Spread the love
IMG_20220330_160600-1648636604678 চুলের তেল ভাব সহজেই দুর করে ফেলুন ঘরোয়া উপায়ে - Get Rid Of Oily Hair Easily With Home Remedies

চুলের তেল ভাব সহজেই দুর করে ফেলুন ঘরোয়া উপায়ে – Get Rid Of Oily Hair Easily With Home Remedies

শীত চলে গেছে, এর ফলে চুল হয়ে পড়ে তৈলাক্ত,, আমাদের মাথা রোদের তাপে ঘেমে তৈলাক্ত হয়ে যায়। এবং দেখতে খুব বাজে লাগে।গ্রীষ্মকালে খুব বেশি ঘাম হয়। তাতে চুল আরও বেশি করে তৈলাক্ত হয়ে পড়ে এতে চুল পড়ার সমস্যা বেড়ে যায়,, এর থেকে মুক্তি পেতে কি করবেন জেনে নিন।

*প্রথমতঃ যাদের তৈলাক্ত ত্বক তাদের দু’দিন অন্তর অন্তর ভালো মানের শ্যাম্পু দিয়ে চুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ,এবং খুব হালকা মানের কন্ডিশনার ব্যবহার করতে হবে চিটচিটে ভাব দূর করার জন্য।

চুলের তেল ভাব সহজেই দুর করার উপায়

*দ্বিতীয়তঃ তৈলাক্ত মাথার খুশকি হয়। সেটি দূর করতে সারা রাত দুই চামচ মেথি ভিজিয়ে রাখুন। পরদিন মেথি বেটে সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে ব্যবহার করে আধা ঘন্টা পরে ধুয়ে ফেলুন। চুল পরিষ্কার করতে ভেষজ শ্যাম্পু ব্যবহার করতে পারেন।


চুলের তেল ভাব সহজেই দুর করুন এই পদ্ধতিতে

*তৃতীয়তঃ কয়েকটি উপাদান দিয়ে বানিয়ে ফেলুন চুলের মাস্ক। তৈলাক্ত ভাব সহজেই দূর হবে। চুলে তেলের পরিমাণও নিয়ন্ত্রণে চলে আসবে। চুলের মাস্ক তৈরি করতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা, লেবুর রস, ও অ্যাপেল সাইডার ভিনিগার। এই উপাদানগুলি চুল ভাল রাখে। ও চুলের অন্যান্য সমস্যারও সমাধান করবে।


Tags – Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *