Spread the love

চুলের সৌন্দর্য ধরে রাখতে ৫ টি টিপস – 5 Hair Care Tips To Maintain The Beauty Of Hair

IMG_20220407_131214-1649317357338 চুলের সৌন্দর্য ধরে রাখতে ৫ টি টিপস - 5 Hair Care Tips To Maintain The Beauty Of Hair

চুলের সৌন্দর্য ধরে রাখতে সেরা টিপস

চুলের সৌন্দর্য বজায় রাখতে আমরা নানা টিপস ফলো করে থাকি। কিন্তু চুল অকালে পেকে যাওয়া, চুল পড়ে যাওয়া, খুশকির সমস্যা ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। কিন্তু আপনারা বাড়িতে যদি পাঁচটি উপায় ফলো করেন তাহলে আপনারা চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন।।

*”””জানুন ৫ টি টিপস চুলের সৌন্দর্য ধরে রাখার“””*

১/ চুল সুরক্ষিত রাখুন:
বাইরে বেরোনোর আগে চুলকে সূর্যের আলো, রোদ, বৃষ্টি থেকে সুরক্ষিত রাকবেন। সূর্যের কড়া রোদ, তাপ, ধুলোবালি ইত্যাদি চুলের দুর্দশা ডেকে আনে।
ধীরে ধীরে এরা জমাট বাঁধা শুরু করে চুলের গোড়াতে ফাটল ধরতে দেখা যায়। এবং তার ফল শুরু হয় চুল পড়া। তাই এ ঝামেলা গুলো থেকে রেহাই পেতে খোলা আকাশের নিচে রোদ কিংবা বৃষ্টিতে চলাচলের সময় ছাতা অথবা ক্যাপ পড়া উচিত।
এমনকি কাপড় কিংবা ওড়না দিয়ে ঢেকে রাখলেও অনেকাংশেই চুল সুরক্ষিত রাখা সম্ভব।

চুলের যত্ন কিভাবে নিতে হয়

২/ সঠিকভাবে শ্যাম্পু করুন:
বাইরে বের হলে চুলে প্রচুর ধুলোবালু আর ময়লা চুলে জমে থাকে। তাই, চুল পরিষ্কারের জন্য চুলের ধরন বুঝে ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
শ্যাম্পু করার সময় ভালো করে মাসাজ করে শ্যাম্পু করুন। চুলে বেশি ময়লা থাকলে দুইবার শ্যাম্পু করুন।
সপ্তাহে ৩/৪ দিন ভালো শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন।

৩/ অতিরিক্ত হিট বা colour দেওয়া থেকে বিরত থাকুন:
তাপ চুলকে ভেঙে যেতে সহায়তা করে আর তাই চুলে হিট দেওয়া থেকে বিরত থাকাই ভালো।
অতিরিক্ত হিটের কারণে ও চুলে বিভিন্ন রং এর কারনে চুল জ্বলে যেতেও পারে তাই ব্লোয়ার, আয়রন অথবা চুল স্ট্রেটনার যদি ব্যবহার করতেই হয় তাহলে সাবধানতার সাথে তা করা উচিত।

How To Get Beautiful Hair Naturally At Home

৪/ তেল দিন নিয়মিত:
চুলে নিয়মিত তেল ব্যবহারে শক্ত হয় চুলের গোড়া তবে তা যেন আবার অতিরিক্ত না হয়ে যায়। অতিরিক্ত তেল ব্যবহার করলে তা মুছে ফেলতে ব্যবহার করতে হবে অতিরিক্ত শ্যাম্পু যা চুলের জন্য ভালো নয়।
চুলের পরিপূর্ণ পুষ্টি যোগাতে অয়েল মাসাজের বিকল্প নেই। আজকাল কোকোনাট অয়েল ছাড়াও বাজারে আমলা অয়েল, আমন্ড অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল ইত্যাদি কিনতে পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন।

IMG_20220407_131155-1649317367640 চুলের সৌন্দর্য ধরে রাখতে ৫ টি টিপস - 5 Hair Care Tips To Maintain The Beauty Of Hair

চুলের যত্ন ঘরোয়া উপায়

৫/ স্বাস্থ্যকর খাবার:
আপনার স্বাস্থ্য আপনার চুলে প্রতিফলিত হয়। আপনি স্বাস্থ্যকর থাকলে, ভাল থাকবে চুল। তাই সুন্দর চুল রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া আবশ্যক।
আর তাই আপনার চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য ভিটামিন, প্রোটিন এর মত পুষ্টিকর খাবার নিয়মিত ।
IMG_20220407_131143-1649317377939 চুলের সৌন্দর্য ধরে রাখতে ৫ টি টিপস - 5 Hair Care Tips To Maintain The Beauty Of Hair
বেশি বেশি প্রোটিন জাতীয় শাক-সবজি চুল ভালো রাখতে সহায়তা করে, এছাড়াও প্রচুর পরিমাণে জল পান করুন। এর পাশাপাশি কাঠ বাদাম, কাজু বাদাম খেতে পারেন,,।
এতে আপনার চুল সুন্দর ঘন ও মজবুত হবে।

Tags – Hair Care Tips, Bengali Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *