Spread the love

গরমের সাথে টেক্কা দিয়ে বাঁচতে হচ্ছে এখন…. যে চাঁদিফাটা রোদ, ভ্যাপসা গরম, পড়েছে,, ঘর পর্যন্ত আগুনের গোলা হয়ে গেছে…. সব মিলিয়ে বিচ্ছিরি রকমের আবহাওয়া। তবে গরম যতই হোক, অনুষ্ঠানের ইনভাইট এলে কোনও কাটছাঁট নেই। কারন বৈশাখ পড়তেই লেগে যায় বিয়ের ধুম। এ ছাড়া জন্মদিন, বিবাহবার্ষিকী, বিয়ে তো আছেই। অনুষ্ঠান বুঝে ও আবহাওয়া বুঝে শাড়ি তো বেছে নেওয়াই ভালো। কিন্তু কি পড়বেন এই গরমে কী ধরনের শাড়ির সঙ্গে কেমন গয়না পরলে স্টাইলিস্ট দেখাবে, তার হদিস রইল এখানে।

IMG_20240429_214945-edited গরমে বিয়ে বাড়িতে কি ধরনের স্টাইলিস্ট শাড়ি পড়বেন

সব মেয়ের কাছেই শাড়ি হল খুব পছন্দের। আর প্রতিটা মেয়ে শাড়ি পরতে খুব ভালো বাসে। বিয়ে বাড়িতে স্টাইলিস্ট লুক ক্রিয়েট করতে সিল্ক, তাঁত, তসর এসব শাড়ির সংগে পড়তে পারেন শিফন, জর্জেট। আর এই পার্টিওয়্যারের মধ্যে শিফন, জর্জেটের চাহিদাই সবচাইতে বেশি।দিনে কোনও অনুষ্ঠান থাকলে হালকা খাদি শাড়ির সঙ্গে পিন্টেড ব্লাউজ দিয়ে পরতে পারেন। শাড়ির সঙ্গে মানানসই গয়নাও চাই। এই ধরনের শাড়ি খুব একটা ভারী হয় না।

কেমন হবে গরমের বিয়ে বাড়ির পোষাক

সিল্ক, বেনারসি কিংবা কাঁথা স্টিচের শাড়ির সঙ্গে গ্লাস হাতার ব্লাউজ পরতে পারেন। চাইলে পাথর বসানো ‘গোল্ড-প্লেটিং’ করা গয়নাও পরতে পারেন। তবে গরমে খুব ভারী কিছু পরতে যাবেন না। শিফন শাড়ি অনেক বেশি নরম, তুলতুলে হয়। শিফনের মধ্যে প্যাস্টেল শেড বেশি পাওয়া যায়। জর্জেটের মধ্যে বেস রং অর্থাৎ সাদা, কালো, সবুজ, নীল, ধূসর, বেগুনি এসব বেশি দেখা যায়।

গ্রীষ্মকালে বিয়ে? দেখুন কি পড়বেন

গরমের মেকাপ: মেকআপের আগে অবশ্যই প্রাইমার অ্যাপ্লাই করে ত্বকের সঙ্গে ম্যাচ করে ফাউন্ডেশন বেছে নিন। তা খুব ভাল করে তা ব্লেন্ড করে নিতে হবে। এবার যে কোনও ফেস পাউডার একটা নিয়ে মুখে ভাল করে লাগিয়ে নিন। আই ব্রো পেনসিল বা আইশ্যাডো প্যালেট থেকে পছন্দের রং নিয়ে চোখের উপর লাগান আর ভ্রূ এঁকে নিন। চোখে হালকা করে কাজল দিতে পারেন। সব শেষে মাসকারা লাগিয়ে নিন। এসব হলে মুখে ব্লাশ লাগিয়ে নিন। এতে দেখতে ভাল লাগে। এবার যে কোনও হালকা শেডের লিপস্টিক বেছে নিন। আবার চাইলে লিপগ্লসও লাগাতে পারেন।

আরোও পড়ুন,

Coconut Oil For Face: গরমে ত্বকের সমস্যা মেটাবে নারকেল তেল

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *