Spread the love

পাকা চুল নিয়ে সমস্যা? ঘরে তৈরি তেলে ফিরে পান কুচকুচে কালো চুল – Problems With Mature Hair? Home-Made Oil To Get Back Curly Black Hair


চুলে পাক ধরেছে এখনি? আর আপনি ঘন ঘন চুলে কালো রং করছেন তাই তো! আপনি কি বুজতে পারছেন এতে কতো ক্ষতি হচ্ছে চুলের এর থেকে ভালো ঘরে তৈরি নিন কয়েকটি তেলেই আপনার এই সমস্যা সমাধান হতে পারে। চুল কালো করার তেল কী কী, কীভাবে বানাবেন, জেনে নিন আপনি।


IMG_20220718_204244-1658157173258 পাকা চুল নিয়ে সমস্যা? ঘরে তৈরি তেলে ফিরে পান কুচকুচে কালো চুল - Problems With Mature Hair? Home-Made Oil To Get Back Curly Black Hair

পাকা চুল কালো করার স্বাভাবিক উপায় এবার আপনার হাতের মুঠোয়



বয়স হলে চুলে পাক ধরবেই, এটা খুবই স্বাভাবিক এক প্রাকৃতিক প্রক্রিয়া। এটা তো আর আমরা কেউ আটকাতে পারব না। তা মেনে নিতেই হয়। কিন্তু সময়ের আগেই যদি চুল পাকতে শুরু করে, তখন মন খারাপ হওয়াই তো স্বাভাবিক। নানা কারণে চুলে পাক ধরে। সাদা চুল কালো করার জন্য আপনার চুলে রং করার প্রয়োজন নেই।একমাথা রেশম কালো চুলের ফাঁকে হঠাৎ রুপোলি রেখা দেখলে মন খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক। আর প্রচলিত ধারণা হল, চুল একবার পাকতে শুরু করলে তা থামানোর আর কোনও উপায় নেই। আসলে চুল পাকতে পারে নানা কারণে। কখনও বয়সের কারণে, কখনও জিনগত কারণে, আবার কখনও অন্য কোনও শারীরিক অসুস্থতা বা ঘাটতির কারণেও চুল পেকে যেতে পারে।


পাকা চুলকে কালো করার উপায়


হরমোন থেরাপি ট্রিটমেন্টের পরে অনেক ক্ষেত্রেই রি-পিগমেন্টেশন করা সম্ভব। আবার ভিটামিন বি-১২ ক্যাপসুল বা ইঞ্জেকশন নিয়েও পিগমেন্টেশন বাড়িয়ে চুল ফের কালো করে তোলা সম্ভব।

মানুষের শরীরে লাখ লাখ চুলের ফলিকল রয়েছে। এটি চুল তৈরি করতে ও চুলের রঙ ঠিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে। পিগমেন্ট কোষে থাকে মেলানিন নামক এক ধরনের উপাদান।যা চুলের রঙ ঠিক রাখায় ভূমিকা পালন করে। সময়ের সঙ্গে সঙ্গে পিগমেন্ট কোষগুলি নষ্ট হয়ে যায়। তখন চুলে পাক ধরতে শুরু করে।


পাকা চুল সাদা করার ঘরোয়া উপায় আছে। তার জন্য তিনটি তেল কাজে লাগাতে পারেন আপনি। এক এক করে জেনে নিন কী কী তেল কাজে লাগাবেন-

আমলকি এবং নারকেল তেল

আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিনসি থাকে। এই ভিটামিন আপনার চুলের কোলোজেন উৎপাদন বাড়িয়ে দেয়।


১ চামচ আমলকি গুঁড়ো নিন। ২চামচ নারকেল তেল নিন। নারকেল তেলে ভালো করে মিশিয়ে নিন আমলকি গুঁড়ো। তেল ঠান্ডা করে নিন। তারপর তা চুলের গোড়ায় লাগান। স্ক্যাল্পেও ভালো করে মাসাজ করুন। এরপর ১ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই তেল আপনার চুল কালো করতে সাহায্য করবে।

কারিপাতা ও নারকেল তেল

চুল কালো রাখায় কারিপাতা ও নারকেল তেলের উপকার অনেক,, আপনার চুল কালো করতে প্রয়োজন মেলানিন। কারিপাতা কিন্তু এই ঘাটতি পূরণ করে। কারিপাতা নতুন চুল গজাতেও খুবই কার্যকরী।


একটি পাত্রে ২ চামচ নারকেল তেল নিন। ৫ টি কারি পাতা মিশিয়ে দিন। এটি ওভেনে বসিয়ে দিন। হালক আঁচে নাড়াতে থাকুন। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ কালচে হয়ে আসে, এটা চালু রাখুন।

তারপর তেল ঠান্ডা হতে দিন। স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় এই তেল মাসাজ করে নিন। ১ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।


কালো চায়ের নির্যাস

এক কাপ জলে দু’চামচ চা পাতা দিয়ে ফোটান। ফুটে গেলে চা ঠাণ্ডা করে ছেঁকে নিন। চুল আর মাথায় এই চা ঢেলে মিনিট দুয়েক মাসাজ করে এক ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা পর কোমল সালফেট-বিহীন কোমল শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দু’ থেকে তিনবার করতে হবে।

জবা ও আমলকি

কয়েকটা জবাফুল আর একমুঠো জবাপাতা চটকে তিন টেবিলচামচ মতো পেস্ট বানিয়ে নিন। তার সঙ্গে তিন টেবিলচামচ আমলা গুঁড়ো মিশিয়ে একটু জল দিয়ে পাতলা করে নিন। মাথায় আর চুলে ভালোভাবে মেখে একঘণ্টা রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নেবেন। সপ্তাহে বারদুয়েক করলেই চুল কালো হতে শুরু করবে।




Tags – Hair Tips Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *