Spread the love

চুলে ব্যাবহার করুন পেঁপের হেয়ার মাস্ক – Use Papaya Hair Mask On Your Hair


পেঁপের কিন্তু অনেক গুন।ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের উজ্জ্বল বাড়ায় পেঁপের মতো ফল। কিন্তু এই ফল দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে চুলে লাগিয়েছেন কখনো? চুল পড়া রোধ করে পাকা পেঁপে। এর জন্য একটি পাত্রে চার টেবিলচামচ পেঁপে চটকে নিয়ে নিন। এর মধ্যে দুই টেবিল চামচ টক দই যোগ করুন। দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলে ওপর প্রয়োগ করুন। চুল হয়ে উঠবে ঝলমলে।

এই গরমে সুস্থ থাকতে যেমন তরমুজ, আনারস, পেঁপে খাচ্ছেন, তেমনই ফ্রুট ফেসিয়ালের কথা ভুলে যাননি তো? এই সব ফল রূপচর্চায় দারুণ ব্যবহৃত হয়। ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের উজ্জ্বল বাড়ায় পেঁপের মতো ফল।


ঝলমল করুক আপনার চুল! ব্যবহার করুন পাকা পেঁপের হেয়ার মাস্ক

চুল পড়া রোধ করে পাকা পেঁপে। এর জন্য একটি পাত্রে চার টেবিলচামচ পেঁপে চটকে নিয়ে নিন। এর মধ্যে দুই টেবিল চামচ টক দই যোগ করুন। দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলে ওপর প্রয়োগ করুন। একটা শাওয়ার ক্যাপ পরে অন্তত আধ ঘণ্টা মিশ্রণটি চুলে রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।



IMG_20220721_195755-1658413685407 চুলে ব্যাবহার করুন পেঁপের হেয়ার মাস্ক - Use Papaya Hair Mask On Your Hair

চুলের সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই পেঁপের হেয়ার মাস্কে, একবার ব্যবহার করলেই ফল হাতে-নাতে!



দূষণের কারণে চুল নষ্ট হয়ে যায়। সূর্যের ক্ষতিকারক রশ্মিও প্রভাব ফেলে চুলের ওপর। এতে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে যায়। এর জন্যও ব্যবহার করতে পারেন পেঁপের হেয়ার মাস্ক। পাকা পেঁপে চটকে নিন। সেখান থেকে দুই টেবিল চামচ ওই পেঁপে নিন। এর সঙ্গে একটা পাকা কলা চটকে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। অন্তত ৩০ মিনিট রাখতেই হবে।

একই ভাবে ত্বকের ক্ষেত্রেও সহায়ক পাকা পেঁপে। পেঁপের লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্টগুলি বার্ধক্যের দৃশ্যমান লক্ষণগুলির সঙ্গে লড়াই করে। পেঁপেতে ভিটামিন সি রয়েছে যা ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে পারে, বলিরেখা হ্রাস করে এবং সূক্ষ্ম রেখাগুলি দূর করে দেয়। এর জন্য ১ চামচ মধুর সঙ্গে পাকা পেঁপে বেটে নিন। এবার এই মিশ্রণ ত্বকের ওপর প্রয়োগ করুন এবং ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। মধুর থেরাপিউটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উভয় প্রভাব রয়েছে। এটি পেঁপের সঙ্গে মিশ্রিত হলে ভিতর থেকে ত্বককে হাইড্রেট করে এবং আপনাকে মসৃণ, নরম এবং কোমল ত্বক দেয়।


IMG_20220721_195744-1658413685822 চুলে ব্যাবহার করুন পেঁপের হেয়ার মাস্ক - Use Papaya Hair Mask On Your Hair



পাকা পেঁপে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে আধ কাপ মিক্সিতে বেটে নিন। এর মধ্যে নারকেলের দুধ ও মধু মিশিয়ে আরও এক বার মিক্সিতে ঘুরিয়ে নিন। পেঁপের এই ঘন মিশ্রণটি ভাল করে চুলের গোড়ায় ও মাথার তালুতে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’-তিন দিন এই চুলের মাস্কটি ব্যবহার করুন। চুল হয়ে উঠবে কোমল



Tags – Hair Tips Hair Care Hair Mack

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *