Spread the love

ত্বকের জেল্লা ফেরাতে ব্যবহার করুন চিনি – চিনি দিয়ে ত্বকের যত্ন – Use Sugar To Brighten The Skin

IMG_20220411_212252-1649692435306 ত্বকের জেল্লা ফেরাতে ব্যবহার করুন চিনি - চিনি দিয়ে ত্বকের যত্ন - Use Sugar To Brighten The Skin

চিনি দিয়ে ত্বকের যত্ন

উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি , স্ক্রাবার হিসেবে চিনির বিকল্প নেই। তাই রূপচর্চায় চিনির ব্যবহার অবশ্যই করতে পারেন,,। প্রাকৃতিক এই স্ক্রাবারকে ত্বকের যত্নের অন্যতম সেরা উপাদান।
**কিভাবে ব্যাবহার করবেন**
কফি পাউডারের সঙ্গে অল্প চিনি মিশিয়ে নিন। তার মধ্যে অল্প মধু ঢেলে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে কিছু ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে দিয়ে মুখ ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করবে এই ফেসপ্যাক ।
IMG_20220411_212213-1649692456304 ত্বকের জেল্লা ফেরাতে ব্যবহার করুন চিনি - চিনি দিয়ে ত্বকের যত্ন - Use Sugar To Brighten The Skin

মুখে চিনি দিলে কি হয়

ব্রণের সমস্যা দুর করতে গ্রিন টি পাতার সঙ্গে চিনি মিশিয়ে নিন। এর মধ্যে কিছুটা অলিভ ওয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে তিনদিন এটি ব্যবহার করলে ব্রণের সমস্যার দূর হবে।

ত্বকের উজ্জ্বলতা ফেরাতে লেবুর রস, চিনি, মধু, কফির গুঁড়া, , বেসন, কাঁচা দুধ আর হলুদ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন , এরপর মুখে লাগান কিছুক্ষণ পরেই ধুয়ে ফেলুন।

রোদের পোড়া ভাব দূর করতে এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি যোগ করুন। ত্বকে লাগান।

একটি টমেটো অর্ধেক কেটে তার ওপর এক চা চামচ চিনি ছড়িয়ে দিন। এবার এটা দিয়ে ধীরে ধীরে পুরো মুখে ঘষতে থাকুন। কিছুক্ষণ স্ক্রাব করার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপরে মুখে ময়েশ্চারাইজার লাগান। মুখের নোংড়া পরিস্কার করে দেবে।

লেবু ও চিনি দিয়ে রূপচর্চা

ত্বকের মরা কোষ সরাতে এক টেবিল চামচ হলুদের গুঁড়োর সঙ্গে এক চা চামচ চিনি ও মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে।

লেবু হল প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করার উপাদান, যা ট্যান দূর করে। চিনির সঙ্গে লেবুর মিশ্রণে তৈরি স্ক্রাবটি নোংরা পরিষ্কার করে আমাদের মুখে স্বাভাবিক উজ্জ্বলতা আনে।

IMG_20220411_212237-1649692445378 ত্বকের জেল্লা ফেরাতে ব্যবহার করুন চিনি - চিনি দিয়ে ত্বকের যত্ন - Use Sugar To Brighten The Skin
অনেকটা ওজন কমলে বা বাড়লে ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। মা হওয়ার পরে পেটে এবং থাইয়ে এমন ফাটা ফাটা দাগ দেখা দেয়। তেমন সমস্যা হলে কফি, চিনি, আমন্ড তেল ও মধু মিশিয়ে নিয়মিত মালিশ করুন। কিছু দিন পর লক্ষ্য করবেন দাগ চলে গেছে।

Tags – Skin Care, Beauty Tips In Bengali

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *