Spread the love

চুলের জট ছারান এই উপায়ে – This Way Of Combing The Hair

IMG_20220428_131304-1651131798912 চুলের জট ছারান এই উপায়ে - This Way Of Combing The Hair

সহজেই চুলের জট ছাড়াতে যা করবেন

প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে খুব বেশি সময় পাওয়া যায় না হাতে কাজের চাপে। তৈরি হওয়া, সবকিছু সামলে বের হতে তাড়াহুড়ো পড়ে যায়। এক্ষেত্রে যখন দেখি চুলে জট পেকে আছে কেমন টা লাগেন বলুন তো????এক এক সময় বিরক্তি লেগে আমরা টেনে চুল ছিড়েই ফেলি।। ও বেশিরভাগ সময়েই চুল আঁচড়াতে গিয়ে জটের কারণে চিরুণি ঠিকমতো চালানো যায় না।


এদিকে জট পড়া চুল আঁচড়াতে গিয়ে চুল ছিঁড়ে যায়। বেশি টান পড়লে চুলের গোড়ায় টান পড়ে চুল উঠে আসে। বাড়তে থাকে চুল পড়ার সমস্যা। নষ্ট হতে থাকের চুলের স্বাভাবিক সৌন্দর্য।


নিরাপদে চুলের জট ছাড়ানোর উপায়


IMG_20220428_131250-1651131806447 চুলের জট ছারান এই উপায়ে - This Way Of Combing The Hair


এই সমস্যা যেমন রয়েছে, রয়েছে এর সমাধানও। সেজন্য আপনার দরকার এমন একটি স্প্রে যা কিনা যত্ন নিয়ে আপনার চুলের জট ছাড়াবে এবং চুলের সৌন্দর্য ধরে রাখবে। স্প্রেটি আপনি তৈরি করে নিতে পারেন বাড়িতেই।


কীভাবে? জেনে নিন-


এককাপ আপেল সাইডার ভিনিগার এককাপ জল এক চা চামচ জোজোবা অয়েল ৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিস্ক করে পরিষ্কার বোতল ভরুন।।।


IMG_20220428_131235-1651131815585 চুলের জট ছারান এই উপায়ে - This Way Of Combing The Hair

প্রথমে এসেনশিয়াল অয়েলটুকু আপেল সাইডার ভিনিগারে ঢেলে দিন, তারপর কিছুক্ষণ এভাবেই রেখে দিন। এবার জোজোবা অয়েল যোগ করে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এরপর জল দিয়ে আর একবার মেশান। যদি মিশ্রণটি বেশি ঘন মনে হয়, আরও খানিকটা জল দিয়ে তরল করে নিন, তারপর স্প্রে বোতলে ঢেলে রাখুন।


স্নান এর পর ভেজা চুলে এই মিশ্রণটি স্প্রে করে নিন। স্প্রে করার আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নেবেন, তারপর গোটা চুলে স্প্রে করবেন। কয়েকমিনিট রেখে মোটা চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। চুলের জট ছাড়বে সহজেই।

তার সাথে চুল দেখাবে সিল্কি।।।।


Tags – Hair Tips , Hair Problems Salutations

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *