Spread the love

এই গরমের মাসে অনেক বিয়ের ডেট পড়ে…কিনতু গরমকালে সাজগোজ করতেও ইচ্ছা করে না, কারণ যতই সাজুন কিছু ক্ষণ পরেই নষ্ট হয়ে যায় সেই মেকাপ। গরমে ঘেমে একাকার অবস্থা হয়। তাই গরমে মেকআপ যতই হালকা রাখবেন ততই ভাল। আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে‘নো মেকআপ লুক’-এ করতে পারেন বিয়ে বাড়িতে বাজিমাত। এই ধরনের মেকআপে প্রসাধনী খুব কম ব্যবহার করা হয়। তাই ত্বক তাড়াতাড়ি ঘামে না। প্রচণ্ড গরমে ঘামে মেকআপ ঘেঁটে যাওয়ার সম্ভাবনাও থাকে না।

IMG_20240421_172804-edited গরমে বান্ধবীর বিয়ে? কীভাবে হাল্কা মেকাপ করবেন

গরমের হাল্কা মেকাপ

•প্রথমে একটা বাটিতে কিছু বরফের টুকরো নিয়ে ওর মধ্যে মুখ ডুবিয়ে রাখুন কয়েক সেকেন্ড,, এতে আপনার ত্বকে মেকাপ করার পরেও সহজে ঘেমে যাবে না। এবার ওই বরফ জলে একটা সুতির কাপড় ভিজিয়ে মুখ খুব ভাল করে মুছে নিন।

•এরপর ত্বকে খুব ভাল করে ময়েশ্চারাইজার মেখে নিন। তার পর সারা মুখে সেটিং স্প্রে ব্যবহার করুন। প্রাইমার লাগিয়ে নিন।

গরমে বিয়ে বাড়ির মেকাপ

•এর পর চোখের তলায় দাগছোপ আছে এমন জায়গায় খুব অল্প মাত্রায় কনসিলার ব্যবহার করুন। ত্বকের রঙের সঙ্গে মানানসই রঙের বিবি ক্রিম লাগিয়ে নিন। এমন ভাবে ধর্য্য ধরে ব্লেন্ড করুন যাতে পুরোটাই বসে যায় ত্বকে।

•বেস তৈরি করার পরে কম্প্যাক্ট লাগানোর প্রয়োজন। কোনও অংশে যদি কালো দাগছোপ থাকে সেখানেও অল্প করে লাগিয়ে নিন। ভালো করে ব্লেন্ড করুন।

গরমে পার্টি মেকআপ লুক

IMG_20240421_172729-edited গরমে বান্ধবীর বিয়ে? কীভাবে হাল্কা মেকাপ করবেন

•নাকের ডগায়, ঠোঁটের উপরে এবং চিক বোনে ব্যবহার করুন হাইলাইটার। আপনার লুককে দেবে গ্লো।

•ব্লাশ অন ও কাজলআই মেকআপে খুবই গুরুত্ব সুন্দর দেখানোর জন্যে, তাই স্মোকি আইজ অথবা নীচে কাজল মোটা করে স্মাচ করে নিতে পারেন। তবে ভারী মেকআপ না করাই ভালো।

গরমের দিনে মেকআপ কিভাবে করতে হয়

•গালে পিচ কালার ব্লাশ অন লাগিয়ে নিন। শেষে, লিপস্টিক লাগান মনের মতো।লিপ লাইনার দিয়ে ঠোঁট আর্ট করুণ।

•সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করুণ,, এভাবে মেকাপ করলে আপনি বিয়ে বাড়ির মধ্যে সেরা সুন্দরী লাগবেন।

আরোও পড়ুন,

৩ টিপস্: গ্রীষ্মের কার্যকারী রূপচর্চা||Top 3 Skin Care Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *