Spread the love

চুলের জন্যে পেঁয়াজ এর রোস কতটা উপকারি – How Beneficial Onion Juice Is For Hair

IMG_20220407_132158-1649318030918 চুলের জন্যে পেঁয়াজ এর রোস কতটা উপকারি - How Beneficial Onion Juice Is For Hair

পেঁয়াজের রসেই বন্ধ হবে চুল পড়া

চুলের সৌন্দর্য ধরে রাখার জন্য আমরা কত কিনা ব্যবহার করে থাকি কিন্তু ঘরোয়া উপায়ে পেঁয়াজের রস এর মত কোন কিছু দিলে আর উপকার পাওয়া যায় না,, কারণ পেঁয়াজের রস আমাদের চুল পরা বন্ধ হওয়া থেকে শুরু করে খুশকি, মাথার শুষ্কভাব সবকিছু দূর করতে সাহায্য করে।



ত্বকের যত্ন নিলেও অনেক সময় চুলের যত্ন নিতে অবহেলা করি আমরা। এর ফলে চুলে তৈরি হয় বিভিন্ন সমস্যা। খুশকি, রুক্ষ্মতা, চুল ঝড়ে যাওয়া-সহ বিভিন্ন সমস্যা নিয়ে।পেঁয়াজের রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কম থাকে।


১. পেঁয়াজে রয়েছে প্রদাহ রোধ করতে পারার ক্ষমতা। গরমে মাথায় চুলকানি দেখা দিলে এটি ব্যাবহার করলে ভালো উপকার পাওয়া যায়। মাথার স্ক্যাল্প শুষ্ক হয়ে গেলেও পেঁয়াজের রস কাজে আসে।

২. ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ৩ টেবিল চামচ পেঁয়াজের রসে মিশিয়ে মাথার ত্বকে ভালো করে লাগিয়ে রাখুন।

১০ মিনিট রেখে ধুয়ে নিন। এতে আপনার চুলের খুসকি দুর হবে।

চুল গজাতে পেঁয়াজ এর রস যেভাবে কাজ করে

IMG_20220407_132238-1649318012527 চুলের জন্যে পেঁয়াজ এর রোস কতটা উপকারি - How Beneficial Onion Juice Is For Hair


৩. গরমে রোদের তাপে চুল শুষ্ক হয়ে যায়। এর হাত থেকে রেহাই পেতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের এই রস। তাই তিন দিন এটি ব্যবহার করুন এবং শুষ্ক চুলে হাত থেকে মুক্তি পান।


৪. চুলের বৃদ্ধি থেকে শুরু করে চুল ঘন করার ক্ষেত্রেও পেঁয়াজ দুর্দান্ত কার্যকরী।


৫. পেঁয়াজের রস স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করে।


IMG_20220407_132227-1649318046284 চুলের জন্যে পেঁয়াজ এর রোস কতটা উপকারি - How Beneficial Onion Juice Is For Hair


৬. পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেলও মিশিয়ে ব্যবহার করতে পারেন চুলে। নারকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস মেশালে এর কার্যকারিতা আরও বেড়ে যায়।


৭. অলিভ অয়েল ও পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন খুশকির সমস্যা সমাধানে। তাছাড়া অলিভ অয়েল, চুল ও মাথার ত্বককে কন্ডিশনিং করতেও সহায়তা করে।


৮. ডিম ও পেঁয়াজের হেয়ারমাস্ক চুলের পুষ্টি সরবরাহ করে। পাশাপাশি চুল বৃদ্ধিতেও সাহায্য করে।



৯. পেঁয়াজের রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায়। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট।


১০. চুলের বৃদ্ধিতে পেঁয়াজ ও রসুন দারুণ কাজ করে। কারণ এর মধ্যে প্রচুর সালফার রয়েছে, যা চুল পড়া রোধ করে।

Tags – Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *