Spread the love

এখন ঘরে ঘরে একি সমস্যা দেখা দিচ্ছে… এই চুল পড়ার সমস্যা!! এই শীতকাল আসতেই বাতাসে আর্দ্রতার পরিমাণ এতো টাই কম হয়ে যায়। সেই সময়ে তার প্রভাব আপনার স্ক্যাল্পে পড়ে। তখন স্ক্যাল্প রুক্ষ ও শুষ্ক(Dry Hair) হয়ে যাওয়ার কারণে দ্রুত চুল উঠতে থাকে ,, ঠিকঠাক যত্ন না(Hair Care Tips) নিলে দূষণে চুলের ক্ষতি হয়। চুল দুর্বল হয়ে যায়। কি করে নতুন চুল পাবেন,, সেটি মন দিয়ে পড়ুন ——

নতুন চুল গজানোর উপায়

১/ নিয়মিত চুল পরিষ্কার রাখার চেষ্টা করুন,,,এবং চুল ৫/৬ বার আঁচড়াবেন। তাহলে জট হবে না।

২/ পেঁয়াজ এর রস চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ১০ মিনিট রাখুন ,, হালকা হাতে ম্যাসেজ করুন,,নিয়মিত ব্যবহার করলে নতুন চুল গজাবে।

৩/ চুল ভালো রাখতে এই ক্যাস্টর অয়েল খুব কার্যকরী। চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পুষ্টির জোগান দিতে পারে এই ক্যাস্টর অয়েল।

৪/ নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। সেটি স্ক্যাল্পে ও চুলের গোড়ায় লাগিয়ে ভালো করে মালিশ করে নিন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। কন্ডিশনার লাগাতে ভুলবেন না।

নতুন চুল গজাতে পেঁয়াজের রস

৫/ পেঁয়াজের নির্যাস ব্যবহার করুনপেঁয়াজের নির্যাস চুল পড়া এবং পুনরায় বৃদ্ধির জন্য একটি ঘরোয়া প্রতিকার। পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার রয়েছে। মাথার ত্বকে পেঁয়াজের রস প্রয়োগ সালফার সরবরাহ করে, রক্ত সঞ্চালন উন্নত করে। এছাড়াও, এটি চুলের ফলিকল পুনর্জন্মকে উত্সাহিত করে, যার ফলে আরও স্ট্র্যান্ডের বৃদ্ধি ঘটে।

৬/ পুষ্টিকর খাবারচুলের যত্নে, পুষ্টিকর খাবার খেতে হবে।। নিয়ন্ত্রিত জীবনযাপন এবং ভিটামিন, প্রোটিন এবং বিভিন্ন খনিজে ভরপুর খাবার রাখলে চুল ঝরে যাওয়ার সমস্যা দূর হবে।

৭/ কালোজিরা ও মেথি কালো জিরা ও মেথি একসঙ্গে পেস্ট করে নিতে হবে। এরপর নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। তেলের এই মিশ্রণটি ফুটিয়ে ঠাণ্ডা করে, কাঁচের বোতলে সংরক্ষণ করুন।

কি করলে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে

এটি প্রায় দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। সপ্তাহে তিনদিন এটি চুলে ব্যবহার করুন।

উপরের দাওয়া টিপস্ গুলো ফলো করুণ,, ও পেয়ে যান আকর্ষণীয় সুন্দর চুল।।

আরোও পড়ুন,

ত্বক সতেজ রাখতে স্কিন কেয়ারে রাখুন বেস্ট ফেস সিরাম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *