Spread the love

আজকের জেনারেশনে এমন কেউ নেই যে চুলে রং ছাড়া। সকলের কাছে এটি একটি ফ্যাশন এ পরিণত হয়েছে। পার্লারে গিয়ে পেশাদারের কাছে চুল রং করানোটা অনেক টাকা ও সময়ের ব্যাপার। তাই যদি ঘরে বসেই আপনি চুলে রং করতে পারেন কোনো কেমিক্যাল ছাড়াই তাহলে কেমন হয় বলুন তো.?? সে জন্যই আমরা নিয়ে এসেছি একটি স্টেপ-বাই-স্টেপ গাইড, যা আপনাকে শিখিয়ে দেবে ঘরে বসে সহজেই চুল রং করার কৌশল…

IMG_20240501_100329 Hair Colouring At Home||ঘরে বসে চুল কালার করার উপায়

বাড়িতে চুলে রং করুন এই উপায়ে

চুলে শ্যাম্পু করে নিন আগে** যেদিন চুল রং করবেন, তার এক বা দু’দিন আগে চুল অবশ্যই শ্যাম্পু করে নেবেন।স্ক্যাল্পে তেল জমে থাকলে রঙের কারণে প্রদাহ হয় না, রংও চুলের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশে যায়। তাতে রং চুলে অনেক বেশি সময় ধরে স্থায়ী হয়।

** রং বাছাই করার সময় তাড়াহুড়ো করবেন না, সময় নিন। রং করতে আপনার লাগবে তোয়ালে, গ্লাভস, রং মেশানোর বাটি, মোটা দাঁড়ার চিরুনি, প্লাস্টিকের ক্লিপ, রং লাগানোর ব্রাশ,হেয়ার কালার। বাড়িতে চুল রং করার সময় হাতের কাছে রাখুন ভেসলিন পেট্রোলিয়াম জেলি। যাতে রং লেগে গেলেও তুলতে পারেন।

ঘরে বসে কীভাবে চুলে কালার করবেন

** নতুন কোনও শেড লাগানোর আগে ভিতর দিকের চুলের খানিকটা অংশে রংটা লাগিয়ে দেখে নিন। অথবা অল্প একটু চুল কেটে নিয়ে আগে তাতে কালারটা লাগিয়ে দেখুন মানাচ্ছে কিনা।

** মাথার সামনের দিক থেকে শুরু করুনপ্রথমে পুরো চুলটাকে কয়েকটা ভাগে ভাগ করে ক্লিপ দিয়ে আটকে দিন। তারপর এক একটা ভাগ খুলে ব্রাশ দিয়ে রং লাগাতে শুরু করুন।! পুরো চুল রং হয়ে গেলে একটা শাওয়ার ক্যাপ পরে নিন যাতে রং না গড়ায়।

বাড়িতে যেভাবে করবেন —-

১.চুলে লালচে রঙ করতে চাইলে ব্যবহার করতে পারেন বিট। এক কাপ বিটের রস ও এক কাপ গাজরের রস একটি স্প্রে বোতলে নিয়ে চুলে স্প্রে করুন।শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ৩ ঘণ্টা। তারপর ঠাণ্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। দেখবেন এই ঘরোয়া রঙের কালারের কামাল।

বাড়িতে প্রাকৃতিকভাবে চুলে কালার করুন এই উপায়ে

২.চুলে গাঢ় বাদামি রঙ আনতে কফি ব্যবহার করতে পারেন। কড়া ব্ল্যাক কফি আর চা পাতার জল মেশান মিশ্রণটি চুলে এক ঘণ্টা লাগিয়ে রেখে জলে দিয়ে ধুয়ে ফেলুন।

৩. কালার করতে মেহেদির গুঁড়ো ব্যবহার করতে পারেন। মেহেদির গুঁড়ো সারারাত ভিজিয়ে পরদিন চায়ের লিকার মিশিয়ে চুলে লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন চুল। এতে চুল ভাল হবে ও চুলে আসবে প্রাকৃতিক রং।

একটা জিনিস বলে রাখি চুলে কালার করার পর যত্ন ঠিকঠাক ভাবে নেবেন। নিয়মিত শ্যাম্পু ব্যবহার করলে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। এবং চুল ভেজা অবস্থায় সিরাম ইউজ করবেন যাতে চুল ঝট লেগে না যায়। বাইরে কাজে বেরোলে চুল যতটা পারবেন ঢেকে রাখবেন।

আরোও পড়ুন,

Beauty Skin Tips: সৌন্দর্য ধরে রাখতে ৫ টিপস্ মেনে চলুন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *