Spread the love

চুল উঠে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে? তাহলে এই দুটি হেয়ার প্যাক ব্যাবহার করুণ – The Hair Is Going To Be Empty Head? Then Use These Two Hair Packs

চুল পড়ার সমস্যায় কি আপনি নাজেহাল? চুল উঠে উঠে মাথা যেন ফাঁকা হয়ে যাচ্ছে! এই সময়ে ঘরোয়া হেয়ার প্যাক কাজে লাগিয়ে দেখুন।


IMG_20220721_202624-1658415405129 চুল উঠে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে? তাহলে এই দুটি হেয়ার প্যাক ব্যাবহার করুণ - The Hair Is Going To Be Empty Head? Then Use These Two Hair Packs

চুল পড়া বন্ধ করার সহজ উপায়



চুল পড়ার সমস্যা আমাদের সবার মধ্য়েই কম বেশি আছে। কিন্তু এই সমস্যা যদি বাড়তেই থাকে, তখন মন খারাপ হওয়াই স্বাভাবিক।

তাঁদের জন্যই কিছু পরামর্শ দিচ্ছি আমরা। আসলে আমাদের ঘরে এমন কিছু উপাদান আছে, যেগুলো কাজে লাগালে আপনি সহজেই কিছু হেয়ার প্যাক বা চুলের প্যাক বানিয়ে নিতে পারেন।

চুল পড়া খুবই স্বাভাবিক। চুল পড়ে নতুন চুল গজায় সেই স্থানে। দিনে ৫০-১০০টা পর্যন্ত চুল পড়তে পারে। কিন্তু তার বেশি সংখ্যায় চুল যদি প্রায় প্রতিদিনই পড়তে থাকে, তখন আপনাকে একটু সতর্ক হতেই হবে। বুঝতে পারছেন?


ঘরোয়া উপাদানের সাহায্যেই হবে মুশকিল আসান –

নারকেলের দুধ এবং কলার হেয়ার প্যাক


নারকেল তেল যে চুলের জন্য ভালো, সেই কথা সবাই জানি। একটি কলা নিন। কলা ভালো করে চটকে নিন। তার সঙ্গে আধ কাপ নারকেলের দুধ মিশিয়ে নেবেন। মিক্সারে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণ স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেবেন। এছাড়া চুলের গোড়ায় ও ডগায় ভালো করে মেখে নিন। এক থেকে দেড় ঘণ্টা রেখে ঠান্ডা জলে শ্যাম্পু করে নিন।


কলায় আছে ফসফরাস। নারকেলের দুধে আছে প্রোটিন। আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি জোগাবে। তাই চুল মজবুত হবে। চুল পরা কমে যাবে।



চুল পড়া বন্ধ করতে কাজে লাগবে এই টিপস


অ্যালোভেরা হেয়ার প্যাক


রুক্ষ চুল, নিষ্প্রাণ চুল, চুল পড়ে যাওয়া, খুশকি, চুলের বৃদ্ধি না হওয়া এই সব সমস্যায় নাজেহাল অনেকেই। বার বার স্পা করিয়েও সমাধান মেলে না।

অ্যালোভেরার গুণে চুল সব সময়ই ভালো থাকে। স্ক্যাল্পও ভালো থাকে। রোদে, দূষণে যদি চুলের বারোটা বাজে, তাহলে এবার ব্যবহার করুন অ্যালোভেরা জেল। এই অ্য়ালোভেরার হেয়ার প্যাক ব্যবহার করতে হবে আপনাকে।


৫ চামচ অ্যালোভেরা জেল নিন। তার সঙ্গে দু’চামচ অলিভ অয়েল মিশিয়ে দিন। এবং এক চামচ মধু ও ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। একটি ঘন মিশ্রণ তৈরি হবে। সেটি স্ক্যাল্পে মেখে ভালো করে মাসাজ করুন। ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে শ্যাম্পু করে নিন।


নিস্তেজ চুলে প্রাণ আনতে অ্যালোভেরা জেলকে ব্যবহার করুন। এর জন্য তিন চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দু চা চামচ টক দই, এক চা চামচ মধু এবং এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগান। আধ ঘণ্টা রেখে দিয়ে শ্যাম্পু করে নিন।

খুশকির সমস্যা দূর করতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। কয়েক চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দু চা চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে মাখুন। কিছুক্ষণ রাখার পর শ্যাম্পু করে নিন। এতেই দূর হবে খুশকির সমস্যা।


ঘন, লম্বা চুল কার না পছন্দ। কিন্তু এর জন্য চুলের যত্ন নেওয়াও প্রয়োজন হয়। অ্যালোভেরা জেলের হেয়ার মাস্ক আপনার এই কাজটাকে সহজ করে দিতে পারে। অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল ও কয়েক ফোঁটা রোজমেরির এসেনশিয়াল অয়েল মিশিয়ে মাখুন।




Tags – Hair Tips Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *