Spread the love

চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্যে বিয়ার শাম্পু ব্যাবহার করুন – Use Beer Shampoo To Restore Shine To Hair



বিয়ারকে যদি শ্যাম্পু হিসেবে ব্যবহার করেন তাহলে চুলের উজ্জ্বলতা বাড়ে। কিন্তু সরাসরি বিয়ারকে আপনি চুলে ব্যবহার করতে পারবেন না। বিয়ার চুলের উপর দারুণ প্রভাব ফেলে। বিশ্বে যে সব অ্যালকোহলযুক্ত পানীয়গুলো পান করা হয়, তার অন্যতম হল বিয়ার। সীমিত পরিমাণে বিয়ার পান করলে শরীর ভাল থাকে। কিন্ত চুলে বিয়ার ব্যবহার করলে কী-কী উপকার পাওয়া যায় তা জানেন?

চুলের জন্য বিয়ার খুবই ভাল। এর মধ্যে ‘সিলিকা’ নামের একটি মিনারেল রয়েছে যা চুলকে ভাল রাখতে সাহায্য করে। এই সিলিকা চুলকে ভিতর থেকে মজবুত করে তুলতে সাহায্য করে। সিলিকা ছাড়াও বিয়ারের মধ্যে থাকে কপার, ম্যাগনেশিয়াম,আয়রন এবং বিভিন্ন ভিটামিন।

IMG_20220714_221913-1657817378862 চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্যে বিয়ার শাম্পু ব্যাবহার করুন - Use Beer Shampoo To Restore Shine To Hair

কেশবতী হওয়ার স্বপ্নপূরণ এবার করবে বিয়ার




বিয়ারকে যদি শ্যাম্পু হিসেবে ব্যবহার করেন তাহলে চুলের উজ্জ্বলতা বাড়ে। কিন্তু সরাসরি বিয়ারকে আপনি চুলে ব্যবহার করতে পারবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। কীভাবে চুলে বিয়ার ব্যবহার করবেন, দেখে নিন…


প্রথমত বিয়ারের বোতলটা সারারাত ঘরের সাধারণ তাপমাত্রায় রেখে দিন। এবার প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে নিন। চাইলে কন্ডিশনারও লাগাতে পারেন। এই ক্ষেত্রে কন্ডিশনার ব্যবহার না করলেও হবে। শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেওয়া পর বিয়ার নিয়ে চুলে ও স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এরপর বিয়ারটা ১০ মিনিট চুলে রেখে দিন। তারপর চুল ধুয়ে নিন হেয়ার সিরাম লাগিয়ে নিন।


হেয়ার প্যাকও বানিয়ে নিতে পারেন বিয়ার দিয়ে। এতেও উপকার পাবেন। হেয়ার প্যাক তৈরি করার জন্য। এর জন্য এক কাপ বিয়ার, এক চামচ মধু,একটি ডিমের কুসুম আর একটি পাকা কলা ম্যাশ করে মাস্ক তৈরি করুন। এটা চুলে ও স্ক্যাল্পে ২-৩ ঘণ্টা লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। এতে চুল মসৃণ হয়।

বিয়ার দিয়ে পরিচর্যা করলে চুল হয় নরম ও মোলায়েম, কীভাবে ধোবেন?


হাফ কাপ বিয়ার আর ডিমের কুসুম একসঙ্গে মিশিয়েও বানিয়ে নিতে পারেন হেয়ার প্যাক। এবার তা চুলে ভাল করে ম্যাসাজ করুন। এবার এক ঘন্টা রেখে ধুয়ে নিন শ্যাম্পু দিয়ে। এরপর কন্ডিশনার লাগাতেও ভুলবেন না। ডিমের মধ্যে যে থাকা প্রোটিন যেমন চুলের স্বাস্থ্য বজায় রাখবে তেমনই চুলের বৃদ্ধিতেও সাহায্য করবেবিয়ার দিলে চুল ধুলে কিন্তু চুলের শাইন বাড়ে। তাই বলে সরাসরি বিয়ার মাথায় ঢেলে দেবেন না।



এককাপ বিয়ার, এক চামচ মধু,একটি ডিমের কুসুম আর একটি পাকা কলা ও এলোভেরার একসঙ্গে মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। এবার চুলে এই মিশ্রণ ভাল করে ম্যাসাজ করে লাগিয়ে নিন। অন্তত ২-৩ ঘন্টা মাথায় রাখুন। এবার শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ভাল করে ধুয়ে নিন। এতে কিন্তু চুলে সিল্কি ভাব বজায় থাকবে।



IMG_20220714_221925-1657817378566 চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্যে বিয়ার শাম্পু ব্যাবহার করুন - Use Beer Shampoo To Restore Shine To Hair

হাফ কাপ বিয়ার আর ডিমের কুসুম একসঙ্গে মিশিয়েও বানিয়ে নিতে পারেন হেয়ার প্যাক। এবার তা চুলে ভাল করে ম্যাসাজ করুন। এবার এক ঘন্টা রেখে ধুয়ে নিন শ্যাম্পু দিয়ে। এরপর কিন্তু কন্ডিশনার লাগাতেও ভুলবেন না।


Tags – Hair Tips Hair Care Hair Problems Salutations

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *