Spread the love

দিন দিন “চুল ঝরে পড়ছে? কী করবেন ভাবছেন?” সকালে ঘুম থেকে জেগে বালিশের উপর এক গাদা চুল দেখতে পান… চিরুনি করলেই মুঠো মুঠো চুল পড়ছে?? যাদের শরীরে হরমোনের প্রভাব বেশি, তাদেরই বেশি করে চুল পড়ে। নারীর মেনোপজের সময় ও পরে অ্যান্ড্রোজেনিক হরমোন আনুপাতিক হারে বেড়ে যায়। তখন হঠাৎ চুল বেশি করে পড়তে শুরু করে। এছাড়াও খুশকি হলে চুল পড়ার সমস্যা দেখা দেয়।

IMG_20240505_205847-edited Hair Transplantation: হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন কি ভালো? জানুন বিস্তারিত

হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সুবিধা ও অসুবিধা

চুল পড়ার মুখ্য কারণ:; *•শরীরের পুষ্টির ওপর চুলের স্বাস্থ্য নির্ভর করে। দৈনিক খাদ্যতালিকায় আমিষ, শর্করা, চর্বি, খনিজ ও ভিটামিন পরিমিত পরিমাণে না থাকলে চুল পড়ে যায়।

* দুশ্চিন্তায় ভুগলে বা মানসিক সমস্যা থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়তে পারে।

**’ সাধারণত মানুষের মাথার সামনের দিকের চুল উঠে যায়। পিছনের দিকে চুল থাকে। তাই এখন সার্জারি অনেকেই করাচ্ছেন। ফলও মিলছে সাধ্যের মধ্যেই। আমাদের চুল আমাদের সামগ্রিক চেহারা উন্নত করতে একটি অগ্রণী ভূমিকা পালন করে ।

হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন কি

সার্জারি করার পর একটু সময় লাগে। মোটামুটি ৩ মাসের মধ্যে একটা ফল আপনি পাবেন। তাই একটু ধৈর্য ধরতেই হবে। কারণ আজ করালাম আর কাল থেকেই ফল পাওয়া সম্ভব নয়। এই বিষয়টি বুঝে নিন।

✓ তারপর সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশনের। তবে এরপরও সমস্যা হতে পারে।যেমন-1। রক্তপাত হতে পারে সার্জারির পর।2। সংক্রমণ হতে পারে।3। খুসকির সমস্যা বাড়তে পারে। 4। জায়গাটা ফুলে যেতে পারে।

হেয়ার ট্রান্সপ্লান্ট ভালো নাকি খারাপ

** অনেকের প্রশ্ন থাকে হেয়ার ট্রান্সপ্লান্ট কতদিন স্থায়ী হয়?হেয়ার ট্রান্সপ্লান্ট সেশনের প্রায় ছয় মাস পরে, প্রতিস্থাপিত চুলগুলি একটি প্রাকৃতিক চেহারা নিতে শুরু করে এবং সারা জীবন ধরে বাড়তে থাকে।

হেয়ার ট্রান্সপ্লান্ট খরচ কত ভারতে

✓ হেয়ার ট্রান্সপ্লান্টের সুবিধা

** উন্নত চেহারা দেয়।

** আপনি আপনার হারানো চুল ফিরে পান।

** এটা স্বাস্থ্যকর চুলের ফলিকল দিয়ে টাকের ছোপ ঢেকে দেয়।

** নতুন চুলের বৃদ্ধি আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে।

আরোও পড়ুন,

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান? দেখুন কি পড়বেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *