Spread the love

চুলকে করে তুলুন ঝলমলে কমলালেবুর খোসা দিয়ে -Make The Hair Shiny With Orange Peel

IMG_20220408_145638-1649410071955 চুলকে করে তুলুন ঝলমলে কমলালেবুর খোসা দিয়ে -Make The Hair Shiny With Orange Peel

চুলকে ঝলমলে সতেজ করে তুলতে ভরসা রাখুন কমলালেবুর উপরে

ত্বকের যত্নে আমরা কমলালেবুর খোসা ব্যবহার করে থাকি। কিন্তু চুলের যত্নে কমলালেবুর খোসা ব্যবহার করা যায় সেটা আমরা অনেকেই জানিনা।কমলার খোসার তৈরি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন খুশকি দূর করার জন্য। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা খুশকি দূর করে।এছাড়া কমলার খোসায় থাকা ভিটামিন সি চুলের যত্নে অনন্য।


কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। ৩টেবিল চামচ কমলার খোসা গুঁড়ার সঙ্গে নারকেলের দুধ মিশিয়ে তৈরি করুন পেস্ট।

IMG_20220408_145703-1649410061429 চুলকে করে তুলুন ঝলমলে কমলালেবুর খোসা দিয়ে -Make The Hair Shiny With Orange Peel


হেয়ার প্যাকটি চুলের গোড়ায় ঘষে লাগান। ১ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। কন্ডিশনার ব্যবহার করবেন অবশ্যই। চায়ের লিকার চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। সপ্তাহে একবার ব্যবহার করুন হেয়ার প্যাকটি। দূর হবে খুশকি।

কমলার খোসায় চুলের যত্ন

প্রচুর মাত্রায় ভিটামিন-সি রয়েছে কমলা লেবুতে। তাই প্রতিদিন চুলে কমলা লেবুর রস লাগালে স্কাল্পে রক্ত চলাচল বেড়ে যায়। ফলে চুল পরার মাত্রা কমতে শুরু করে। শুধু তাই নয় চুলের বৃদ্ধিতেও এই ঘরোয়া পদ্ধতিটি দারুন কাজে আসে।



কমলা লেবুর রস চুলে লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন এতে চুলের আর্দ্রতা বজায় থাকে ও চুল সিল্কি হয়।

IMG_20220408_145624-1649410082559 চুলকে করে তুলুন ঝলমলে কমলালেবুর খোসা দিয়ে -Make The Hair Shiny With Orange Peel

কমলা লেবুতে রয়েছে বায়োফ্লেবোনয়েডস এবং ভিটামিন-সি। এই দুটি উপাদান স্কাল্পের প্রদাহ কমায়। ফলে চুলকানি কমতে শুরু করে। পরিমাণ মতো কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে দই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। তারপর সেই পেস্ট ভাল করে স্কাল্পে লাগিয়ে ২০ মিনিট রেখে তারপর চুলটা ধুয়ে ফেলুন।


কমলা লেবুর জুস নিয়ে ভাল করে স্কাল্পে লাগিয়ে নিন। কিছু সময় অপেক্ষা করে চুলটা ধুয়ে নিন। এমনটা করলে চুলের বাজে গন্ধ দূর হবে। সেই সঙ্গে চুলের স্বাস্থ্যও ভাল হতে শুরু করবে।


অল্প করে কমলা লেবুর রস নিয়ে তুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর চুলটা ধুয়ে ফেলুন। চুলটা ধুয়ে ফেলার পর অল্প করে কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এতে চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে।

Tags – Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *