Spread the love

চুল সিল্কি করতে শ্যাম্পুর সঙ্গে মেশাবেন যে উপাদান – Ingredients To Mix With Shampoo To Make Hair Silky

IMG_20221229_192243-1672322037711 চুল সিল্কি করতে শ্যাম্পুর সঙ্গে মেশাবেন যে উপাদান - Ingredients To Mix With Shampoo To Make Hair Silky

চুলে সিল্কি ভাব আনতে শ্যাম্পুর সাথে মিশিয়ে নিন এই উপাদান

প্রতিদিন যে হারে দূষণের মাত্রা বাড়ছে তাতে আমাদের চুলের মারাত্মক ক্ষতি হচ্ছে। বাইরে থেকে বাড়ি ফিরলে হাতে, পায়ে আর মুখে জল দিয়ে ধুয়ে থাকি। কিন্তু, চুল সব সময় বাড়ি ফিরে এসে জল দিয়ে ধোয়া সম্ভব হয় না। প্রতিদিন গাড়ির ধোঁয়া, ধুলোবালির মাত্রা বাড়ার কারণে স্ক্যাল্পের ক্ষতি তো হচ্ছেই, পাশাপাশি ত্বকের ভিতরে টক্সিক উপাদানের মাত্রাও বাড়ছে। তাই প্রদাহের মাত্রা বেড়ে গিয়ে চুল পড়ছে।


চুলে ঝলমলে ভাব নিয়ে আসার জন্য শ্যাম্পুর সঙ্গে কি মেশাবেন জেনে নিন –


১/ একটি ডিম ফেটিয়ে নিন। খানিকটা টক দই ও লেবুর রস মেশান। ভালো করে একটা পেস্ট বানিয়ে নিন। ব্রাশের সাহায্যে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। অপেক্ষা করুন ৩০ মিনিট। এরপর জল দিয়ে ধুয়ে নিন ভালো করে। শেষে এক মগ জলে ২ চা চামচ ভিনেগার মেশাবেন। চুল প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন আর দেখুন কেমন চকচক করছে!

চুলের যত্ন নিতে শ্যাম্পুর সাথে মিশিয়ে নেবেন যেসব উপাদান

IMG_20221229_192310-1672321999911 চুল সিল্কি করতে শ্যাম্পুর সঙ্গে মেশাবেন যে উপাদান - Ingredients To Mix With Shampoo To Make Hair Silky

ঘরে বসেই চুল সিল্কি করার উপায়

২/ চুলের পুষ্টি যোগাতে তেলের ব্যবহার প্রাচীনকাল থেকে , গরম তেল চুলের রুক্ষতা দূর করে চুলকে করে উজ্জ্বল। ২ টেবিল চামচ বাদাম তেল, অলিভ অয়েল,, নারকেল তেল নিয়ে একটি পাত্রে গরম করে নিন। হালকা গরম হলে এটি নামিয়ে মাথায় ভাল করে ম্যাসাজ করুন। এরপর শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।।


৩/ মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার। মধু চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে চুল মজবুত হয়, চুলের বাড়বৃদ্ধিও উন্নত হয়।মধু আর ভেজিটেবল অয়েল চুলকে ভেতর থেকে পুষ্টি জুগিয়ে থাকে। ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ ভেজিটেবল অয়েল মিশিয়ে নিন। এটি আপানার চুলে লাগিয়ে নিন। ১৫/২০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দেখবেন চুল কেমন সিল্কি হয়ে যায়।।


৪/ অ্যালো ভেরার উপকারিতার কথা গোটা পৃথিবী জানে। একদিকে অ্যালো ভেরা ত্বকের সমস্ত সমস্যা সারিয়ে ত্বক নিখুঁত রাখে, অন্যদিকে চুলের সব সমস্যাও নিয়ন্ত্রণে রাখতে পারে। চুল ওঠা থেকে শুরু করে খুসকি পর্যন্ত সব সমস্যাই আপনি কমিয়ে ফেলতে পারেন, শুধু শ্যাম্পুতে যোগ করুন অ্যালো ভেরার নির্যাস।

শ্যাম্পুর সাথে কি মেশালে চুল সিল্কি হয়

৫/ ভিটামিন সি-এর গুণে সমৃদ্ধ আমলকি বা আমলা চুল আর স্ক্যাল্পের একাধিক সমস্যার সমাধান করতে পারে। আমলার ফাইটো-নিউট্রিয়েন্ট, ভিটামিন আর মিনারেল স্ক্যাল্পে রক্ত সংবহন বাড়ায়, মজবুত আর সুস্থ চুল গজাতে সাহায্য করে। রোজকার শ্যাম্পুতে আমলা পাউডার আর আমলকির রস মিশিয়ে নিলেই হবে। এতে চুল সুস্থ আর মজবুত থাকবে।।।

Tags – Hair Tips Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *