Spread the love


তৈলাক্ত ত্বকের মেকআপ ঠিক রাখতে ৫টি ফাউন্ডেশন – 5 Best Foundation
For Oily Skin Makeup

AVvXsEjIE42-i9ATAmVXF4pn7ck3ynIR-7vH26CgrX7uQihzAhHiBbLFWhyNqo5cHWCCXZHNIFhCNWBmmYFe6D3opylnvZiEyf8BXvVwhqOz6EQlKrgoyDtjIRv_ZLtiUI6MzA3oX4wAU2cyQNl4guqvJ9amBq6zQkuG7JGl5Dvfcw8KmDRr4yh_M9QaSEIV=w320-h316 তৈলাক্ত ত্বকের মেকআপ ঠিক রাখতে ৫টি ফাউন্ডেশন - 5 Best Foundation For Oily Skin Makeup


তৈলাক্ত ত্বকের মেকআপ ঠিক রাখতে ৫টি ফাউন্ডেশন

 আজকে আমরা কথা বলবো তৈলাক্ত ত্বকের জন্য পাঁচটি ফাউন্ডেশন। আপনাদের মধ্যে
যাদের তৈলাক্ত ত্বক তারা এই ৫ টি ফাউন্ডেশন অবশ্যই ব্যবহার করতে পারেন।
বেশিরভাগই মেয়েদের কাজের জন্য বা কোন কিছু দরকার এর জন্য বাইরে বেরোতে হয়
,তবে তাদের মধ্যে অনেকেরই তৈলাক্ত ত্বক হওয়ার কারণে ফাউন্ডেশন ব্যবহার করার
কিছুক্ষণ পরেই ফাউন্ডেশন গলে যায় বা নষ্ট হয়ে যায় বা কালচে ভাব দেখা দেয়।
সেটি থেকে বাঁচতে আজ আমি আপনাদের জানাব পাঁচটি এমন ফাউন্ডেশন এর নাম। চলুন দেরী
না করে আসুন জেনে নেওয়া যাক।

প্রথমে বলে দেই মেকআপ করার আগে আপনার অবশ্যই এক টুকরো বরফ দিয়ে পুরো ফেসে
কিছুক্ষণ মাসাজ করে নেবেন । তারপর প্রাইমার ব্যবহার করবেন।বরফ এর টুকরো যা করে
সেটা হলো হচ্ছে ত্বকের যেসব পোর উন্মুক্ত বা খোলা থাকে সেগুলো বন্ধ করে এবং
ত্বকে ব্যাক্টেরিয়ার সংক্রমণে ব্রণ, র‍্যাশ ইত্যাদি হওয়া থেকে রক্ষা করে।
প্রাইমার ব্যবহার করলে ফাউন্ডেশনটা সুন্দরভাবে স্কিনে বসে যায়।


অয়েলি স্কিনের জন্যফাউন্ডেশন

তৈলাক্ত ত্বকের মেকআপ ঠিক রাখতে পাঁচটি ফাউন্ডেশন:
১.L’oreal Paris Magic Nude Liquid Powder Bare Skin Perfecting Makeup
Foundation:

নাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা লিকুইড টু পাউডার ফাউন্ডেশন । এটি ফুল
কভারেজ দেয়। সহজেই ব্লেন্ড হয়ে যায়।ফিনিশিং একেবারেই ন্যাচারাল। লিকুইড টু
পাউডার ফাউন্ডেশন হওয়ার কারণে সম্পূর্ন ম্যাট লুক পাওয়া যায়।
AVvXsEip-i_ahKM_6nf8Kpc4WP9TGmG9Y3CN7GCAQ3-Y0dI-PgsE6u8hQiQ9IqUF8U8LyXhHL8MH6ATWr5TR5QSS1z1ce2h6YRDpHton40UBQKYHfSortpLIROsdfIopsmaX6TtwYz188Gabt19knabz7kNhkPt4FTQP2lmWi3hffMKjqeDqgonm1cgQAvcj=w267-h320 তৈলাক্ত ত্বকের মেকআপ ঠিক রাখতে ৫টি ফাউন্ডেশন - 5 Best Foundation For Oily Skin Makeup

২.Revlon Colorstay 24hours Foundation:এর সবচেয়ে বড় গুণ হচ্ছে
এটি ফুল কভারেজ হলেও ব্যবহারের পর কখনো কেকি লাগেনা, জায়গা থেকে কখনো সরে যায়না
বা মুছেও যায়না। স্পেশালি তৈলাক্ত ত্বকের জন্য তৈরি এই ফাউন্ডেশন। ওজনে খুবই
হালকা।


Best Foundation For Oily Skin

৩. Kat Von D Lock It Tattoo Foundation: এই ফাউন্ডেশন টি মুখের কালো
ছোপ থেকে শুরু করে ডার্ক সার্কেল পুরো ঢেকে দেয়, এবং এই ফাউন্ডেশন 24
ঘন্টা পর্যন্ত long-lasting থাকে।অতিরিক্ত কনসিলার বা পাউডারের প্রয়োজন পড়েনা।
এর ফিনিশিং খুবই স্মুথ এবং ভেলভেটি।
৪. Estee Lauder Double Wear Stay-In-Place Foundation:Olive Oil ছাড়া
এই ফাউন্ডেশন তোলা অসম্ভব। স্কিনের সাথে একদম ভালোভাবে মিশে যায়।গরমকালের জন্য
ভাল। একবার এটা ব্যবহার করলে অন্য কোন ফাউন্ডেশন ব্যবহার করতে ইচ্ছেই করবেনা।

Best Foundation For Oily Skin In Summer & Winter

AVvXsEi1foEPG33GsBbsyt6M9q5DjcOcLszXb0qIdXX9AfMUdtLG77AIfsf51HBpkbwG3V6Xv63DgedlJEq-JT3MPHgUQIh1_fCU0U_H9i6Nb5b5rnigyJp7XxMADEIX5wOtBO_nGOBZa8VfEW0q2na_ZVmDipAsSYoiFtimuRIdRIdn066OvEEKD-EUDUz-=w320-h294 তৈলাক্ত ত্বকের মেকআপ ঠিক রাখতে ৫টি ফাউন্ডেশন - 5 Best Foundation For Oily Skin Makeup
৫. Rimmel Stay Matte Liquid Mousse Foundation: এ ফাউন্ডেশনটি 17 থেকে
18 ঘন্টা পর্যন্ত long-lasting থাকে। সহজেই ব্লেন্ড হয়ে যায়।আর যেহেতু ম্যাট
ফিনিশ তাই সেট করার জন্য পাউডার ব্যবহার না করলেও চলে।
তবে জেনে নিলেন তৈলাক্ত ত্বকের জন্য পাঁচটি সেরা ফাউন্ডেশন তবে দেরি না
করে ঝটপট কিনে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *