Spread the love

নারকেল তেলের সাথে কোন তেল মেশালে ভালো হয়| Benefits Of Mixing Coconut Oil And Olive Oil For Hair


আজকাল অল্প বয়স থেকেই কমবেশি সকলের চুলের সমস্যা দেখা দিচ্ছে।। চুলের যত্ন (Hair Care) নেওয়ার জন্য বাড়িতেই তার দেখভাল করা সম্ভব। তার জন্য চুলের পিছনে হাজার হাজার টাকা খরচ করারও দরকার পড়ে না সব সময়। চুলের যত্ন নেওয়ার জন্য বাড়িতেও এমন কিছু উপাদান আছে, যা বেশ কার্যকরী। সেটি নিয়েই আজ আলোচনা করবো –


IMG_20230727_203229-1690470157504 নারকেল তেলের সাথে কোন তেল মেশালে ভালো হয় : Benefits Of Mixing Coconut Oil And Olive Oil For Hair

চুলে তেল দাওয়ার নিয়ম

চুল ভালো রাখার জন্য এবং ঘন ও মজবুত চুল পাওয়ার জন্য যে নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে, এই নারকেল তেলের গুণ অনেক। যে কারণে নানা উপায়েই এই তেল ব্যবহার করা সম্ভব। জেনে নিন কী কী ভাবে ব্যবহার করতে পারেন নারকেল তেল,


ছেলেদের চুলের জন্য কোন তেল ভালো


নারিকেল তেল ও আমলকী


১ চা চামচ নারিকেল তেলের সঙ্গে ২ চা চামচ আমলকীর গুঁড়া মিশিয়ে নিন। ভালোভাবে মিশে যাওয়ার আগ পর্যন্ত গরম করুন মিশ্রণটি। তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন। কয়েক ঘণ্টা এভাবে রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আমলকীর কোলাজেন বাড়ানোর ক্ষমতা রয়েছে।


চুলের জন্য কোন তেল ভালো


স্ক্যাল্পে কোনও ফাঙ্গাল ইনফেকশন বা খুশকি কমাতে

নারকেল তেলে আছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান। যা আপনার স্ক্যাল্পকেও ভালো রাখে। স্ক্যাল্পে যে কোনও সংক্রমণ কমাতে সাহায্য করে।


নারকেল তেলের সাথে অন্য তেল মেশানো যাবে কি


কয়েক ফোঁটা নারকেল তেল এবং অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এই তেল কিছুক্ষণ ম্যাসাজ করতে থাকুন। এটি কিছু সময়ের জন্য রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন।। দেখবেন চুল আদ্রতা পাবে।।


আরোও পড়ুন,

How To Take Care Of Hair Daily At Home – ঘরোয়া উপায়ে চুলের যত্ন



TagsHair Tips, Oil

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *