Spread the love

রেস্টুরেন্ট এ খাবার খেতে যাওয়ার আগে কিছু বিষয়ে সতর্ক হোন – Be Careful About A Few Things Before Going To Eat At A Restaurant


আপনি মাঝে মাঝেই বাইরে খেতে যান। কিন্তু বাইরের খাবারে আপনার শরীরের ক্ষতি করছে। তাহলে কি বাইরের খাবার এড়িয়ে যাবেন? না, তার দরকার নেই। কয়েকটি বিষয় মাথায় রাখুন। দেখবেন, কোন রোগ আর আপনাকে ছুঁতে পারবে না।

বাড়িতে যতই মুখরোচক পদ রান্না হোক, দিন সাত-দশেকে অন্তত এক দিন রেস্তরাঁয় গিয়ে না খেলে ষোলো কলা পূর্ণ হয় না। অনেকের ক্ষেত্রে তা সপ্তাহে তিন-চার দিনও হয়ে যায়। রেস্টুরেন্ট এ খাওয়ার লোভ সামলানো যায় না।



কোনও রেস্টুরেন্ট যাওয়ার আগেই দেখে তাদের মেনু দেখে নিন। আগে থেকেই ঠিক করে রাখুন কোন খাবারটা অর্ডার করবেন। কারণ সেখানে গিয়ে তাড়াহুড়তে খাবার অর্ডার করতে গিয়ে অনেক সময়েই অস্বাস্থ্যকর খাবার বেছে নেন অনেকে। তাই আগেই ঠিক করে রাখুন কী খাবেন। রেস্টুরেন্ট খেতে যাওয়ার আগে টক দই খেয়ে যেতে পারেন। এতে পেট অনেকটাই ভরা থাকে।

রেস্টুরেন্ট খেতে গেলে এই কয়েকটি খাবার কিন্তু ভুলেও অর্ডার নয়! জানুন কেন

খাবার টেবিলে আসার আগে যথেষ্ট পরিমাণে জল খান। ফলে জল খেয়েই পেট ভরে যাবে এবং রেস্তোরাঁর ক্যালরিযুক্ত খাবার আপনি কম খাবেন। মেন কোর্সের আগে স্যুপ অর্ডার করুন, এতে পেট ভরে যাবে কিছুটা। ফলে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা কমবে। খাবারের সঙ্গে অনেকে বেভারেজ বা বিভিন্ন ধরনের পানীয় অর্ডার করেন। চেষ্টা করুন প্যান ফ্রায়েড, ফ্রায়েড, ক্রিসপি এগুলোর বদলে স্টিমড, গ্রিলড, রোস্টেড ও পোচড খাবার খেতে। নিজের খাদ্যাভ্যাস ও পেট অনুযায়ী খাবার অর্ডার করুন।

যে খাবারটা সবচেয়ে বেশি বিক্রি হয়, সেটাই অর্ডার করুন। কারণ সেই খাবারটি অনবরত তৈরি হতে থাকে। এমন খাবার অর্ডার করবেন না যার বিক্রি সেই রেস্ট্রুরেন্ট এ খুবই কম। এতে বাসি বা অনভ্যস্ত হাতে তৈরি খাবার খেয়ে ফেলার সম্ভাবনা থাকে। চেষ্টা করুন অন্ধকার রেস্তোরাঁ এড়িয়ে চলতে। প্লেটে যথেষ্ট আলো না পড়লে খাবারে কোনও অস্বাস্থ্যকর বস্তু পড়েছে কি না তা সহজে চোখে পড়ে না। তাই পরিষ্কার উজ্জ্বল আলোর রেস্ট্রুরেন্ট যান। এমন খাবার অর্ডার করুন যাতে ক্যালোরির পরিমাণ কম। পারলে সঙ্গে স্যালাড নিন। স্যালাড বেশি মাত্রায় খেলে পেট ভরা থাকবে।



কারণ বাইরের খাবারে অতিরিক্ত ক্যালোরি। ফলে শরীরের ওজন বাড়ে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের ঝুঁকি বাড়িয়ে দেয় বাইরের খাবারে।
বাইরের খাবারের সম্পৃক্ত চর্বি বেশি থাকে। এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।বাইরের খাবারে কৃত্রিম রং, চিনি, প্রিজারভেটিভ ব্যবহারে ক্যানসারের সম্ভাবনা বাড়ে।বাইরের খাবারে প্রচুর লবন ব্যবহার করা হয়। এটি কিডনি রোগের ঝুঁকি বাড়ায়।

20191013-114030-largejpg-1660818372638 রেস্টুরেন্ট এ খাবার খেতে যাওয়ার আগে কিছু বিষয়ে সতর্ক হোন - Be Careful About A Few Things Before Going To Eat At A Restaurant

রেস্টুরেন্টে অর্ডার করার সময় এই বিশেষ কিছু কথা মাথায় রাখলেই যা ইচ্ছে খেতে পারবেন

খাবারের সঙ্গে সালাত অর্ডার করুন, সালাত খেলে খিদে মিটবে। ফলে কম খাবার খেতে পারবেন ও ওজন নিয়ন্ত্রণে থাকবে। ভাজা-পোড়া খাবার না খেয়ে সিদ্ধ, স্যুপ বা গ্রিল করা খাবার অর্ডার করুন। চিনি ও রংযুক্ত সফ্ট ড্রিঙ্ক না খেয়ে ফলের ডেজার্ট খান। এতে ভিটামিন ও মিনারেলের ঘাটতি দূর হবে।
রেস্ট্রুরেন্ট এ মাছ খান। এতে হার্ট ভালো থাকবে।
চামড়া ছাড়া মুরগি খান। কারণ, মুরগির চামড়ার চর্বি স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। খাবারের প্লেট, গ্লাস, চামচ পরিষ্কার কি না, খেয়াল করুন।রান্না করা খাবার ঢাকা আছে কি না, খেয়াল করুন।


Tags।:Health Tips Fitness Tips Restaurants Obesity

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *