Spread the love

পুজোর জামাকাপড় কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি – Keep These Things In Mind While Buying Puja Clothes

পুজো প্রায় দোরগোড়ায় কড়া নাড়ছে। তার আগে এপাশ থেকে ওপাশ কেনাকাটি করতে করতে পুজোর দিন এসে হাজির হয়,, ও আপনাদের ভিড় সামলাতে গিয়ে ক্লান্ত দোকানিরা। পুজোয় মোহময়ী হয়ে ওঠার জন্য কেনাকাটা যে অত্যন্ত প্রয়োজন, তা আর কে না জানে? তাই ইতিমধ্যে আপনিও নিশ্চয় পুজোর শপিং শুরু করে দিয়েছেন? কিন্তু ভাল লাগল বলেই হাত বাড়িয়ে জামাকাপড় কিনে ফেললেই তো হল না। বরং এমন পোশাক কিনতে হবে যাতে পুজোয় একঝলক দেখে সকলেই বুঝতে পারেন আপনি ঠিক কতটা ট্রেন্ডি এবং স্টাইলিশ। আপনাকে যেনো সেই ড্রেস এ সুন্দর লাগে।।।



1632294925_whatsapp-image-2021-09-22-at-9-46-18-am-1663351199098 পুজোর জামাকাপড় কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি - Keep These Things In Mind While Buying Puja Clothes

পুজোর শপিং করার আগে অবশ্যই এই টিপস গুলো জেনে নিন


পুজোর আগে সেভাবে সেজে ওঠার জন্য রইল টিপস।


কেনাকাটি করতে যাওয়ার আগে মাথায় রাখবেন পোশাক দেখতে ভাল মানেই আপনাকে মানাবে তা নয়। তাই পুজোর বাজার করতে যাওয়ার আগে নিজেকে কোন পোশাক মানাবে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করুন।


এখন প্রশ্ন হল, চলতি বছরের পুজোর শপিংয়ে ইন কোন পোশাক? বাজার ছেয়ে গিয়েছে ট্রেন্ড ক্রপ টপ এবং হাই ওয়েস্ট জিনস। রং এবং মাপ বাছাই করে কিনে ফেলুন। তবে মনে রাখবেন, এ ধরনের পোশাকের সঙ্গে কিন্তু যা তা জুতো পায়ে পরে নিলেই চলবে না। তাই ক্রপ টপ এবং হাই ওয়েস্ট জিনসের সঙ্গে পায়ে থাক স্টিলেটোস।


কেনাকাটা তো করছেন জানেন কি এই জিনিস গুলো


299822488-1663351199654 পুজোর জামাকাপড় কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি - Keep These Things In Mind While Buying Puja Clothes

পুজোর শপিং করার আগে কিছু টিপস্ জেনে নিন

পুজোর চারটে দিন সবাই নিজেকে আকর্ষণীয় করে তুলতে চায়। আর তার জন্য তো শুধু জামা কাপড় পড়লে হবে না। তার সঙ্গে চাই মানানসই মেকআপও। তাই কয়েকটি বিষয় মাথায় রাখলেই পুজোয় হয়ে উঠবেন আকর্ষণীয়। আর তাই জেনে নেওয়া দরকার কোন রকম পোশাকের সঙ্গে প্রয়োজন কোন ধরনের মেকআপ।

বর্তমান ফ্যাশন ট্রেন্ডে, কলারযুক্ত শার্ট বা টি-শার্ট দৈনন্দিন জীবন এবং পেশাদার ক্ষেত্র, উভয় জায়গাতেই জনপ্রিয়। কলার দেওয়া, কলার ছাড়া বা চাইনিজ কলারযুক্ত, বিভিন্ন ধরনের শার্ট ও টি-শার্ট পাওয়া যায়। যদি বলেন ট্রেন্ড এ কি চলছে তাহলে আমি বলব কলার ছাড়া গোল গলা শার্ট আর ফর্মাল প্যান্ট ছেলেদের বেশি এখন ট্রেন্ড এ চলছে।


আর এই লুকে ছেলেদের স্টাইলিশও বেশি লাগে।। এই যে দেখুন সত্যি না মিথ্যে বলছি নিজেই দেখুন……



IMG_20220916_233455-1663351505355 পুজোর জামাকাপড় কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি - Keep These Things In Mind While Buying Puja Clothes



ফিটিংসে গুরুত্ব দিন

শার্ট বা টি-শার্ট কেনার সময় সবচেয়ে প্রথমেই যেদিকে নজর দিতে হবে তা হল ফিটিংস। এক্ষেত্রে কলারের ফিটিংসও এড়িয়ে গেলে চলবে না। আর জন্য ট্রায়াল রুমে শার্ট বা টি-শার্টের গলার বোতাম আটকে এবার তার মধ্যে আঙুল ঢোকানোর চেষ্টা করুন।


পুজোর ফ্যাশন টিপস্


মেয়ে দের জন্যে ওয়ান পিসেরও এখন রমরমা। পুজোর কটাদিন জিনস, টপ না পরতে চাইলে সেজে ওঠুন এই পোশাকে। একঘেয়ে পোশাকের ক্লান্তি কাটিয়ে ট্রেন্ডি হয়ে ওঠার জন্য ওয়ান পিসের কোনও বিকল্প হয় না।


বাঙালির পুজোর কেনাকাটিতে শাড়ি থাকবে না তা হতেই পারে না। কিন্তু একঘেয়ে তাঁত কিংবা সিল্ক ছেড়ে এবার মন দিন অন্য দিকে। কারণ বর্তমানে ফ্যাশনে ইন হ্যান্ডলুম। থ্রি কোয়ার্টার কিংবা স্লিভলেস ব্লাউজের সঙ্গে পরে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চিনতে পারবেন না আপনি। পুরো চমৎকার লুক দেবে।।।

শুধু পোশাক পরলেই তো হল না। সঙ্গে মানানসই গয়নাগাটিও অত্যন্ত প্রয়োজন। একটু ঘুরে খুব কম টাকা খরচেই পেতে পারেন জাঙ্ক জুয়েলারি। পুজোয় বেড়াতে যাওয়ার আগে পোশাকের সঙ্গে মানানসই গয়না পরলেই কেল্লাফতে! দেখবেন ভিড়ের মাঝে আপনার দিকেই চোখ আটকে গিয়েছে সকলের। গোল্ডেন জুয়েলারি পড়বেন অবশ্যই।।


কেনাকাটা করার টিপস্

ক্যাজুয়াল এবং ফরমাল লুক কলার

ক্যাজুয়াল এবং ফরমাল লুকের শার্ট বা টি-শার্টের কলার থাকে আলাদা। ক্যাজুয়াল পোশাকের কলার সাধারণত নরম হয়। আর ফরমাল পোশাকের কলার হয় তুলনামূলক শক্ত। এক্ষেত্রে আপনার যেমন প্রয়োজন তেমন পোশাক কিনে নিতে পারেন।


আপনাকে মানাচ্ছে কিনা দেখুন

অনেক সময় এমন কোনও পোশাক থাকে বা বিশেষ ধরনের কোনও কলার যুক্ত পোশাকে হয়ত আপনাকে খুব ভাল মানায়। আবার এমনও পোশাক থাকতে পারে যা পরলে, আপনাকে হয়ত ততটা ভাল দেখায় না। তাই নিজের চেহারার সঙ্গে মানানসই পোশাক কিনুন।



shopping-fashion-style-people-concept-260nw-392293321-1663351199820 পুজোর জামাকাপড় কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি - Keep These Things In Mind While Buying Puja Clothes

পুজোর শপিং টিপস্


খুঁটিনাটি বিষয় সম্পর্কে রিসার্চ করুন


সত্যি বলতে, দেখলেই ভালোলেগে গেল আর কিনে ফেললেন এমনটা কখনওই করবেন না।

কোনও পোশাক কেনার আগে তার রিভিউ কী কী রয়েছে তা ভাল করে পড়ে নিন।



কুর্তি, সালোয়ার, লেহেঙ্গা, গাউন কালেকশান দেখার সাথে সাথে এর মেটিরিয়াল ভালোভাবে দেখে নেবেন। সাইজ সঠিক ভাবে বেছে নেবেন।

এরপর আপনার পোশাকের মেটিরিয়াল কী, কোন মাপের ড্রেস আপনার প্রয়োজন, রঙ, ফেব্রিক ইত্যাদি সবটা জেনে তবেই কিনুন।।


দোকানে জামাকাপড় কেনার সময়ে যা করেন, অনেকগুলো প্রোডাক্ট দেখার পর ভালো করে দাম যাচাই করে তবেই কাপড় কেনেন।


ফেরত বা বদল করার কী নিয়ম রয়েছে?

সব সাইটে এক্সচেঞ্জ বা রিটার্ন পলিসি কী রয়েছে তা বিশদে পড়ে নিন। বদলের প্রয়োজন না পড়লেও এইসব খুঁটিনাটিগুলি জেনে রাখা খুবই দরকার।



আর শাড়ি কেনার সময় অবশ্যই দোকানদারকে জিজ্ঞেস করবেন শাড়ির মধ্যে ব্লাউজ পিস আছে কিনা কারণ অনেক শাড়ির মধ্যে ব্লাউজ পিস থাকে না তখন কিন্তু একটা ভেজাল হবে,, মানানসই ব্লাউজ না পরলে জানেন ই তো কেমন বিকট দেখতে লাগবে। তাই শাড়ি আপনার যতই দামি হোক না কেন মানানসই ব্লাউজ না পরলে আপনাকে একেবারে বাজেই দেখাবে।।




1613998694_saree-1663351199422 পুজোর জামাকাপড় কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি - Keep These Things In Mind While Buying Puja Clothes




একটাই কথা বলব শাড়ি কিনুন বা ড্রেস বা শার্ট আপনার গায়ের রং অনুযায়ী অবশ্যই কিনবেন কারণ কথায় আছে সব জিনিস সবাইকে মানায় না,, তাই আপনার গায়ের রং অনুযায়ী ও আপনার ফিটনেস অনুযায়ী আপনি অবশ্যই পুজোর ড্রেস কিনবেন তাহলে আপনাকে পুজোতে ভালো লাগবে।। সুন্দর লাগবে।।

Tags – Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *