Spread the love

চুলের যত্নে নারকেল তেল ব্যবহার করলে কি কি উপকার পাবেন জেনে নিন – Know The Benefits Of Using Coconut Oil for Hair Care

চুলের যত্ন নেওয়ার জন্য নারকেল তেল খুবই উপকারী। এটা তো আমরা সবাই জানি,, চুলের স্বাস্থ্য বজায় রাখতে এবং চুলের চকচকে ভাব বজায় রাখতে নারকেল তেল লাগানো খুবই গুরুত্বপূর্ণ।বর্তমানে চুলের তেল দেওয়ার চল প্রায় উঠে গিয়েছে বললেই আগে। দেখতে বিচ্ছিরি লাগবে বলে,, বর্তমানে আমরা চুলের জন্য নিয়মিত রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করি। এছাড়া খর জল, দূষণ, এমনকি অতিবেগুনি রশ্মির কারণেও চুলের প্রোটিন এবং আর্দ্রতা নষ্ট হচ্ছে দিনের পর দিন। নারকেল তেল যে বহুবিধ কাজে ব্যবহার করা যায়, তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? রান্না, খাওয়া, চর্মরোগ সারানো ইত্যাদি নানান কাজের কার্যকর ভূমিকা রাখতে সক্ষম এই তেল। দেখে নিন চুলের যত্নে নারকেল তেলের কতোটা গুরুতবপূর্ণ ভূমিকা আছে –



5-beauty-benefits-of-coconut-for-hair_mobilehome_2-1667295783456 চুলের যত্নে নারকেল তেল ব্যবহার করলে কি কি উপকার পাবেন জেনে নিন - Know The Benefits Of Using Coconut Oil for Hair Care

নারকেল তেলেই চুলের সব সমস্যা মিটবে! জানুন ঘরোয়া টোটকা


যাঁদের চুলের ডগা ফাটার প্রবণতা থাকে তাঁরা নারকেল তেল মেখে দেখতে পারেন। উপকার হতে পারে।


চুল খুব রুক্ষ শুষ্ক হয়ে গেলেও নারকেল তেল লাগান শ্যাম্পু করার আগে এই তেল লাগিয়ে রাখুন। চুল নরম থাকবে।


আমাদের শরীরের মতো চুলেও প্রয়োজন পুষ্টি। আর চুলে এই পুষ্টি জোগাতে সাহায্য করে নারকেল তেল।


চুল সতেজ ও চকচকে রাখতে নারকেল তেলের গুরুত্ব আছে অনেক।।

যাঁদের চুলে খুশকির সমস্যা প্রবল, তাঁরাও উপকার পেতে পারেন নারকেল তেলের সাহায্যে।


নারকেল তেলের উপকারিতা



1608464678_5fdf3926eed58_coconut-oil-1667295783626 চুলের যত্নে নারকেল তেল ব্যবহার করলে কি কি উপকার পাবেন জেনে নিন - Know The Benefits Of Using Coconut Oil for Hair Care



একমাত্র নারকেল তেল হল এমনই একটি প্রাকৃতিক উপাদান যা চুলের গভীর পর্যন্ত পৌঁছাতে পারে। এই তেল চুলের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি প্রোটিনও ধরে রাখে।


চুলের জন্য নারকেল তেলের উপকারিতা

চুলের জট ছাড়াতে

রুক্ষ চুলে প্রায়ই জট পড়ে আর সে জট ছাড়ানো মানে অসহ্যকর ব্যাপার।। নারকেল তেল আগের মতোই হালকা গরম করে নিন। এবার চুলের ডগার দিকটায় ধীরে ধীরে তেল লাগান এবং ক্রমশ উপরের দিকে উঠতে থাকুন। মাঝে মাঝে আঙুল দিয়ে বা মোটা দাঁড়ার চিরুনি দিয়ে জট ছাড়িয়ে নেবেন।

চুল রং করার আগে বেস হিসেবে

চুলের রঙের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিলে তা চুলে তাড়াতাড়ি শুষে যায়, রংও হয় দীর্ঘস্থায়ী। গরম নারকেল তেল হেয়ার কালার বা হেনার সঙ্গে মিশিয়ে নিন, তারপর চুলে লাগান। যতক্ষণ রাখার রেখে তারপর হালকা গরম জল দিয়ে শ্যাম্পু করে নিন।


চুলের যত্নে নারকেল তেল ব্যবহার করুন

রোদের হাত থেকে চুল বাঁচাতে

নারকেল তেল প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে এবং রোদজনিত ক্ষতির হাত থেকে আপনার চুলকে বাঁচায়। সারা দিন রোদে থাকতে হলে সকালে উঠে চুলে কয়েক ফোঁটা নারকেল তেল লাগিয়ে নিন। চুলের কোনও ক্ষতি হবেনা।।

নারকেল তেল হল অল্প কয়েকটা বহুমুখী চুলের তেলের মধ্যে একটা, যা চুলের গভীরে পৌঁছাতে পারে। নারকেল তেল শুধু যে চুলের আর্দ্রতা বজায় রাখে তা-ই নয়, অত্যাবশ্যকীয় প্রোটিনও ধরে রাখে। ফলে ধোয়ার সময় প্রোটিন ক্ষয় হয় না, চুল শক্ত ও স্বাস্থ্যকর থাকে।


শ্যাম্পু করার আগে নারকেল তেলের সাথে আমলকি, পেঁয়াজ, তিল, কালো জিরের মত উপাদান মিশিয়ে চুলে মালিশ করা ভাল। চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্য বাড়ানোর এ এক সহজ অথচ সুচারু পদ্ধতি।

মাথায় উকুন হলে ৫ কোয়া রসুন বেটে নিয়ে নারকেল তেলে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ধুয়ে নিলেই সমস্যার সমাধান।


নারকেল তেলের সাথে বেকিং সোডা ও কর্ন স্টার্চ মিশিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক ডিওডরেন্ট। আপনার দেহকে রাখবে একেবারেই দুর্গন্ধমুক্ত।


চুলের যত্নে নারকেল তেলের বেনিফিটস্


%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-1667295784173 চুলের যত্নে নারকেল তেল ব্যবহার করলে কি কি উপকার পাবেন জেনে নিন - Know The Benefits Of Using Coconut Oil for Hair Care



ব্যাক্টেরিয়ানাশক উপাদান এবং ‘ময়েশ্চারাজিং’ গুণ থাকায় প্রায় সকল চর্মরোগ ও একজিমা’র সমস্যার তীব্রতা কমাতে উপকারী নারকেল তেল।

চুলের গ্রোথ বাড়াতে অর্থাৎ চুল লম্বা করার ক্ষেত্রেও নারকেল তেল দারুণ ভাবে কাজে লাগে। অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকলে তাও কমে যায় নারকেল তেলের গুণে।


নারকেল তেল একটু ভারী তেল। তাই শ্যাম্পু করার আগে মালিশ করে তারপর ভালভাবে শ্যাম্পু করে নিন। তাহলে আর তেল স্ক্যাল্পে লেগে থাকবে না।।



Tags – Hair Care Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *