Spread the love

গরমের ত্বকের সমস্যা একটার পর একটা লেগেই থাকে,,, তৈলাক্ত ত্বক (Oily Skin) থেকে শুরু করে ব্রণর সমস্যা-এমনকি ত্বকের মৃত কোষ এর জন্য ত্বক উজ্জ্বলতা হাড়িয়ে ফেলে। ত্বকের সেই প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে আপনাকে মৃত কোষ দূর করতে হবে…..এই মৃত কোষ আমাদের ত্বকের সৌন্দর্য নষ্ট করে। খালি চোখে এই মরা কোষ দেখা না গেলেও এগুলো ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়। ত্বক কালচে দেখায়। এই মৃত কোষকে দূর করার সবচেয়ে সহজ উপায় হল স্ক্রাবিং। সবচেয়ে ভাল হয় যদি আপনি বাড়িতে স্ক্রাব তৈরি করে ব্যবহার করেন।

IMG_20240314_221623-1710434807569-edited Dead Skin Remover: একটি মাত্র উপাদান দিয়ে ত্বকের মৃত কোষ দূর করুন

ত্বকের মৃত কোষ দূর করবেন যেভাবে

বাড়ির তৈরি স্ক্রাব ব্যবহার করার বেশ কয়েকটি সুবিধাও রয়েছে। প্রথমত, এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়। এতে ত্বকের কোনো ক্ষতি হয়না….

১) যেহেতু এখন গরমের সময় অনেক মরসুমি ফল পাওয়া যায়,,, তো সেটিকে আপনি কাজে লাগাতে পারেন ,,, এর জন্য পেঁপের স্ক্রাব ব্যবহার করে দেখতে পারেন। পাকা পেঁপে ত্বকের জন্য ভীষণ উপকারী।

পেঁপের ফেস স্ক্রাব তৈরির জন্য পাকা পেঁপের নির্যাস ও এক চামচ মধু নিয়ে ভালো করে মাখুন। এই মিশ্রণটি দিয়ে মুখ ঘষে নিন এবং তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস স্ক্রাব ব্যবহার করে আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক উজ্জ্বলতা।

ডেড সেল দূর করার উপায়

২) কমলালেবুতে আছে ভিটামিন সি আর অ্যান্টি-অক্সিড্যান্ট। এটি কোলাজেন উৎপন্ন করে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে ও নতুন কোষ সৃষ্টি করে। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে তার সঙ্গে হলুদ মিশিয়ে লাগাতে হবে। দশ মিনিট রেখে মুখ ধুয়ে নিতে হবে।

IMG_20240314_221531-1710434808561-edited Dead Skin Remover: একটি মাত্র উপাদান দিয়ে ত্বকের মৃত কোষ দূর করুন

৩) বেসন ও হলুদের স্ক্রাব: বেসন আমাদের ত্বক থেকে মৃত কোষ সরিয়ে দেয়,,,হলুদে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টি-এজিং ,,, একটি পেস্ট মুখে লাগানো যেতে পারে এবং এটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।

মুখের মৃত কোষ দূর করার উপায়

IMG_20240314_221513-1710434807857-edited Dead Skin Remover: একটি মাত্র উপাদান দিয়ে ত্বকের মৃত কোষ দূর করুন

৪) টমেটো ও চিনির স্ক্রাব: এই স্ক্রাবটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।। অন্য দিকে চিনির মোটা দানাগুলি ম্যাসাজের সময় মৃত ত্বক অপসারণে সহায়তা করে।

৩ উপাদান দূর করতে পারে ত্বকের মৃত কোষ

৫) মুসুর ডালের স্ক্রাব: মুসুর ডালে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ,, যা ত্বকের ডার্ক স্পট কমিয়ে দেয়। ডাল নরম করার জন্য ডাল রাত্রে জলে ভিজিয়ে রাখুন। এর পরে এটি দিয়ে একটি পেস্ট বানিয়ে এলোভেরা মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে পেস্টটি ধুয়ে ফেলুন!

আরোও পড়ুন,

Periorbital Dark Circles: ডার্ক সার্কেল থেকে মুক্তির ঘরোয়া ৫ উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *