Spread the love

চুল ঝরার ৫ ঘরোয়া সমাধান – 5 Home Remedies For Hair Loss

IMG_20220615_155632-1655288821040 চুল ঝরার ৫ ঘরোয়া সমাধান - 5 Home Remedies For Hair Loss

চুল পড়া বন্ধ করার ৫ টি সহজ ঘরোয়া উপায়

চুল পড়া কমানোর জন্য আমরা তো অনেককিছুই ব্যবহার করে থাকি, কখনো বাজারে কেমিক্যাল প্রোডাক্ট আবার কখনো শ্যাম্পু পরিবর্তন করতে করতে আমরা নিজেরাই হাঁপিয়ে উঠি। কিন্তু ঘরোয়া ৫ টি টোটকা যদি আপনারা ব্যবহার করেন আপনার চুলের ওপর, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক চুল ঝরার 5 ঘরোয়া সমাধান।।

১/ ডিম

চুলের দ্রুত বৃদ্ধির জন্য ডিমের হেয়ার প্যাক অবশ্যই ব্যবহার করুন। এতে থাকা প্রোটিন চুল পড়ে যাওয়ার হার কমিয়ে দেয়। এছাড়া ডিমে থাকা আয়রন, জিঙ্ক, ভিটামিন বি২ অ্যাসিড চুলের যত্নে অনন্য। একটি ডিম ফেটিয়ে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন।


IMG_20220615_155622-1655288821371 চুল ঝরার ৫ ঘরোয়া সমাধান - 5 Home Remedies For Hair Loss


২/ অ্যালোভেরা

চুলের গোড়া মজবুত করতে অ্যালোভেরা কে কাজে লাগান। এটি মাথার ত্বকের কোষ গঠনেও সাহায্য করে। অ্যালোভেরার থেকে জেল বের করে নিন। ব্লেন্ড করে মসৃণ পেস্ট বানিয়ে আঙুলের সাহায্যে ঘষে ঘষে লাগান চুলের গোড়ায়। ৫ থেকে ৭ মিনিট ম্যাসাজ করুন। এরপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল যেমন মজবুত হবে, তেমনি দূর হবে খুশকি ও মাথার ত্বকের চুলকানি।

IMG_20220615_155611-1655288821633 চুল ঝরার ৫ ঘরোয়া সমাধান - 5 Home Remedies For Hair Loss

চুল পড়ে যাচ্ছে? ট্রাই করে দেখুন পাঁচটি ঘরোয়া সমাধান

৩/ আমলকী

চুল পড়া কমানোর পাশাপাশি চুল ঘন করতে সাহায্য করে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে আমলকীতে। আমলকী টুকরা করে রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। এই গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি চুলে ভালোভাবে লাগান শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

মেথি

৪/ চুল পড়া সমস্যায় এবং চুলের যত্নে মেথির ব্যবহার অত্যন্ত কার্যকরী। ২ চামোচ মেথী সারারাত ভিজিয়ে রেখে সকালে সেই জল টুকু ছেঁকে নিন। বা এক গ্লাস জল খালি পেটে পান করুন। মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক এসিড রয়েছে যা চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত করে।



কালোজিরা

৫/ কালোজিরার তেল ব্যবহারে নতুন চুল গজায়। চুলের ফলিকগুলো শক্তিশালী করে। এই তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। এ ছাড়াও মাথার ত্বকের শুষ্কতা কমায়, যার ফলে দ্রুত চুল পড়া বন্ধ হয়। আঙুলের সাহায্যে মাথার চুল কম আছে এমন অংশে অথবা টাক স্থানে ১৫ মিনিট রেখে ম্যাসেজ করুন। আধা ঘণ্টা পরে ধুয়ে ফেলুন। দেখবেন চুল পড়া অনেক কমে গেছে।


Tags – Hair Tips , Hair Problem Salutations

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *