Spread the love

চুল পড়ার সমস্যা এখন ঘরে ঘরে,,,(Hair Fall) আর এই গরম আসতেই বাতাসে এতো ধুলোবালির পরিমান এতোটাই বেড়ে যায়,, সেই সময়ে তার প্রভাব আপনার স্ক্যাল্পে পড়ে। স্ক্যাল্প রুক্ষ ও শুষ্ক(Dry Hair) হয়ে যাওয়ার কারণে দ্রুত চুল উঠতে থাকে বা চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে যায়। এই পরিবেশগত কারণেও যেমন চুল পড়ে আবার অযত্নও কিন্তু চুলের ক্ষতির অন্যতম কারণ।

IMG_20240314_231301-1710438254281-edited Best hair Growth Oil: চুল ঘন ও বৃদ্ধির জন্য কোন তেল ভালো

তাই সেই বুঝেই আপনাকে চুলের যত্ন করতে হবে। চুল উঠে যদি মাথা ফাঁকা হয়ে যায়, তবে এই কথাও জেনে রাখা দরকার, কোন তেল মাখলে নতুন করে চুল গজাতে(Hair Regrowth Oil) পারে? এমন কয়েকটি তেল আছে, যা স্ক্যাল্পে পুষ্টি জোগায় ও চুল গজাতে সাহায্য করে —- প্রতিদিন ৫০-১০০টা পর্যন্ত চুল পড়া একদম স্বাভাবিক। কোনও কোনওদিন সামান্য বেশি চুলও পড়তে পারে। ধুলো বালি লাগলে বা দূষণের কারণে চুল পড়া বাড়তে পারে। তবে তা সাময়িক।

মাত্র এক সপ্তাহেই লম্বা হবে চুল , এই ৩ তেল মাখুন

✓ নারকেল তেল চুলের জন্য খুবই ভালো। চুল মসৃন রাখতে এই নারকেল তেল বেশ গুরুত্বপূর্ণ …. এই তেল প্রোটিনের ঘাটতি পূরণ করে। তাই নিয়মিত নারকেল তেল মাথায় মালিশ করতে পারলে ফল পাবেন। এর মধ্য়ে থাকা ফ্যাটি চেন চুলে আর্দ্রতা জোগান দেয়। পরিমাণ মতো নারকেল তেল নিন। অতিরিক্ত তেল মাখবেন না। চুলের গোড়ায় ও স্ক্যাল্পে ভালো করে মালিশ করে নিন। তারপর শ্যাম্পু করে নিবেন।

IMG_20240314_231244-1710438253436 Best hair Growth Oil: চুল ঘন ও বৃদ্ধির জন্য কোন তেল ভালো

✓ চুল ভালো রাখতে ক্যাস্টর অয়েল খুব কার্যকরী। চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পুষ্টির জোগান দিতে পারে এই ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। ভিটামিন ই ক্যাপসুলের সাথে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। সেটি স্ক্যাল্পে ও চুলের গোড়ায় লাগিয়ে ভালো করে মালিশ করে নিন। তারপর চুলেও লাগিয়ে নিন সেই তেল। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

✓ কাঠবাদাম তেলভিটামিন ই, ডি-র মতো উপকারী উপাদান সমৃদ্ধ কাঠবাদাম তেল নতুন চুল গজাতে দারুণ সাহায্য করে।

✓ টাক পড়া কমাতে ভেষজ তেলঅত্যাধিক মাত্রায় চুল পড়লে বা চুল ঝরে পাতলা হয়ে টাক পড়ছে তাহলে চিকিত্‍সকের পরামর্শ নিতে পারেন। এছাড়াও রয়েছে কিছু আয়ুর্বেদিক তেল, যা মাখলে রীতিমতো তাক লাগানোর মতো মাথায় নতুন চুল গজাতে শুরু করবে।

চুল বৃদ্ধির তেল

IMG_20240314_231312-1710438253994-edited Best hair Growth Oil: চুল ঘন ও বৃদ্ধির জন্য কোন তেল ভালো

** এর পাশাপাশি কয়েকটি টিপস্ আপনাকে ফলো করতে হবে***

১) স্ট্রেস: মানসিক অবসাদ, চাপের কারণে চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই বেশি স্ট্রেস নিবেন না।

২) পুষ্টি: অস্বাস্থ্যকর খাবার ও পুষ্টির ঘাটতি থেকেও চুলের উপর প্রভাব তৈরি করতে পারে। তাই ফল সব্জি বেশি পরিমানে খান,,

চুল গজানো তেলের নাম

৩) চুলের যত্নের অভ্যেস : চুলের যত্ন নেওয়ার কিছু অভ্য়েস রয়েছে। যেমন ঘন ঘন হিট স্টাইলিং করলে, অনবরত রাসায়নিক ব্যবহার করলে চুলের ক্ষতি হতে পারে।

৪) হেয়ার প্যাক: চুল পড়া ঠেকাতে বাড়িতেই বানিয়ে নিন হেয়ার প্যাক।।

আরোও পড়ুন,

Dead Skin Remover: একটি মাত্র উপাদান দিয়ে ত্বকের মৃত কোষ দূর করুন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *