Spread the love

তৈলাক্ত চুলের জন্য কি শ্যাম্পু ব্যবহার করা উচিত জানুন – Best 5 Shampoos For Oily Hair

IMG_20220330_215222-1648657387403 তৈলাক্ত চুলের জন্য কি শ্যাম্পু ব্যবহার করা উচিত জানুন - Best 5 Shampoos For Oily Hair

Best 5 Shampoos For Oily Hair

যাদের চুল ওয়েলি তারাই একমাত্র বোঝে কতটা বিরক্ত কর বিষয় এটি,, তেল না দিলেও মনে হয় চুলে তেল দেওয়া আছে।তৈলাক্ত চুলের জন্য পরিচর্যার পাশাপাশি চাই সঠিক শ্যাম্পু। কিন্তু আমরা বুঝে উঠতে পারিনা চুলের তৈলাক্ত ত্বকের জন্য কোন শ্যাম্পু আমরা ব্যবহার করব???

**মনে রাখবেন**
অনেক শ্যাম্পুতে ময়েশ্চারাইজিং তেল থাকে। কিন্তু তেলতেলে চুলের জন্য তেলবিহীন শ্যাম্পু ব্যবহার করবেন, এতে বেশ ভালো ফল পাবেন। ড্রাই শ্যাম্পুও ব্যাবহার করতে পারেন।
**তৈলাক্ত চুলের জন্য পাঁচটি বেস্ট শ্যাম্পুর নাম**
১/ ওয়াও অ্যাপেল সিডার ভিনেগার হেয়ার শ্যাম্পুঃ
এই অ্যাপেল সিডার ভিনেগার শ্যাম্পু চুলের অতিরিক্ত তেল চিটচিটে ভাব কমায়, গভীর থেকে ময়লা পরিষ্কার করে, চুলের গোড়া শক্ত করে। যাদের তৈলাক্ত চুল তারাই এই শ্যাম্পুটি অবশ্যই ব্যবহার করবেন।

২/ টি ট্রি স্পেশাল শ্যাম্পুঃ এই শ্যাম্পু সব ধরণের চুলের জন্য ভালো। এই শ্যাম্পুতে আছে টি ট্রি অয়েল, গোলমরিচ, এবং ল্যাভেন্ডারের নির্যাস রয়েছে। এই শ্যাম্পু চুলের বাড়তি তেল নিয়ন্ত্রণ করে, আরেকদিকে সুন্দর ও সতেজ গন্ধ এনে দেয় চুলে।

চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

৩/ সানসিল্ক শ্যাম্পু হিজাব রিচার্জঃ
এই শ্যাম্পু টিতে অ্যারোমেটিক অয়েল আছে, তবুও এটা তেলতেলে চুলকে ৪৮ ঘন্টা পর্যন্ত রিফ্রেশড রাখে। এবং এই শ্যাম্পুটি চুলকে ভেতর থেকে পরিষ্কার করে চুল পড়া রোধ করে।

৪/ হেডেন সোল্ডার কুল মেন্থল শ্যাম্পু: সাধারণত এই শ্যাম্পু টি খুশকি দূর করতে সক্ষম। এর পাশাপাশি চুলের ত্বককে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে।
মাত্র ২ সপ্তাহে এই শ্যাম্পু আপনার খুশকি দূর করতে সাহায্য করে।
আর এতে মেন্থল থাকার জন্য আপনার মাথায় ঠান্ডা ঠান্ডা অনুভব হবে।

81W9kVfSCcL._SL1500_-1648657373421 তৈলাক্ত চুলের জন্য কি শ্যাম্পু ব্যবহার করা উচিত জানুন - Best 5 Shampoos For Oily Hair

৫/ হারবেল এসেন্স অর্গান ওয়েল অফ মরক্কো শ্যাম্পু: এই শ্যাম্পু টি প্রাকৃতিক নির্যাস অ্যালোভেরা, আর্গান অয়েল এবং ভিটামিন দিয়ে তৈরি। চুলের তেল ভাব দূর করে ,, চুলকে মোলায়েম ও ঝলমলে করে তোলে।
এছাড়াও ক্ষতিগ্রস্থ চুলকে পুষ্টি যোগায় এবং প্রাণবন্ত করে তোলে।
ফ্রিজি চুলকে ঠিক করে। চুলের গোড়া মজ
বুত ও শক্ত রাখে।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *