Spread the love

শীতকালে চুল বেশি পড়ছে? অ্যালোভেরা কে কাজে লাগান – Falling Hair More In Winter? Use Aloe Vera


অ্যালোভেরা যে ত্বক ও চুলের ক্ষেত্রে সহায়ক সেটা আমরা কমবেশি সবাই জানি। কিন্তু এই অ্যালোভেরা গুণকে চুলের ওপর প্রয়োগ করবেন কীভাবে? চুলকে সুন্দর রাখতে সরাসরি অ্যালোভেরার জেল চুলে প্রয়োগ করবেন নাকি? সেগুলোই আজকে আলোচনা করবো। চুলের বাড়বৃদ্ধির জন্য অ্যালো ভেরার চেয়ে উপকারী আর ফলদায়ী আর কোনও উপাদান হতেই পারে না !

Aloevera-is-good-for-hair-1667469096527 শীতকালে চুল বেশি পড়ছে? অ্যালোভেরা কে কাজে লাগান - Falling Hair More In Winter? Use Aloe Vera

শীতকালে অতিরিক্ত চুল ওঠা থেকে মুক্তি পাওয়ার উপায়



এমনিতেই সারা বছরই চুল পড়ার সমস্যায় কমবেশি সকলেই ভোগেন। তার মধ্যে শীতকালে তো বেশি খুসকি হয়ে চুল পড়ার সমস্যা বাড়ে,, দূষণ থেকেই চুলের বেশি ক্ষতি হয়, এ ছাড়াও ব্যস্ত জীবনে বাইরে ঘন ঘন বেরতে হয় বলে চুলের প্রতি বেশি যত্নবান হওয়া দরকার।

কেন চুলে অ্যালোভেরা উপকারী?


অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন আর নানা রকমের মিনারেলস। এটি যা চুলে পুষ্টির যোগান দেয় আর চুলকে ঘন লম্বা আর জেল্লাদার করতে সাহায্য করে। এ ছাড়া অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম যা আপনার স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে। আর যদি খুশকির সমস্যা থাকে, তাহলেও অ্যালোভেরা উপকারী।।

শীতকালে চুল পড়া বন্ধ হওয়ার উপায় জেনে নিন

%E0%A6%8F%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE-1667469096858 শীতকালে চুল বেশি পড়ছে? অ্যালোভেরা কে কাজে লাগান - Falling Hair More In Winter? Use Aloe Vera


চুল পড়া রোধ করে: অ্যালোভেরা চুলকে মজবুত করে। ক্ষতিগ্রস্থ চুল মেরামত করে। মাথার ত্বক মুখের ত্বকেরই অংশ। তাই অ্যালোভেরা জেল মাথার ত্বককে পুষ্ট করতেও সাহায্য করতে পারে।

শীতে চুল পড়া কমাতেঅ্যালোভেরাব্যবহার করুন

খুশকি থেকে মুক্তি: অ্যালোভেরা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলীতে সমৃদ্ধ। তাই এটা মাথার ত্বককে ঠান্ডা রাখে। খুশকি এবং অস্বস্তিকর চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়।


চুল লম্বা করতে হলে ক্যাস্টর অয়েল কিন্তু দারুণ কাজ দেয়। আর অ্যালোভেরা জেলের সঙ্গে যদি ক্যাস্টার ওয়েল মিশিয়ে ব্যবহার করেন, তাহলে চুল তাড়াতাড়ি তো বাড়বেই, সেইসঙ্গে হেয়ার ফলের সমস্যা কমে যাবে।


অ্যালোভেরা ও মধু

অ্যালোভেরা ও মধুর তৈরি এই হেয়ার মাস্ক চুলকে কোমল করে তুলতে এবং খুশকির সমস্যা দূর করতে সহায়ক। এই হেয়ার মাস্ক তৈরি করার জন্য প্রয়োজন ৫ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ মধু। এই তিনটি উপাদানকে ভাল করে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। তারপর সেটা চুলের স্ক্যাল্প থেকে শুরু করে সমগ্র চুলে ভাল করে লাগিয়ে নিন।

শীতকালে চুলের যত্ন

1536992152-1667469096687 শীতকালে চুল বেশি পড়ছে? অ্যালোভেরা কে কাজে লাগান - Falling Hair More In Winter? Use Aloe Vera


একটা বাটিতে ফ্রেশ অ্যালোভেরা জেল, ক্যাস্টর অয়েল আর মেথির গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। তারপর আপনার স্ক্যাল্পে আর চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করে মাখুন। সারা রাত রেখে

পরদিন সকালে উঠে ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। সপ্তাহে অন্তত ১-২ বার করুন। উপকার পাবেনই।


অকালবার্ধক্য রোধ করে: ত্বকে যদি টানটান চেহারা হারায়, বলিরেখা দেখা দেয় তাহলে অ্যালোভেরা ব্যবহার করতে হবে।


ফাটা ত্বক নিরাময় করে: শীতে ত্বক ফাটা সবারই সমস্যা। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্রুত নিরাময়ের জন্য, অ্যালোভেরার একটি পাতা ত্বকে ঘষলেই নিমেষে সেরে যাবে।

91332332-1667469096295 শীতকালে চুল বেশি পড়ছে? অ্যালোভেরা কে কাজে লাগান - Falling Hair More In Winter? Use Aloe Vera

চুল পড়া বন্ধ করার উপায়


মধু,নারকেল তেল আর অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে একটা স্মুদ মিক্সচার তৈরি করে নিন।

এরপর চুলের গোড়ায় আর স্ক্যাল্পে ভালো করে মিশিয়ে ম্যাসাজ করে নিন।২৫ মিনিট পর্যন্ত রেখে ঠান্ডা জলে ধুয়ে শ্যাম্পু করে নিন। নারকেল তেল আর মধু আপনার চুলে ময়েশ্চারের যোগান দেবে সহজেই। আর চুলকে কন্ডিশন্ড করে নরম আর সিল্কি করে তুলতে সাহায্য করবে।


অ্যালোভেরার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করবেন এই মিশ্রণটি চুল পড়া প্রতিরোধ করে আর নতুন করে চুল গজাতেও সহায়তা করে | পেঁয়াজের রসে মাথার ত্বক চনমনে হয়ে ওঠে আর তখন চুলের বাড়বাড়ন্তও হয় খুব | বড়ো পেঁয়াজ নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এবার একটি কাপড় দিয়ে রস ছেঁকে নিন | তাতে অ্যালো ভেরা জেল খুব ভালো করে মেশান | এবার মাথার ত্বকে খুব ভালো করে ঘষে ঘষে এই মিশ্রণটি লাগান | চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমানভাবে মিশ্রণটি লাগাতে হবে | ঘণ্টাখানেক রেখে ভালো শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন ।



Tags – Hair Tips Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *