Spread the love

আজকাল একটি স্কীন কেয়ার খুব ট্রেন্ডিং চলছে,,, ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ছে অভিনেত্রীদের এই রূপচর্চার ভিডিয়ো। ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর তাঁরা মুখ ডোবাচ্ছেন এক বাটি ভর্তি বরফজলে। শোনা গেছে এতে ত্বক নাকি টানটান থাকে। মুখের ছোট ছোট ছিদ্র, ওপেন পোরস বন্ধ হয়।

IMG_20240417_125425 Ice Water For Skin Care: গরমে ত্বকের যত্নে আইস ওয়াটার

মুখ উজ্জ্বল করতে ব্যবহার করুন আইস ওয়াটার

এছাড়াও চোখের নীচের ফোলা ভাব কমাতে, মুখের লালচে বা পোড়া ভাব দূর করতে এই স্কীন কেয়ার দারুন কাজে আসে।। প্রচুর পরিমাণে রোদে বের হলে ত্বকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং চুলকানির সমস্যা হয় এবং প্রদাহ দেখা যায়।এই অবস্থাতেও কাজে আসে বরফ ঠান্ডা জল। রক্তনালীগুলিকে সাময়িক সংকুচিত করে ত্বকের জ্বালা ভাব কমায় এবং শান্ত করে।

ঘরেই ত্বকের যত্নে ব্যবহার করুন আইস কিউব

বরফের জলে মুখ ডুবিয়ে রাখার সবচেয়ে সুবিধা হল ত্বকের ছিদ্র অর্থাৎ রোমকূপগুলি শক্ত করা। জলের কম তাপমাত্রা রোমকূপগুলিকে সংকুচিত করে এবং তার ফলে ত্বক দেখতে মসৃণ হয়। এর ফলে ধুলোবালি, ময়লা, তেল, বা নোংরা জমতে পারে না রোমকূপে।

তারকাদের রূপের রহস্য

কীভাবে করবেন দেখে নিন….

** প্রথমে একটি বড় পাত্র নিন। পাত্রটি এতটাই বড় হবে যাতে মুখ ডোবানো যায়। এ বার তার মধ্যে ফ্রিজে রাখা জল এবং বরফ কুচি দিয়ে দিন। এ বার ওই পাত্রে মুখ ডুবিয়ে রাখুন ৫ সেকেন্ড। দুইবার এমন ট্রাই করতে পারেন,,, হয়ে গেলে পরিষ্কার, নরম তোয়ালে দিয়ে চেপে চেপে মুখ মুছে নিতে হবে। এরপর এই সময়ে মুখে সিরাম ও টোনার অ্যাপ্লাই করে নিবেন। এরপর আপনি নিজেই ফারাক বুজতে পারবেন।

আরোও পড়ুন,

Best Foods For Summer Heat||গরমে চাঙ্গা থাকতে যা খাবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *