Spread the love

যে সমস্ত খাবার আপনার শরীরকে গরম রাখবে ! শীতের হাত থেকে মুক্তি দেবে – All The Food That Will Keep Your Body Warm

শীতের সময়ে শরীরে প্রয়োজন পরে একটু বাড়তি যত্নের। তাই শীতকালের ঠাণ্ডার মাত্রা কিছুটা কমিয়ে আনা যায় তাহলে কেমন হয় বলুন তো?? তাই শরীরে তাপ তৈরির জন্য খেতে হবে বিশেষ কিছু খাবার। এমন কিছু খাবার আছে যা ঠাণ্ডা দূর করে শরীরে এনে দেবে উষ্ণতা,, ভাবছেন কি এমনও খাবার আছে নাকি তবে বলবো হা মশাই আছে,, দেখে নিন……….



foods-to-stay-warm-during-winters-1668438870468 যে সমস্ত খাবার আপনার শরীরকে গরম রাখবে ! শীতের হাত থেকে মুক্তি দেবে - All The Food That Will Keep Your Body Warm

যে সমস্ত খাবার এই শীতেও গরম রাখবে আপনাকে

গরম পানীয়


শরীরের ঠান্ডা কমানোর জন্য গরম কোন পানীয় খাওয়ার কোন বিকল্প নেই। শীত একটু বেশী অনুভব করলে চা, কফি পান করতে পারেনে ।।

মাংস


খাসি ও গরুর মাংস শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। তবে বেশি পরিমাণে খাওয়া শরীরের জন্য ভালো না।। পরিমান মত খান।।


তেল


শীতের খাবারে ঘি, সরিষার তেল ও অলিভ অয়েল ব্যবহার করে দেখুন। শরীরকে গরম রেখে ঠাণ্ডা দূর করবে এবং খাবারের স্বাদে নতুনত্ব আসবে।।


শীতে শরীর গরম রাখতে চান, সুস্থ থাকতে চান? এই খাবারগুলি খান


ডিম


ডিম শরীর গরম রাখতে সাহায্য করে। ডিম পুষ্টিগুণসমৃদ্ধ একটি খাবার। ডিমের মধ্যে রয়েছে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, বি৫, বি১২, বি৬, ডি, ই, কে, ফোলেট, ফসফরাস।।


আদা


আদা হজমের প্রক্রিয়া উন্নত করার পাশাপাশি প্রক্রিয়া চলাকালীন সময়ে শরীরকে গরম করে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এতে শীতের ঠাণ্ডা দূর হয়।


শরীর গরম করার খাবার


মিষ্টি আলু


শীতকালের এই সবজিটিরও রয়েছে শীত দূর করার ক্ষমতা। ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সমৃদ্ধ মিষ্টি আলুকে বলা হয় সুপারফুড, যার রয়েছে দেহকে নানা ধরনের রোগ থেকে মুক্ত রাখে।।


মধু


সর্দি, কাশি, ফ্লু ইত্যাদির বিরুদ্ধে লড়তে অনন্য এক উপাদান মধু। শরীর গরম রাখতেও বেশ উপকারী এটি।

পেঁয়াজ


পেঁয়াজ শরীরকে গরম রাখার পাশাপাশি শীতজনিত অনেক রোগ থেকে মুক্তি দেয়।



শরীর গরম রাখার উপায়


শুকনো ফল


খেজুর, অ্যাপ্রিকট ও অন্যান্য শুকনো ফল আপনার শরীরের যন্ত্রসমূহকে গরম ও স্বাভাবিক রাখে।


আপেল


আপেলে রয়েছে প্রায় ৪.৪ গ্রাম ফাইবার। আপেলের স্যলুবল এবং ইনস্যলুবল ফাইবার দুটোই আমাদের দেহের উষ্ণতা ধরে রাখতে সক্ষম।


সবুজ খবার – শীতকালে প্রচুর শাক সবজি ওঠে। ফলে সবজি বাজারে রকমারি রং। সেই নানান রং-এর খাবার খেলে শরীর ভালো প্রতিদিনের খাব্রের তালিকায় অবশ্যই এই সব খাবার রাখতে হবে। খেতে হবে গাজর, পালং শাক, বিনস, টমেটো-সহ আরও নানা সব সবজি।


শীতে যেসব খাবার খেলে শরীর গরম থাকে


%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-1-1668438852752 যে সমস্ত খাবার আপনার শরীরকে গরম রাখবে ! শীতের হাত থেকে মুক্তি দেবে - All The Food That Will Keep Your Body Warm

শরীর শক্তিশালী করার উপায়


রসুন


সর্দি, কাশি ও গলা ব্যথা থেকে মুক্তি পেতে কার্যকরী রসুন। পাশাপাশি শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। শরীরকে গরম রাখে।।

তুলসি


শীতকালে শরীরকে সুস্থ এবং কর্মক্ষম রাখতে তুলসি এবং আদার কোনও বিকল্প নাই। কারণ এই দুই প্রাকৃতিক উপাদানের শরীরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিজ।


স্যুপ জাতীয় খাবার


শীত দূর করার জন্য খেতে পারেন স্যুপ বা স্টু। শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপের বাটি নিয়ে মজা নিন স্যুপের। এতে শরীর গরম হবে এবং ঠাণ্ডা দূর হবে নিমেষেই।

বিভিন্ন মসলা


শরীর উষ্ণ রাখতে পারে যেসব মসলা, তার মধ্যে আছে আদা, জিরা, গোলমরিচ ও দারুচিনি। রান্নার মসলার বাইরেও চা ও স্যুপে আদা ব্যবহার করে খাওয়া যায়।




Tags – Health Tips Health care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *