Spread the love


মেক আপ তোলার ঘরোয়া উপায় – Home Remedies For Makeup Remover

AVvXsEhivjGKTjz4NwOaGDIzkxCGcp5kn1mOIjqTpXUTpko-M_KqvqZVL1_a1vMfmteltVBYnkM9CbcKQCYYkFL8ecbyF17FEKF0uzWKJRYEE3ZNnA8RxKsB1nBj8Cy7SI1QDrB1AuExpJrsRuLI_VY5wqNcvnM55hX2G4mJyVNkhoxMaPvBKAEAcBA-L93Z=w259-h320 মেক আপ তোলার ঘরোয়া উপায় - Home Remedies For Makeup Remover

মেক আপ তোলার ঘরোয়া উপায়

যখন আপনি কোন বিয়ে বাড়ি,অনুষ্ঠান, কিংবা পার্টি থেকে বাড়িতে আসেন তখন আপনার
সবচেয়ে থেকে বিরক্তিকর কাজ হয় মেকআপ তোলা। আর এই বিরক্তির কারণে
আমাদের মধ্যে অনেক মানুষরাই মেকআপ না তুলে রাতে ঘুমিয়ে পড়ি ।কিন্তু এতে
বিভিন্ন প্রোডাক্ট এর কেমিক্যাল গুলো ত্বকের সাথে মিশে গিয়ে আপনার ত্বকের
নানান সমস্যা দেখা দেয়। বা কোনোসময় বিরক্তিকর কারণের জন্য আমরা তারাতারি করে
সাবান বা অন্যকিছু দিয়ে ঘষতে থাকি।কিন্তু এতে ত্বকের ওপর খুব অত্যাচার করা হয়
এর জন্য আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়। বা ত্বকের মধ্যে লালচে ভাব চলে আসে
।তবে আজকে আমি আপনাদের জানাব আপনারা ঘরে বসেই খুব আলতো ভাবে যেকোনো মেকআপ কে
খুব অল্প সময়ে তুলে ফেলতে পারবেন। তবে আসুন দেরি না করে জেনে নেওয়া যাক।


১.দুধ: দুধ শুধু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয় ।আমাদের ত্বককে
কোমল ও সুস্থ রাখে। দুধ আমাদের ত্বককে উজ্জ্বল করে তোলে।আপনি যদি চড়া মেক আপ
তুলতে চান মুখ থেকে তাহলে একটু অলিভ এর তেল দুধে মিশিয়ে মুখে লাগান এবং
কিছুক্ষণ রেখে তুলো বা নরম কাপড় দিয়ে মুখ মুছে নিন । চোখের মেক আপ তুলতে তুলো
দুধে ভিজিয়ে চোখের ওপরে নিচে ভালো করে লাগান । এর পর চোখ ভালো করে ধুয়ে
নিন ।

How To Remove Makeup At Home

২.নারকেল তেল:নারকেল তেল আপনার ত্বক আর চুলের জন্য খুবই উপকারী।এই তেল
যেকোনো ওয়াটার প্রুফ মেক আপ অথবা জলে নষ্ট হয়না এমন মেক আপ তুলে দিতে
পারে । নারকেল এ তিনটি উপকারী ফ্যাটি অ্যাসিড আছে আর আছে অসংখ্য
অ্যানটিমাইক্রবিয়াল বৈশিষ্ট্য । এর কার্যকারী উপাদান ত্বকের আর শরীরের আর্দ্রতা
বজায় রাখে ।

AVvXsEhHJpAu1e_if1wnp8ufo37bPk9UPYZshx4xk8wAqNprcN-6c2iejJrKooyC2-CcFLd6Hs1qOOtSAfd7Cl9ksE6mGqo4oDOR4IKLSfxHldISgB117PgTZlm7zq05L-nZzzgWq-z6KQ6_XERPgZl7vei_fYBAqFwKq0HH22cqBT2UsFL0EEGk6B_u7YRi=w320-h319 মেক আপ তোলার ঘরোয়া উপায় - Home Remedies For Makeup Remover
৩.শসার প্রতিলেপন: আপনারা কি জানেন বাজারে যেসব ফেসওয়াশ কিনতে পাওয়া
যায় তার 9০% ফেসওয়াশ এর মধ্যে শসার রস থাকে ।তাই টাকা খরচ না করে বাড়িতেই
শসার রসের সাহায্যে আপনি মেকআপ তুলে ফেলতে পারবেন। শসার রসের সাথে
নারকেল তেল বা অলিভ এর তেল মিশিয়ে সেটা মিক্সার এ বেঁটে নিয়ে নিজের মুখে লাগান
। শসার এই পেস্ট ত্বক কে কোমল বানায় এবং মেক আপ তুলতেও সাহায্য করে । শশা
আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম তাই মেক আপ তোলার সময় হওয়া জ্বালাভাব
কম করে ।

Eye Makeup Remover Home Remedy

৪.বেকিং সোডা আর মধু: শুষ্ক যে কোনো ত্বকের যে কোনো মেক আপ তুলে দিতে
সক্ষম এই বেকিং সোডা আর মধুর মিশ্রণ । একটু মধু নরম কাপড়ে নিয়ে তাতে অল্প বেকিং
সোডা দিন ,আর এই কাপড়ের দ্বারা মুখের মেক আপ তুলুন ।
৫. আমন্ড অয়েল ও দুধ: এক চামচ আলমন্ড অয়েল তার সাথে কিছুটা
পরিমাণ দুধ মিশিয়ে তুলার সাহায্যে আস্তে আস্তে মেকআপ জাগায় লাগান
দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার মেকআপ উঠে গেছে।
৬.বাচ্চাদের তেল বা বেবি অয়েল:চোখের মাস্কারা তুলতে খুব অসুবিধা হয়,
তাই মাস্কারা তোলার সহজ উপায় হলো বেবি অয়েল । কয়েক ফোঁটা বাচ্চাদের তেল বা বেবি
অয়েল শুধু মাস্কারা না আপনার মুখের পুরো মেক আপ তুলে দিতে পারে । বাচ্চাদের এই
তেল এতো ভালো করে মেক আপ তুলে দেয় আপনি বুঝতেই পারবেন না আপনি আগে মেক আপ
করেছিলেন কিনা ।
আপনি প্রাকৃতিক পদ্ধতি তে মেক আপ তুলতে চান আপনার মুখ থেকে তাহলে সেই পদ্ধতি
আপনার ত্বকের ও খেয়াল রাখবে । তাহলে আর কিছু না ভেবে এবার থেকে মেক আপ তুলতে এই
পদ্ধতিগুলো ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *