Spread the love

দামি শাড়ি নয়, সস্তার শাড়িতেই পুজোর নজরকাড়া লুক হবে! কায়দা শিখে নিন !!! – Bengali Saree Collection For Durga Puja


সামনেই পূজো…দুর্গাপুজোয় এক্সক্লুসিভ কিছু পোশাক নিজের সংগ্রহে রাখতে পছন্দ করেন সকল মেয়েরা…. কিনতু অনেকের কাছেই জমানো টাকা থাকে না…তাই বলে কি শাড়ি পড়বেন না!! এর জন্যে সত্যিই কি অনেক অনেক টাকা খরচ করার প্রয়োজন?


PhotoEditor_2023101218481635-1697116730871 দামি শাড়ি নয়, সস্তার শাড়িতেই পুজোর নজরকাড়া লুক হবে! কায়দা শিখে নিন !!! - Bengali Saree Collection For Durga Puja

এবার পুজোর বাজার কাঁপাচ্ছে এই ৫ শাড়ি!

একদমই নয়। বরং, সামান্য বুদ্ধি খাটিয়ে এবং বিশেষ কিছু ফ্যাশন টিপস সঙ্গে রাখলেই আপনি হয়ে উঠবেন প্রকৃত ফ্যাশনিস্তা। সবাই ডেপ ডেপ করে আপনার দিকে তাকিয়ে থাকবে…!!


আপনার মায়ের সংগ্রহে নিশ্চয়ই এমন অনেক শাড়ি রয়েছে, যেগুলি তিনি আর ছুঁয়েও দেখেন না, নতুন অবস্থায় আলমারিতে তোলাই রয়েছে। সেই শাড়িগুলোই এবার বেছে রাখুন ও তাতে নতুনত্বের ছোঁয়া দিন। হ্যা একদম ঠিকই বলেছি…


পুজোয় কি শাড়ি পড়বেন রইলো টিপস্


অনেকেই মনে করেন যে, ব্র্যান্ডেড-স্টাইলিশ পোশাক না পরলে ক্লাসি লুক ক্রিয়েট করা সম্ভব নয়। আসলে এটি একটি ভুল ধারণা। ফ্যাশনিস্তা হয়ে ওঠার জন্যে আমাদের ‘ভাবনা’-ই আসল। আর এই কথা শুধু আমরা বলছি না। সকলে সেটা প্রমাণ ও করে দিয়েছে…আজ থেকে ৩০ বছর আগের শাড়ি আমি আমার ফ্রেন্ড এর বিয়ে তে পড়েছিলাম কেউ বুঝতেই পারেনি এতো পুরনো শাড়ি এটা…. আপনাদের সাথে ছবি শেয়ার করছি…দেখলেই বুঝতে পারবেন..!!


photogrid.collagemaker.photocollage.squarefit_2023123224516906 দামি শাড়ি নয়, সস্তার শাড়িতেই পুজোর নজরকাড়া লুক হবে! কায়দা শিখে নিন !!! - Bengali Saree Collection For Durga Puja

নতুন শাড়ি কালেকসন ২০২৩

কিংবা মায়ের সিল্কের শাড়ি থেকে আপনি বানিয়ে নিতে পারেন সালওয়ার-কামিজ কিংবা থ্রি পিস ইন্ডিয়ান কো-অর্ড সেট। অর্থাৎ, শাড়ি দিয়ে আপনি কুর্তা-পাজামা এবং জ্য়াকেট বানিয়ে নিয়ে আপনার স্টাইলিং-এ যোগ করুন এক নতুন অধ্য়ায়।


পুজো মানেই ঐতিহ্যের আরও কাছাকাছি ফিরে আসা। ঢাকাই জামদানী, তাঁত, সিল্ক, হ্যান্ডলুম তো থাকবেই সাজে। যতই বৃষ্টি পড়ুক, সাজে যেন কোনও খামতি না থাকে।


পূজার শাড়ি কালেকশন 2023


অল্প টাকায় কেনা শাড়িতেও সুন্দর করে সাজা যায়….

আপনি আপনার আউটফিট কী ভাবে ক্যারি করছেন, সেটাও একটি গুরুত্বপূর্ণ ফ্য়াক্টার বলে জানান ডিজাইনার। আপনি যেমন ধরনের পোশাকই পরুন না কেন, সেটি পরে আপনি আদৌ কম্ফোর্টেবল বোধ করছেন কিনা সেদিকে খেয়াল রাখা জরুরি।


পোশাকের সঙ্গে সঠিক অ্যাকসেসরিজ না পরলে কখনও সাজেও অসম্পূর্ণতা রয়ে যাবে। তাই আপনি কোন আউটফিটের সঙ্গে কেমন ধরনের গয়না পরছেন, তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।।


Durga puja saree collection 2023


এবার মানানসই শাড়ির সাথে মেকআপ তো করতেই হবে, পুজোতে আবহাওয়া যদি স্যাঁতস্যাতে থাকে বা প্যাচ প্যাচে গরম থাকে তবে কিন্তু এরকম হতে পারে, সাবধান! যাদের ড্রাই স্কিন তাঁরা মেক আপের আগে ব্যাক অফ দা হ্যান্ড সিরাম নিয়ে মশ্চারাইজিং এর পর ব্লেন্ডারে করে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নিন। গ্লো দেখে চমকে যাবেন।


IMG_20231012_184837-1697116730266 দামি শাড়ি নয়, সস্তার শাড়িতেই পুজোর নজরকাড়া লুক হবে! কায়দা শিখে নিন !!! - Bengali Saree Collection For Durga Puja

Durga Puja saree name

যাদের তৈলাক্ত ত্বক তারা পাউডার নিয়ে ব্রাশ এ করে মুখে লাগিয়ে নিন। মশ্চারাইজিং এর পর। মেক আপ জাস্ট জ্বলবে।


ফাউন্ডেশন বেশি নেবেন না। বেশি ফাউন্ডেশন লাগানো হয়ে গেলে কিন্তু ঘন্টা খানেক পর থেকে মেক আপ ফেটে যেতে শুরু করবে। পাতলা লেয়ারে ফাউন্ডেশন লাগান। সময় নিয়ে ব্লেন্ড করুন। হাল্কা করে ড্যাপ ড্যাপ করুন।


মেক আপ হয়ে যাবার পর অবশ্যই মেক আপ সেটিং স্প্রে লাগিয়ে নিন। তাহলে ন্যাচারাল লাগবে মেক আপ টা। স্মুথ লাগবে।


আইশ্যাডো ব্যবহারের আগে আই লাইনার ব্যবহার করুন। চোখএর আকার অনুযায়ী স্বরূপ কিংবা মোটা করে লাইনার টানুন। চোখ যদি একটু ছোট হয় সে ক্ষেত্রে উপরে মোটা করে লাইনার টানতে পারেন।


চোখের পাতা যদি বড় দেখাতে চান, সেক্ষেত্রে মাস্কারা তো ব্যবহার করবেন এছাড়াও চোখের পাতায় লুজ পাউডার লাগাতে পারেন তার উপরে মাস্কারা দিতে পারেন।

Read More,

Tags – Saree Look, Makeup Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *