চুলকে মজবুত ও সুন্দর করে তুলুন এই উপাদান গুলোর সাহায্যে
চুল মজবুত করারপদ্ধতি
চুল ভালো রাখতে ঘরে ’ তৈরি এই পদ্ধতি ব্যাবহার করলে আপনার চুল হয়ে উঠবে ঘন, মজবুত, সিল্কি। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরে তেল তৈরি করে তা নিয়মিত ব্যবহার করলে চুলের যাবতীয় সমস্যা দূর করা সম্ভব।
চুলসুন্দর করার উপায়
**কিভাবে তৈরি করবেন**
দু চামচ মেথি গুঁড়ো, এক চামচ কালো জিরে গুঁড়ো, সঙ্গে নিন দু’চামচ প্যারাসুট নারকেল তেল ভালোভাবে মিক্স করে চুলে ভালো করে চুলের আগা থেকে ডগা পর্যন্ত ভালোভাবে সারা চুলে লাগিয়ে নিন এই তেল 35 থেকে 40 মিনিট রাখুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন শ্যামপুর সাহায্যে,, অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।।
দু চামচ মেথি গুঁড়ো, এক চামচ কালো জিরে গুঁড়ো, সঙ্গে নিন দু’চামচ প্যারাসুট নারকেল তেল ভালোভাবে মিক্স করে চুলে ভালো করে চুলের আগা থেকে ডগা পর্যন্ত ভালোভাবে সারা চুলে লাগিয়ে নিন এই তেল 35 থেকে 40 মিনিট রাখুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন শ্যামপুর সাহায্যে,, অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।।
উপকার:
সপ্তাহে তিন থেকে চারদিন এটি ব্যবহার করলে আপনার চুল হয়ে উঠবে মজবুত এবং আপনার চুলের ফেটে যাওয়া সমস্যা দূর করবে এবং চুল পড়া সমস্যার রোধ করবে।।