রং এ এতো পরিমানে কেমিক্যাল থাকে,, যে চুলের অবস্থা বারোটা বেজে যায়,,, এই সময়ে চুল পড়ার সমস্যায় কমবেশি সবাই ভোগেন। এ ছাড়া অনিয়ন্ত্রিত মানসিক চাপ, চুলে ভুল প্রসাধনী ব্যবহার, মাথার ত্বকের সংক্রমণ, হরমোনের প্রভাব ডায়াবেটিস, ক্যানসারের চিকিৎসা, বিপাকে সমস্যা ইত্যাদি কারণেও চুল পড়া বাড়তে পারে। তাই কীভাবে চুল পড়া বন্ধ করবেন জেনে নিন —
চুল থেকে লাল রং বের করার উপায়?
সেরা ফলাফলের জন্য একটি পরিষ্কার শ্যাম্পু ব্যবহার করুন । একটি পরিষ্কার শ্যাম্পু আপনার চুলকে গভীরভাবে পরিষ্কার করে, তাই এটি আপনার চুল থেকে লালচে ভাব দূর করতে সাহায্য করতে পারে।
>> চুলকে মন মতো করে তুলতে বেশিরভাগ নারীই চুল স্ট্রেট বা কার্ল করাতে অতিরিক্ত তাপ দেন। কিনতু এই কয়দিন চুলে হিট দিবেন না,, চুলে হিট দেওয়ার কারণে চুলের কেরাটিনের ক্ষতি হয়। ফলে চুল ভঙ্গুর হয়ে যায়।
রং খেলার পর চুলের যত্ন
>> রঙ খেলার পর চুল এমনি তেই খুব পাতলা হয়ে যায়,,, তাই খুব বেশি আঁটসাঁট করে বাঁধার কারণে এর ফলিকলগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
>> রঙ খেলে মাথার ত্বকে অতিরিক্ত শ্যাম্পু, কন্ডিশনার ও গরম জল ব্যবহার করবেন না,,। মাথার ত্বকে ঠান্ডা জল ব্যবহার করলে চুলের আর্দ্রতা ধরে রাখা যায়।
>> শুধু প্রয়োজন হলেই চুল আঁচড়ান। অতিরিক্ত চুল আঁচড়াবেন না কখনো।
দোল খেলার পর ৫ উপায়ে চুলের যত্ন নিন
✓ রঙ খেলে চুল পরিষ্কার করে নারকেল বা ক্যাস্টর অয়েল দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করলে তা রক্ত প্রবাহকে উদ্দীপিত করে।
✓ ডিম: অত্যধিক পরিমাণে চুল পড়া প্রতিরোধে রোজ একটি করে ডিম খেতে পারেন। উপকার পাবেন। ডিমে রয়েছে ভিটামিন বি, যা চুল লম্বা ও ঘন করতে সাহায্য করে। তা ছাড়া ডিমে রয়েছে ভরপুর প্রোটিন, বায়োটিন যা চুলের গোড়া শক্ত করে।
ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিন
✓ পেঁয়াজের রস নতুন চুল গজানোয় খুবই কাজে আসে। তাই আপনিও এই পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন স্ক্যাল্পে। এছাড়াও স্ক্যাল্পের কোনও ইনফেকশন কমাতে সাহায্য করে পেঁয়াজের রস।
পেঁয়াজের রসে থাকা উপাদান চুল ঘন করে। একটি বড় পেঁয়াজ নিয়ে তা থেকে রস বের করে নিন। এই পেঁয়াজের রস আপনি সরাসরি স্ক্যাল্পে লাগাতে পারেন। আবার চুলেও লাগিয়ে নিন। চুলের ডগাতেও লাগাতে ভুলবেন না। এক ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন।
আরোও পড়ুন,
রং খেলে ত্বক রুক্ষ হয়ে গেছে? ত্বককে ময়েশ্চারাইজ করবেন যেভাবে