Spread the love

চুলে শ্যাম্পু করার আগে তেল কোনো মাখা উচিৎ জেনে নিন – Know Whether You Should Apply Oil To Your Hair Before Shampooing


চুলের সৌন্দর্য বাড়াতে কিংবা পর্যাপ্ত পুষ্টি জোগাতে তেলের গুরুত্ব নিয়ে নতুন কিছু বলার নেই। চুলে নিয়মিত তেল ব্যবহার করলে তা স্ক্যাল্পকে ব্যাকটেরিয়া ও অন্যান্য সংক্রমণের হাত থেকে রক্ষা করে।


চুলে নিয়মিত রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করা, খর জল, দূষণ, এমনকি অতিবেগুনি রশ্মির কারণেও চুলের প্রোটিন এবং আর্দ্রতা নষ্ট হয়। ফলে চুল বর্ণহীন, রুক্ষ এবং নির্জীব দেখায়। তার উপর কড়া রাসায়নিক আছে এমন শ্যাম্পু লাগালে চুলের যন্ত্রণা বাড়ে।



Hair-oil-massage-1667317770439 চুলে শ্যাম্পু করার আগে তেল কোনো মাখা উচিৎ জেনে নিন - Know Whether You Should Apply Oil To Your Hair Before Shampooing

শ্যাম্পু করার সঠিক নিয়মের মধ্যেই আছে সুস্থ চুলের টিপস্


শক্ত এবং চকচকে থাকার জন্য চুলের যতটুকু তেল না হলেই নয়, এমন তেল মাখতে হবে, যার মধ্যে চুলের গভীরে যাওয়ার মতো এবং গোড়া পর্যন্ত পৌঁছাতে পারার মতো উপাদান আছে। তবেই শ্যাম্পুতে যে সব রাসায়নিক থাকে, তা থেকে চুলের গোড়াটা বাঁচানো যাবে। আর এর জন্য শ্যাম্পু করার আগে নারকেল তেল দিয়ে মালিশ করতেই হবে!


চুলে তেল দাওয়ার সঠিক সময়

নারকেল তেল হল অল্প কয়েকটা বহুমুখী চুলের তেলের মধ্যে একটা, যা চুলের গভীরে পৌঁছাতে পারে। নারকেল তেল শুধু যে চুলের আর্দ্রতা বজায় রাখে তা-ই নয়, অত্যাবশ্যকীয় প্রোটিনও ধরে রাখে। ফলে ধোয়ার সময় প্রোটিন ক্ষয় হয় না, চুল শক্ত ও স্বাস্থ্যকর থাকে। শ্যাম্পু করার আগে নারকেল তেলের সাথে আমলকি, পেঁয়াজ, তিল, কালো জিরের মত উপাদান মিশিয়ে চুলে মালিশ করা ভাল।


তেল মাখার উপকারীতা

স্নানের আগে আধ কাপ অলিভ তেল আর এক কাপ নারকেল তেল একটা পাত্রে ঢেলে নিন। আপনার চুলের গোছাগুলোতে এবং তালুতে মালিশ করুন এবং ৩০-৪৫ মিনিট রেখে দিন (প্রয়োজনে সারা রাতও লাগিয়ে রাখতে পারেন)। ২৫ মিনিট পর চুল ধুয়ে নিন, তারপর শ্যাম্পু করুন।


benefits-mustard-oil-10-1667317770269 চুলে শ্যাম্পু করার আগে তেল কোনো মাখা উচিৎ জেনে নিন - Know Whether You Should Apply Oil To Your Hair Before Shampooing

শ্যাম্পু করার আগে চুলের যত্ন



তেল মেখেই চুল আঁচড়ানো: অনেকেই চুলে তেল দিয়ে সঙ্গে সঙ্গে চুল আঁচড়ান। মাথার ত্বকে ঘষে ঘষে তেল মাখার কারণে মাসাজের কাজটা হয়ে যায়। স্বাভাবিকভাবেই এই সময় স্ক্যাল্পের রোমছিদ্রগুলো খোলা থাকে আর চুলও ভীষণ ভঙ্গুর অবস্থায় থাকে।

তেল মেখে সারারাত থাকা: বেশিরভাগই রাতে শোবার আগে চুলে তেল মাখেন এবং সকালে উঠে শ্যাম্পু করে ফেলেন। কিন্তু সারারাত চুলে তেল লেগে থাকলে তা স্ক্যাল্পের প্রাকৃতিক তেলের সঙ্গে মিশে যায় এবং চুল আরও বেশি তৈলাক্ত হয়ে ওঠে, ফলে ধুলোময়লাও বেশি জমে যায়।



benefits-mustard-oil-10-1667317770269 চুলে শ্যাম্পু করার আগে তেল কোনো মাখা উচিৎ জেনে নিন - Know Whether You Should Apply Oil To Your Hair Before Shampooing

শ্যাম্পু করার আগে তেল দাওয়ার উপকারীতা



চুল বেঁধে রাখা: চুলে তেল ব্যবহার করার পর চুল খানিকটা দুর্বল ভঙ্গুর অবস্থায় থাকে। এই অবস্থায় চুল বেঁধে রাখলে গোড়ায় বেশি টান পড়ে এবং চুল সহজেই উঠে আসতে পারে।


তেল দেয়ার পরেই ধুয়ে ফেলা: চুলে পর্যাপ্ত পুষ্টি জোগাতে অন্তত তেল দেয়ার পর অন্তত ঘণ্টাখানিক রাখা দরকার। কারণ তেল দেয়ার পরপরই যদি চুল ধুয়ে ফেলেন তবে তেলের পুষ্টি চুল পাবে না।


অতিরিক্ত মাসাজ: মাসাজ নিশ্চয়ই আরামদায়ক। তেল দেয়ার পর স্ক্যাল্পে মাসাজ করলে আরামে চোখ বন্ধ হয়ে আসে যেন। কিন্তু অতিরিক্ত মাসাজ হতে পারে ক্ষতির কারণ। কারণ এতে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। মিনিট দশ-পনেরোর বেশি মাসাজ করবেন না।


চুল তোয়ালে দিয়ে জড়ানো: এটি অনেকেরই অভ্যাস যে চুলে তেল ব্যবহারের পর চুলে তোয়ালে জড়িয়ে রাখেন। এতে তোয়ালের ঘষা লেগে চুল ভেঙে যেতে পারে।



চুলে তেল দেওয়ার উপকারিতা


– তেল চুলকে চকচকে করে তোলে। কারণ চুলকে পুষ্টিকর করে তুলতে মাথার স্ক্যাল্পকে ময়েশ্চারাইজড করে ।।

– তেলগুলি মাথার ত্বকে প্রবেশ করে আর্দ্রতার ভারসাম্য বজায় রাখে এবং শিকড়গুলিকে মজবুত করে।
– তেল মাখলে মাথার ত্বকের রক্ত ​​সঞ্চালনও বৃদ্ধি পায়। ফলে চুলের গোড়া মজবুত করে তোলে।


91867643%20(1)-1667317769798 চুলে শ্যাম্পু করার আগে তেল কোনো মাখা উচিৎ জেনে নিন - Know Whether You Should Apply Oil To Your Hair Before Shampooing


– নিয়মিত তেল লাগালে শুষ্ক ও রুক্ষ চুলও নিয়ন্ত্রণে আসে।



কীভাবে সঠিক উপায়ে চুলে তেল দেবেন


– ক্যাস্টর অয়েল, নারকেল তেলের মতো শীতকালীন তেলগুলি সাধারণত হালকা ঘন হয়, তাই এগুলিকে কিছুটা গরম করলে তেল মাথার ত্বকে খুব সহজে প্রবেশ করে এবং সহজেই শুষে নেয়।


– আঙুলের ডগা ব্যবহার করে মাথার ত্বকে তেল লাগান, তারপরে মাথার ত্বকে সামান্য ম্যাসাজ করুন।


– পুরো মাথার ত্বকের জন্য একই কাজ করুন। পুরো মাথার ত্বকে তেল লাগিয়ে নিন। এরপর বৃত্তাকারে মাসাজ করুন।



_ হাত দিয়ে চুলে সব তেল মেখে নিন। যদি লম্বা চুল থাকে তাহলে চুল বেণি করে নিতে পারেন বা খোঁপা করে রাখুন।


– তারপর ভালো মানের কোনো শাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ভালোভাবে।।। আর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।।।



Tags – Hair Tips Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *