Spread the love

ভিটামিন ডি৩ এর অভাবে কি হয় ||কোন খাবারে ভিটামিন ডি আছে


সুস্থ থাকতে ভিটামিন ডি এর বিকল্প নেই। আর এই ভিটামিনের সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস সূর্যের আলো। পর্যাপ্ত ভিটামিন ডি এর অভাবে বাড়ছে হাড়ের ক্ষয়জনিত সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা। ভিটামিন ডি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। পাশাপাশি এটি আয়রন, ম্যাগনেসিয়াম ও ফসফরাসকেও দ্রবীভূত করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক অবস্থার উন্নতি ঘটাতে ভিটামিন ডি প্রয়োজন …..


IMG_20230818_133500-1692345910691 ভিটামিন ডি৩ এর অভাবে কি হয় || কোন খাবারে ভিটামিন ডি আছে

ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়


ভিটামিন ডি-এর উৎস

সূর্যের আলো ভিটামিন ডি-এর অন্যতম উৎস। সূর্যের কড়া আলোতে না গিয়ে হালকা রোদ গায়ে লাগান। ভিটামিন ডি-এর অভাব পূরণের জন্য হালকা রোদে সামান্য ব্যায়ামও করতে পারেন। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রোদ সবচেয়ে ভালো।


ভালো থাকতে তাই বর্ষায় কিছু খাবারের মাধ্যমেই ভিটামিন ডি এর ঘাটতি মিটিয়ে নিতে হবে। কী কী খাবেন এজন্য? চলুন জেনে নিই-


পাতে রাখুন মাছ


ভিটামিন ডি এর দারুণ উৎস মাছ। এই ভিটামিনের ঘাটতি মেটাতে প্রতিদিনের পাতে অন্তত এক পিস মাছ রাখুন। ভিটামিন ডি ছাড়াও মাছে রয়েছে প্রোটিন, ক্যালশিয়াম, ফসফরাস সহ একাধিক উপকারী উপাদান।


ভিটামিন ডি ক্যাপসুল খেলে কি হয়


ডিমের কুসুম


ভিটামিন ডি-এর ঘাটতি মেটাতে প্রতিদিন একটি করে ডিমের কুসুম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


মাশরুম

অত্যন্ত উপকারি খাবার মাশরুম। নিয়মিত মাশরুম খাওয়ার মাধ্যমে দেহে ভিটামিন ডি-এর ঘাটতি মিটিয়ে ফেলা সম্ভব হবে। মাশরুমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের জন্য বেশ উপকারি।


এক গ্লাস গরুর দুধ

একটি সুষম পানীয় গরুর দুধ। তাই ৮ থেকে ৮০— সবারই নিয়মিত গরুর দুধ পান করা উচিত। এই পানীয় নিয়মিত পানের মধ্যমে দেহে ভিটামিন ডি-এর চাহিদাও মেটানো সম্ভব হবে।


কীভাবে বুঝবেন শরীরের মধ্যে ভিটামিন ডি-এর অভাব আছে কি না


ভিটামিন ডি এর অভাব জনিত লক্ষন –


আপনি যদি কোনো কারণ ছাড়াই সব সময় ক্লান্ত বোধ করেন তাহলে আপনার ভিটামিন ডি পরীক্ষা করাতে হবে।ভিটামিন ডি-এর অভাব আপনার শক্তির স্তরের পাশাপাশি নতুন কাজের প্রতি আপনার মেজাজকেও প্রভাবিত করতে পারে।।


ভিটামিন ডি যুক্ত শাকসবজি


বিষণ্ণতা


বিষণ্ণতা বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন ডি। এর ফলে সারাক্ষণ মানসিক চাপ অনুভূত হয়। তখন কোনো কারণ ছাড়াই অতিরিক্ত বিষণ্ণতায় ভুগতে পারেন। ফলে মানুষ এমনি এমনি রেগে যায়।


শরীরে ভিটামিন ডি-এর অভাব হয়েছে? এই লক্ষণগুলি দেখলে সাবধান হন


হাড়ে ফাটল


ভিটামিন ডি-এর অভাবে হাড়ে সহজেই ফাটল ধরে। এর ফলে একটু পড়ে গেলে কিংবা সামান্য আঘাত পেলেই হাড়ে চির ধরে যায়।

Vitamin D Deficiency

অত্যধিক চুল পড়া এবং দুর্বল চুলের বৃদ্ধি ভিটামিন ডি এর অভাবের সাথে সম্পর্কিত। কম ভিটামিন ডি চুলকে প্রভাবিত করে যদি চুল পড়ার কোনও দৃশ্যমান পরিবর্তন না হয়, তাহলে নিজেকে ভিটামিন ডি-এর জন্য পরীক্ষা করুন।


Read More,

10 Healthy Fruits That Are Super Nutritious : পুষ্টিকর ফলের তালিকা



Tags – Vitamin, Health Tips, Food

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *