Spread the love

চুলের রুক্ষ ভাব দূর করতে কি করবেন – What To Do To Remove The Roughness Of The Hair

IMG_20220529_215219-1653841357557 চুলের রুক্ষ ভাব দূর করতে কি করবেন - What To Do To Remove The Roughness Of The Hair

চুল রুক্ষ হয়ে ডগা ফেটে যাচ্ছে? রইল সমাধান


গরমে ধুলোবালি কারনে বা ময়েশ্চারের অভাবে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। ফলে চুল ভেঙে যাওয়া ও চুল ঝরে পরে যায়।।রুক্ষ চুলে ঝলমলে ও সিল্কি ভাব আনতে জেনে নিন ঘোরোয়া টিপস্।।

IMG_20220529_215207-1653841366141 চুলের রুক্ষ ভাব দূর করতে কি করবেন - What To Do To Remove The Roughness Of The Hair

দই লাগান চুলে। কিভাবে ভাবছেন?? জেনে নিন।।চুল নরম ও মসৃণ করতে দই ভালো কাজ করে।।। দই ফেটিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। অবশ্যই কন্ডিশনার দিতে ভুলবেন না।।

একটি পাকা কলা চটকে নিন। মধু মিশিয়ে চুলে লাগান। ২৫ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। চুলের রুক্ষতা দূর হবে।

IMG_20220529_215149-1653841375426 চুলের রুক্ষ ভাব দূর করতে কি করবেন - What To Do To Remove The Roughness Of The Hair


অতিরিক্ত তাপে চুলে রুক্ষতা দেখা দেয়। চুলের রুক্ষ ভাব দূর করতে লাগাতে হবে সিরাম। এতে চুল রক্ষা পাবে।


এছাড়াও,,,


নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে লাগান চুলে। কিছুক্ষণ ম্যাসাজ করে ১০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। এতে চুলের রুক্ষতা দূর হওয়ার পাশাপাশি কমবে চুল পড়ার সমস্যা।


চুলের রুক্ষ ভাব কমাতে কী করবেন


IMG_20220529_215139-1653841385177 চুলের রুক্ষ ভাব দূর করতে কি করবেন - What To Do To Remove The Roughness Of The Hair



চুলের রুক্ষতা দূর করতে ডিমের প্যাক ও লাগাতে পারেন।।।। ডিমের হলুদ অংশ বাদ দিয়ে সাদা অংশ টি একটি পাত্রে ঢেলে ফেটিয়ে টক দই মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

শ্যাম্পু শেষে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। গন্ধ দুর করতে অ্যাপেল সিডার (use) করতে পারবেন।।।



Tags – Hair Care, Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *