Spread the love

শীতে চুলের রুক্ষতা ও খুসকি দুর করতে বাড়ির বানানো হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন – Use Homemade Herbal Shampoo To Get Rid Of Roughness And Dandruff In Winter

চুলের নোংরা দূর করে চুলকে পরিষ্কার রাখতে শ্যাম্পু ব্যবহার করা হয়। শ্যাম্পু চুল পরিষ্কার রাখার পাশাপাশি চুলকে নরম কোমল স্বাস্থ্যজ্জ্বল করে তোলে। বাজারের নানা ব্র্যান্ডের শ্যাম্পু কিনতে পাওয়া যায়। সবাই সাধারণত সেইসব শ্যাম্পু ব্যবহার করে থাকে। কিন্তু রাসায়নিক উপাদান দিয়ে তৈরি বলে আমাদের চুল পড়া বৃদ্ধি, খুশকি, চুল রুক্ষ হয়ে যাওয়া সহ নানা সমস্যা দেখা দেয়,, তাই খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন হারবাল শ্যাম্পু। এই শ্যাম্পু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ,,খুব অল্প খরচে তৈরি এই শ্যাম্পু চুলের নানা সমস্যা দূর করবে……অনায়াসেই।অনেকরই ধারণা যে শুধু দামি শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলেই চুল ভাল রাখা যাবে । কিন্তু জানেন কী এই ধারণা সম্পূর্ণ ভুল? চুলকে ভাল রাখতে গেলে ব্যবহার করতে হবে বিভিন্ন ভেষজ উপাদান । কিভাবে তৈরী করবেন জেনে নিন –




1-59 শীতে চুলের রুক্ষতা ও খুসকি দুর করতে বাড়ির বানানো হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন - Use Homemade Herbal Shampoo To Get Rid Of Roughness And Dandruff In Winter

শীতকালে চুলের সমস্যা পিছু ছাড়ছে না বাড়িতেই বানিয়ে নিন হার্বাল শ্যাম্পু


শিকাকাই ২ চামচ

২ চামচ রিঠা গুঁড়ো


নিমের গুঁড়ো


আমলা গুঁড়ো

১/ প্রথমে একটি পাত্রে এক গ্লাস জল দিয়ে গরম করতে হবে । জল সামান্য গরম হয়ে এলে এর মধ্যে সব উপকরণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে এবং তারপর মিশ্রণটি ফুটিয়ে নিতে হবে। এরপর ওই মিশ্রণটি ভাল করে সেদ্ধ হয়ে গেলে, ঠান্ডা করে পরিষ্কার কাঁচের বোতলে ফিল্টার করে রাখতে হবে। এই হার্বাল শ্যাম্পুতে থাকা রিঠা, শিকাকাই এবং নিমের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মাথার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি চুলকে সুন্দর, চকচকে ও মজবুত করতে সহায়তা করে।



শীতে চুলের যত্ন নিন হার্বাল শ্যাম্পু দিয়ে



image-199470-1650784234bdjournal-1667832288899 শীতে চুলের রুক্ষতা ও খুসকি দুর করতে বাড়ির বানানো হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন - Use Homemade Herbal Shampoo To Get Rid Of Roughness And Dandruff In Winter

চুলের রুক্ষতা দূর করার উপায়


২/ নারকেলের দুধ ১ কাপ, ভিটামিন-ই অয়েল আধা চা চামচ, অ্যাসেনসিয়াল অয়েল ১ চা চামচ, অলিভ অয়েল আধা চামচ (শুষ্ক চুলের জন্য) এক সাথে মিশিয়ে ১০ দিনের মধ্যে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।।

৩/ অ্যালোভেরা জেল, লেবুর রস ও এক চা চামচ বেকিং সোডার সাথে আপনার পছন্দ মত দুই তিন ফোঁটা অ্যাসেনসিয়াল অয়েল ও পরিমাণ মত জল মিশিয়ে তৈরি করুন শ্যাম্পু। চুলে দিলে নিজেই তফাত বুঝতে পারবেন।।



শীতকালে খুশকিতে নাজেহাল! ঘরোয়া উপায় দূর করুন এই সমস্যা


৪/ ডিম ১টি, লেবুর রস ২ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামচ, ভালোভাবে মিশিয়ে স্নানের সময় শ্যাম্পুর বদলে ব্যবহার করুন।


৫/ রিঠা সারা রাত ভিজিয়ে রেখে এর জলের শ্যাম্পুর বিকল্প হিসেবে ব্যবহার করুন।

রিঠা- ১০ গ্রাম


মেথি- ১ চামচ


জল- ২ থেকে ৩ কাপ


শ্যাম্পু তৈরির পদ্ধতি


শিকাকাই, রিঠা ও মেথি জলে ভাল করে ১৫ থেকে ২০ মিনিট ভাল করে ফুটিয়ে নিন।জল ঠাণ্ডা হয়ে গেলে এই জল ছেঁকে নিয়ে চুলে ভাল করে লাগিয়ে নিন। অন্তত ১০ থেকে ১৫ মিনিট পর চুল জল দিয়ে ধুয়ে নিন। এই সব উপকরণের ব্যবহারে চুলের গোড়া শক্ত হয় এবং চুল পড়া বন্ধ করে।এই শ্যাম্পুর ব্যবহারে স্ক্যাল্প হাইড্রেটেড থাকে এবং রক্ত সঞ্চালন বেড়ে যায়।



রেশমের মতো নরম আর মসৃণ চুলের জন্য বাড়িতেই করে নিন ডিপ কন্ডিশনিং

আমলকির রস- ১ বড় চামচ

পাতিলেবুর রস- ১ বড় চামচ


এর জন্য সব থেকে আগে আমলকির রস বানিয়ে ফেলুন। এবার একটি পাত্রে আমলকির সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিন। এরপর ৫ থেকে ১০ মিনিট পর চুল ভাল করে জল দিয়ে পরিষ্কার করে নিন।




311391-shampoo-1667832289033 শীতে চুলের রুক্ষতা ও খুসকি দুর করতে বাড়ির বানানো হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন - Use Homemade Herbal Shampoo To Get Rid Of Roughness And Dandruff In Winter

খুসকি দুর করার শ্যাম্পু


জবা ফুলের শ্যাম্পু :

জবা ফুলের পাতা এবং ৫-৬টি জবা ফুল এক কাপ জলে ৫ মিনিট জ্বাল দিন। জল ঠান্ডা হলে পেস্ট তৈরি করে নিন। এবার এটি চুলে ব্যবহার করুন। এটি ড্রাই শ্যাম্পু হিসেবে ব্যবহার করা যায়।

চুল ভালো রাখতে সবাই হারবাল জিনিস বেছে নিন এবং চুলকে করে তুলুন শক্ত ও মজবুত।।।।




Tags – Hair Tips Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *