Spread the love

মাথায় চুল গজানোর তেল – Oil For Hair Growth


মাথায় চুল গজাতে কালোজিরা ব্যবহার করবেন যেভাবেমাথায় চুল গজাতে কালোজিরা ব্যবহার করবেন যেভাবে,,চুল ছাড়া চেহারার সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যায়। তাই যাদের মাথায় চুল কম; তারাই বুঝতে পারেন চুল না থাকার কষ্ট কতটা! ভাল তেলের নাম সবার মধ্যে একরাশ ঝলমলে চুল পাওয়ার ইচ্ছা থাকে । আপনার চুলকে ঝলমলে করে তোলার উপায় হল আপনার চুলের সমস্যা অনুযায়ী আপনার চুলে নিয়মিত চুল ও স্ক্যাল্পে ম্যাসেজ করা।


IMG_20220814_164429-1660475680638 মাথায় চুল গজানোর তেল - Oil For Hair Growth

টাক মাথায়ও গজাবে চুল!

মনে রাখবেন , আপনাকে প্রথমে আপনার চুলের সমস্যা জানতে হবে। জানতে হবে আপনার চুলে সমস্যাটি হওয়ার কারন কি?


অনেক সময় এমনটা দেখা যায় অন্যে কথা শুনে তেল কিনে ব্যবহার করার ফলে মাথার চুল পড়তে শুরু হয়েছে।


বাজারে অনেক আইটেমের তেল আছে যা দাবি করে তাকে চুল বৃদ্ধি করে, চুলকে দ্রুত ঝলমলে ঘন ও দ্রুত লম্বা করে থাকে কিন্ত তার কোনটির কোন প্রমান নেই। তাই কোন তেল কিনার আগে আপনাকে জানতে হবে সেই তেলে কি কি গুনাগুন আছে এবং সেই তেল আপনার জন্য উপযোগী কি না

আসলে সবটাই ধৈর্যের বিষয়। নিয়মিত চুল ও স্ক্যাল্পের যত্ন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর ডায়েট ও ঘুম সবই প্রয়োজন রয়েছে চুল গজানোর ক্ষেত্রে। যখন কারো মাথার চুল পড়তে পড়তে টাক হওয়া শুরু হয়; তখনই তার উচিত জীবনযাত্রা পরিবর্তন করা।


মাথায় চুল গজাতে এই টিপস ফলো করুন


শারীরিক বিভিন্ন রোগের কারণে চুল দ্রুত পড়তে থাকে। তাই নতুন চুল গজাতে ও চুল পড়া কমাতে ব্যবহার করা উচিত ভেষজ উপকরণ। তেমনই এক উপাদান হলো কালোজিরা।


জেনে নিন কীভাবে কালোজিরা ব্যবহার করবেন চুলের বৃদ্ধিতে-


কালোজিরার তেল: কালোজিরার তেল ব্যবহারে নতুন চুল গজায়। চুলের ফলিকগুলো শক্তিশালী করে। এই তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে।


ব্যবহারের জন্য কালোজিরা তেল এক হাতের তালুতে নিন। এবার আরেক হাতের আঙুলের সাহায্যে মাথার চুল কম আছে এমন অংশে অথবা টাক স্থানে ১৫ মিনিট রেখে ম্যাসেজ করুন। আধা ঘণ্টা পরে ধুয়ে ফেলুন।


আপেল সিডার ভিনেগার এবং কালোজিরার তেল: চুলের স্বাস্থ্য বজায় রাখতে ও খুশকিমুক্ত করতে আপেল সিডার ভিনেগারের তুলনা নেই। যদি আপনি এটি কালোজিরা সঙ্গে ব্যবহার করেন; তাহলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যাবে।


এজন্য আস্ত কালোজিরা জলে মিশিয়ে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন জল টুকু। এরপর এতে ভিনেগার মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে ব্যবহার করুন। কয়েক ঘণ্টা রেখে বা পরের দিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


জলপাই এবং কালোজিরা তেল: এ দুই তেলে পাওয়া অ্যান্টি-মাইক্রোবিয়াল যৌগ। যা চুল পড়া রোধে কার্যকরী ভূমিকা রাখে।


মেহেদি ও কালোজিরার প্যাক: চুলের ক্ষেত্রে মেহেদির উপকারিতা সবারই কমবেশি জানা। কালোজিরা প্রদাহনাশক হিসেবে কাজ করে। এজন্য মাথার ত্বকের ব্যাধি এবং চুলের গোড়া শক্তিশালী করে এ প্যাক।



IMG_20220814_164416-1660475680382 মাথায় চুল গজানোর তেল - Oil For Hair Growth


ব্যবহারের জন্য মেহেদি গুঁড়ো এবং কালোজিরার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ব্যবহার করুন। আধা ঘণ্টা রেখে দিন এবং পরে শাম্পু করে চুল ধুয়ে ফেলুন।


কালোজিরার তেল এবং লেবুর রস: ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস স্বাস্থ্য-ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। কালোজিরা তেলের সঙ্গে যদি আপনি লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে ব্যবহার করেন; তবে দ্রুত চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে।


কালোজিরায় থাকা অক্সিডেন্ট চুল পড়া রোধ করে। চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুল পড়া নিরাময় করে। এজন্য মাথার যেসব অংশে চুল কম, সেখানে এ মিশ্রণটি ব্যবহার করুন। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এরপর চুল শুকিয়ে গেলে স্ক্যাল্পে কালোজিরার তেল ব্যবহার।


এছাড়াও কয়েকটি বিশেষ তেল এর নাম নিচে উল্লেখ করে দাওয়া হলো –

১/ Biotique Bio Bhringraj Fresh Growth Therapeutic Oil

আয়ুর্বেদিক এই প্রোডাক্টটি দাবি করছে : উৎপাদন : ভৃঙ্গরাজ, মেথি, আমলকি, নারকেল তেল, ছাগলের দুধ ইত্যাদি দিয়ে। এই প্রোডাক্টটি দাবি করছে এই তেল ব্যবহার করলে চুলকে ঝলমলে বাড়তে সাহায্য করে।

আয়ুর্বেদিক এই তেল প্রাকৃতিক নির্যাসের উপস্থিতির জন্য এই তেল আপনার চুলকে স্বাস্থ্যময় করে তোলবে।



২/ Richfeel Brahmi Jaboradi Hair Oil

এই তেল ব্যবহারের ফলে আপনার মাথার চুল সব সময় সতেজ তাকবে। তেলটি স্ক্যাল্প ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এই তেল চুলকে চিটচিটে করে না।চুলের সকল ধরনে সমস্যা সমাধান করে

চুলের রুক্ষ ভাব দূর করে।তেলটি স্ক্যাল্প ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

৩/ Parachute Advanced Gold Coconut Hair Oil


বাজারে খুবই জনপ্রিয়। এই তেল ব্যবহার করলে আপনার চুলকে দ্রুত বৃদ্ধি করবে ও চুলকে মজবুত করবে। এই তেল দাবি করে হাতে পাড়া নারিকেল দিয়ে তৈরি করেছে এবং এই তেল ভিটামিন ই সমৃদ্ধ।এই তেল ভিটামিন ই সমৃদ্ধ।চুলকে মজবুত করে।চুলকে দ্রুত বৃদ্ধি করে।




Tags – Oil For Hair Growth Hair Tips Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *