Spread the love

ঝকঝকে চুল পেতে ব্যবহার করুন আজই মেথি – Use Fenugreek Today To Get Shiny Hair

IMG_20220420_162110-1650451907909 ঝকঝকে চুল পেতে ব্যবহার করুন আজই মেথি - Use Fenugreek Today To Get Shiny Hair

ঝকঝকে চুল পেতে চান? আপনাকে সাহায্য করবে মেথি

আমরা তো কমবেশি সবাই জানি ভারতীয় মশলাই নানা গুণে সমৃদ্ধ।। — নানা রোগ-অসুখ সারাতে কাজে লাগে। যাঁরা রোজ বদ হজমের সমস্যায় ভোগেন, তাঁরা খালি পেটে সারা রাত ভিজিয়ে রাখা মেথির জল খেতে পারেন। কিছুদিনের মধ্যেই এর ফল পেয়ে যাবেন।।রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও মেথি ভেজানো জলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তা ভালো রাখে লিভার ও কিডনির স্বাস্থ্য। মেথি শুধু আমাদের শরীরের খেয়াল রাখে না এর পাশাপাশি চুলের ও খেয়াল রাখে।।



যাঁরা সারা বছর খুশকির সমস্যায় যারা ভোগেন, তাঁরা নারকেল তেলের মধ্যে মেথি দানা আর একটি আমলকী দিয়ে ৫ মিনিট গরম করুন। তার পর ঠান্ডা করে ভরে রাখুন বোতলে। এই তেল সপ্তাহে অন্তত দু’দিন মাথায় লাগান। সারা রাত রেখে শ্যাম্পু করে নিন। মাথার তালুতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের বাসা হলে এই তেল খুব ভালো কাজ দেয়।।


মেথির প্যাক চুল বাড়বে দ্রুত

এবং মেথি ভেজানো জল দিলে চুলে ধুলে আপনার চুল হবে ঝলমলে এবং চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে পাবে,, আর আপনার চুল যদি খুব রুক্ষ হয় তবে মেথি বেটে চুলে লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করে ঠান্ডা জলের সাহায্যে ধুয়ে ফেলুন।। ভালো ,,কোন শ্যাম্পু দিন আপনার চুলের ধরন অনুযায়ী,, দেখবেন আপনার চুলের রুক্ষতা ভাব দূর হয়ে যাবে সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করুন।।

IMG_20220420_162127-1650451900425 ঝকঝকে চুল পেতে ব্যবহার করুন আজই মেথি - Use Fenugreek Today To Get Shiny Hair


এছাড়াও,,,,

যাঁদের খুব ব্রণ হয় ত্বকে, তাঁরা মেথি দানা মিহি গুঁড়ো করে নিন। তার পর জলে গুলে পেস্ট তৈরি করে সেটা দাগের উপর লাগাতে হবে। কিছুদিনের মধ্যেই দেখবেন দাগ হালকা হয়ে মিলিয়ে যেতে আরম্ভ করেছে।



Tags – Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *