবেন না, চুলের মারাত্মক ক্ষতি হতে পারে

আমরা মেয়েরা গরমে চুল সব সময় বেধে রাখি,, আর যদি শ্যাম্পু করি সেদিন 1/2 ঘন্টা লেগে যায় চুল শুকোতে,,কিন্তু আমাদের কাজকর্মের চাপ এর বাইরে বেরোতে হয় এই গরমে আমাদের তখন চুল ছেড়ে যাওয়া সম্ভব নয়।। এতে শুরু হয় অস্বস্তিকর।। তাই আমরা ভেজা চুল বেঁধে রেখে দেই ,,কিন্তু এটি করার পর আপনার কি জানেন আপনার চুল নষ্ট হয়ে যাচ্ছে তার সৌন্দর্য হারিয়ে ফেলছে।।।

**শুকনো চুলের তুলনায় ভেজা চুলে বেশি জট হয়। বিশেষত ভেজা চুলে ঘুমালে জট অনেক বেশি হয়। লম্বা চুলে এই সমস্যা অনেক বেশি দেখা যায়।

**ভেজা চুল যেহেতু বেধে ঘুমানো যায় না তাই ছেড়ে শুতে হয়। এর ফলে চুল বালিশের সঙ্গে ঘষা খায়। এতে চুলের আগের কোমলতা নষ্ট হয়ে যায়। এতে চুলের ডগা ফেটে যায়। সেই সাথে চুলের গোড়াও দুর্বল হয়ে যায়। যার ফলে চুল বেশি পড়ে।

গরমে চুল সুস্থ ও সুন্দর রাখার 15 টি টিপস



IMG_20220428_135236-1651134213770 গরমে এই ভুল কখনোই করবেন না চুলের সাথে - Never Make This Mistake With The Hair In The Heat


**ভেজা চুল বেধে রাখলে মাথা থেকে দুর্গন্ধ বের হয়। ভেজা চুলে শুয়ে পড়লে জল ও ঘাম জমে সেখান থেকে খুশকি, উকুনের মতো সমস্যা দেখা যায়।


IMG_20220428_135247-1651134203137 গরমে এই ভুল কখনোই করবেন না চুলের সাথে - Never Make This Mistake With The Hair In The Heat

**ভেজা চুল বেধে রাখলে চুলের ত্বকে ছত্রাকের সংক্রমণ হয়। ভেজা চুলও মাথার ভেজা ত্বক নিয়ে ঘুমানোর কারণে ছত্রাকের জন্ম নেয়।।

**ভেজা অবস্থায় চুল ও চুলের গোড়া অত্যন্ত দুর্বল থাকে। আর ভেজা চুল চিরুনি দিয়ে আচঁড়ানো হলে হেয়ার ফলিকলগুলি আঘাতপ্রাপ্ত হয়।।।

**চুলের স্টাইলের এর জন্য ব্যবহৃত তাপ সরঞ্জাম যেমন – হেয়ার ড্রায়ার, হেয়ার কার্লার, হেয়ার স্ট্রেটনার, এগুলি চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর ভেজা চুলে যদি হিট স্টাইলিং সরঞ্জামগুলি ব্যবহার করা হয়, তাহলে চুলের আরও ক্ষতি হতে পারে। ।।

**ভেজা চুলে কোনও রকম হেয়ার স্প্রে লাগাবেন না।।।

** ভেজা চুল বেঁধে রাখলে উকুন ও হয়।।।



Tags – Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *