Spread the love

চুলের জন্যে প্রোটিন হেয়ার প্যাক কীভাবে তৈরী করবেন জানেন কি – Do You Know How To Make Protein Hair Pack For Hair

প্রশ্ন হলো আমরা কয়জন চুলের ঠিকমতো যত্ন নিতে পারি? প্রতিদিনের ধূলোবালিতে আমাদের চুল হারাচ্ছে পুষ্টি যা চুলের বেড়ে ওঠার জন্য খুবই দরকার। কর্মব্যস্ততার মাঝে নিয়মিত পার্লারে যাওয়া হয়ে ওঠে না। তবে আমরা যদি আমরা যদি প্রয়োজনীয় উপকরণ দিয়ে চুলের যত্ন নিতে পারি তবে কম সময়ে কম খরচে আমরা পেতে পারি সুস্থ্য ও সুন্দর রেশমি ঘন চুল।


IMG_20220722_204053-1658502673872 চুলের জন্যে প্রোটিন হেয়ার প্যাক কীভাবে তৈরী করবেন জানেন কি - Do You Know How To Make Protein Hair Pack For Hair

বাড়িতে তৈরি প্রোটিন প্যাক লাগিয়ে ফেরান চুলের হারানো স্বাস্থ্য



প্রোটিন ট্রিটমেন্টের উপকারিতা কী কী

প্রোটিন ট্রিটমেন্ট বলতে গেলে আপনার চুলে নতুন প্রাণ আনে।


চুল নরম রাখে

প্রোটিন ট্রিটমেন্ট স্ক্যাল্প থেকে মরা চামড়া তুলে দেয়। চুলকে নরম করে তোলে এবং চুলে প্রোটিনের জোগান বজায় রাখে।


চুল মজবুত করে

এই ট্রিটমেন্ট হেয়ার ফলিকলে হাইড্রোলাইজড প্রোটিনের জোগান দেয় সরাসরি। চুলের কিউটিকল শক্ত করে।


চুলকে ময়েশ্চারাইজড করে

যেহেতু চুল থেকে মরা চামড়া চলে যায় এই ট্রিটমেন্টের মাধ্যমে আর চুলে সরাসরি প্রোটিনের চাহিদা মেটে, তাই চুল ভিতর থেকে ময়েশ্চারাইজড হয়।

এছাড়াও কিছু হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন –

ডিম ১ টি

অলিভ অয়েল- ১/২ কাপ

টকদই- ১/২ কাপ

মধু–

ভিনেগার- ১/২ কাপ

জল- ১ কাপ



চুলের যত্নে প্রোটিন প্যাক

প্রথমে ডিম ভেঙ্গে তার কুসুম বের করুন। এবার ডিমের কুসুম একটি বাটিতে ব্লেন্ড করে নিন। চুল যদি ছোট সাইজ হয় তবে ডিম একটিই যথেষ্ঠ আর চুল অনেক বেশি লম্বা হলে ডিম ২ টি নিতে পারেন। এবার ডিমের কুসুমের ব্লেণ্ড একটু ফেনায়িত হলে তাতে অলিভ অয়েল মেশান। এবার এতে মধু এবং টকদই মিশিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুন। আপনার প্যাক তৈরি হয়ে গিয়েছে।


কিভাবে প্যাকটি ব্যবহার করবেন?

চুল ভালো করে আঁচড়ে নিন। চুলে জট থাকলে তা ছাড়িয়ে নিন ভালো করে। এবার প্যাকটি মাথায় খুব ভালো করে লাগান তুলা অথবা পরিষ্কার ব্রাশ দিয়ে আপনি প্যাকটি লাগাতে পারেন যাতে প্যাকটি আপনার প্রত্যেকটি চুলে পৌঁছায়।


৩০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর অবশ্যই ভালো মানের কন্ডিশনার লাগাবেন চুল আরও মসৃণ ও সিল্কি করার জন্য।


IMG_20220722_204034-1658502674355 চুলের জন্যে প্রোটিন হেয়ার প্যাক কীভাবে তৈরী করবেন জানেন কি - Do You Know How To Make Protein Hair Pack For Hair



২/ একটি পাকা কলা+একটি ডিম অথবা টকদই ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুলে লাগিয়ে এক ঘণ্টা রাখুন। তার পর পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করুন।


৩/ পাকা কলা একটি+আমন্ড অয়েল মিশিয়ে নিন ভালো করে। এ মিশ্রণটি চুলে লাগিয়ে, এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।


৪/ একটি ডিম ভালো করে ফেটিয়ে+তিন চামচ নারিকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে+এক চা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগিয়ে মাথা ম্যাসাজ করুন।


IMG_20220722_204103-1658502673658 চুলের জন্যে প্রোটিন হেয়ার প্যাক কীভাবে তৈরী করবেন জানেন কি - Do You Know How To Make Protein Hair Pack For Hair




৫/ ২ চা চামচ শিকাকাই গুঁড়ো এবং ৩ চা চামচ বেসন মিশিয়ে নিন। এর সঙ্গে কিছু পরিমাণে জল মিশিয়ে নিন।এই প্যাকটি চুল এবং চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন।১ ঘন্টা পর জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।শ্যাম্পু করার প্রয়োজন নেই। বেসন এবং শিকাকাই প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে ভালো কাজ করবে।

৬/ ১টা পাকা অ্যাভোকাডোর সঙ্গে ৫ টেবিল চামচ নারকেল দুধ মিশিয়ে ভালো করে প্যাক তৈরি করে নিন।২ টেবিল চামচ অলিভ অয়েলও মিশিয়ে দিয়ে পারেন।এই প্যাকটি চুল এবং চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন।

৭/ ২ টেবিল চামচ মেথি গুঁড়োর সঙ্গে ১/২ কাপ দুধ নিন সঙ্গে ১ টেবিল চামচ টকদই, ৩ টেবিল চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন।

গরম দুধে মেথি ঘন্টা খানেক ভিজিয়ে রাখুন।

এবার টকদইয়ের সঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন।

কুসুম গরম জল দিয়ে চুলটি ধুয়ে প্যাকটি লাগিয়ে ফেলুন।

৮/ অ্যাভোকাডো

অ্যাভোকাডোর মধ্যে আছে ফ্যাটি অ্যাসিড। এটি চুল মজবুত করে আর শুষ্ক চুল নরম, মোলায়েম করে তোলে। আপনি খুব সহজেই এই অ্যাভোকাডো ব্যবহার করতে পারেন। পদ্ধতিঃ অ্যাভোকাডো প্রথমে চটকে নিন ভালো করে। এরপর এর মধ্যে মেয়োনিজ নিন। ভালো করে দুটো মিশিয়ে নিন। এই মাস্ক এবার আপনার চুলে লাগিয়ে রেখে দিন ১ ঘণ্টা মতো। তারপর ধুয়ে নিন।




Tags – Hair Tips Hair Care Protein Hair Pack


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *