Spread the love

রবিবার পয়লা বৈশাখ…বৈশাখের সাজ কিছু ভেবে দেখেছেন কি পড়বেন?? সাজ হতে হবে মরসুমের সঙ্গে মানানসই। কেমন হবে সেই শাড়ি হবে? কেমনি বা হবে মুখের সাজ,, থাকবে কিছুটা আধুনিকতার ছোঁয়াও। আর পাঁচটা দিনের মতো সকল মেয়েরা জিন্‌স-টপ, পরে না। একটু বাঙালিয়ানা ভাবে সাজতে চায়… সুতির শাড়ি কিংবা জামদানি যতই পুরনো হোক এই শাড়ি গুলিও নতুন চমকও চায় আধুনিকার মন।

GridArt_20240412_112634993-1-1024x819 Pohela Boishakh Outfit|নববর্ষের সাজ ও শাড়ি

পহেলা বৈশাখে কি পড়বেন

এবারে লিনেন-খাদির জমিতে ব্যবহার করা হচ্ছে এক্কেবারে নতুনত্বের ছোঁয়া…. নতুন বছরের প্রথম দিনটায় পরার জন্য কেমন শাড়ি পছন্দ করেন এ কালের তরুণীরা?

এ বছরের পয়লা বৈশাখের ট্রেন্ড কালেকসন দেখে নিন…

ব্লক প্রিন্টেড খাদি: হাতে করা ছাপা শাড়ি গুলো খুব সাবেকি একটা লুক দেয়। বৈশাখের পার্বণী সাজের কথা মাথায় রেখে বিভিন্ন ডিজ়াইনার বুটিকগুলিতে খাদির উপরে হরেক কায়দার ব্লক প্রিন্ট এ বারের গরমের ফ্যাশনে দারুণ ‘ইন’। প্রিন্টেড খাদির সঙ্গে পিঠখোলা হাতাকাটা ব্লাউজ় আর অক্সিডাইজ় গয়না, ব্যস্, বৈশাখী সাজ হবে একেবারে নজরকাড়া।

পহেলা ফাল্গুনে কি পরবেন

IMG_20240412_112449-edited Pohela Boishakh Outfit|নববর্ষের সাজ ও শাড়ি

সুতির শাড়ি: গরমের সময়ে সুতির শাড়ির চাহিদাই বাজারে সবচেয়ে বেশি। সুতির মধ্যেও এ বার তরুণীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে কটন ইক্কত। ইক্কত মানেই সাদা, কালো, ধূসর কিংবা হালকা রং নয়, এ বছর বাজারে রংচঙে ইক্কতের রমরমা।

বাংলা নববর্ষে কি পরতে হয়

IMG_20240412_112409 Pohela Boishakh Outfit|নববর্ষের সাজ ও শাড়ি
IMG_20240412_112348 Pohela Boishakh Outfit|নববর্ষের সাজ ও শাড়ি

সালোয়ার: যারা শাড়ি পড়তে চান না কিংবা শাড়ি পড়তে পারেন না তাদের জন্য এখন পয়লা বৈশাখে বিশেষত ডিজাইন নিয়ে মার্কেটে সালোয়ার চলে আসছে আপনারা সেগুলি ট্রাই করতে পারেন দেখতেও খুব স্টাইলিশ লাগে এবং গরমে খুব কমটেবেল ফিল ও দেবে।।

বৈশাখের আকর্ষণীয় সাজ

IMG_20240412_112518 Pohela Boishakh Outfit|নববর্ষের সাজ ও শাড়ি

পয়লা বৈশাখের মেকাপ —ভালো করে মুখ ধুয়ে প্রাইমার লাগিয়ে হালকা বিবি ক্রিমের টাচ দিয়ে ভালো করে ফেস পাউডার দিয়ে বেজ মেকাপ কমপ্লিট করে ফেলুন। দিনের বেলা মেকআপ হলে আইশ্যাডো একদম অল্প ব্যবহার করবেন।এবার ওই একই শেডের আইশ্যাডো একটা সরু ব্রাশ দিয়ে বাকি চোখের পাতায় ভালো করে মিশিয়ে দিন।যদি রাতের বেলা সাজেন তাহলে চোখের পাতার যে অংশ খালি আছে সেখানে হাল্কা করে লাগিয়ে ভালো করে মিশিয়ে দিতে পারেন। পিচ কালারের ব্লাশার দিন।

পহেলা বৈশাখের সাজের টিপস্

IMG_20240412_200107 Pohela Boishakh Outfit|নববর্ষের সাজ ও শাড়ি

ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিন।লিপ লাইনার দিয়ে ঠোঁট আউটলাইন করে নিন।ন্যাচারাল লুকের জন্য ন্যুড লিপলাইনারও ব্যবহার করুন। এবার শাড়ির সঙ্গে মানানসই গয়না পরে নিজের সাজ কমপ্লিট করুন।

আরোও পড়ুন,

Summer Short Kurti For Women| মহিলাদের জন্য গরমের শর্ট কুর্তি

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *