Spread the love

শীতে চুলের রুক্ষতা দূর করতে বাড়ির বানানো কন্ডিশনার ব্যবহার করুন – Use Homemade Conditioner To Remove Roughness Of Hair In Winter

শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনারতো আমরা সবাই লাগাই,, কারণ চুল যেমন নরম থাকে তেমনই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। সারাদিনের দূষণের প্রভাবে চুলের অনেক ক্ষতি হয় তাই স্নানের পর কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবেন। এক্ষেত্রে দোকান থেকে না কিনে বাড়িতে বানিয়ে নিতে পারলে এতে চুলের কোনও ক্ষতি হবে না। সেই সঙ্গে চুল থাকবে নরম।বাজার চলতি কন্ডিশনারের প্রভাব থাকে মাত্র ২ দিন। বাড়িতে বানানো এই কন্ডিশনার ৭ দিন পর্যন্ত ভাল থাকে। সেই সঙ্গে খুশকিও দূর হয়ে যায়।



1622028722_new-project-12-1667748345000 শীতে চুলের রুক্ষতা দূর করতে বাড়ির বানানো কন্ডিশনার ব্যবহার করুন - Use Homemade Conditioner To Remove Roughness Of Hair In Winter

শীত পড়তেই চুলের সমস্যায় নাজেহাল? চুলে পুষ্টি জোগাতে ব্যবহার করুন এই ঘরোয়া কন্ডিশনার


দেখুন কিভাবে বানাবেন কন্ডিশনার,,

ডিম খেতে কে না ভালবাসে ঠিক তেমনই প্রত্যেকের চুলের জন্য ডিম সেরা কন্ডিশনারও। আপনার তেলতেলে স্ক্যাল্প হলে ডিমের সাদা অংশ আর শুষ্ক স্ক্যাল্প হলে ডিমের কুসুম ভাল করে ফেটিয়ে মেখে নেবেন স্নানের ২০-৩০ মিনিট মত আগে। তারপর খুব ভাল করে শ্যাম্পু করে নিন। মাসে একবার ডিমকে কন্ডিশনার হিসেবে ব্যবহার করে দেখুন নিজের চুল দেখে নিজেই অবাক হয়ে যাবেন। চুল হয়ে যাবে সিল্কি।।


বাড়ির বানানো কন্ডিশনার


straighten-hair-with-minimal-damage_mobilehome_1-1667748429115 শীতে চুলের রুক্ষতা দূর করতে বাড়ির বানানো কন্ডিশনার ব্যবহার করুন - Use Homemade Conditioner To Remove Roughness Of Hair In Winter

রুক্ষ ও ফাটা দূর করতে বাড়ির বানানো কন্ডিশনার ব্যবহার করুন


চুলের যত্নেও লেবু কিন্তু মারাত্মক কাজ করে,, এক চামচ লেবুর রস, এক চামচ অলিচ অয়েল, এক চামচ জল নিয়ে সেই মিশ্রণটি ভাল করে নিজের রুক্ষ চুলে মেখে নিন। তারপর শ্যাম্পু করে নেবেন আর ফলাফল আপনি নিজেই দেখবেন।।

৫ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টা ভিটামিন ই ক্যাপসুল, ৫ টেবিল চামচ গোলাপ জল, ৩ টেবিল চামচ নারকেল তেল, ভাল করে মিশিয়ে নিন। পুরো মিশ্রণটা যেন খুবই ভাল করে মেশানো হয়। এই মিশ্রণ যাতে বেশি ঘন না হয়। তা হলে চুলের যে কোনও এক জায়গায় আটকে থাকার সম্ভাবনা থাকে। শ্যাম্পু করার পরে চুল ভিজে থাকা অবস্থাতে এই মিশ্রণটি মেখে নিন। শুধু লিভ ইন কন্ডিশনার হিসেবেই নয়। নিয়মিত ঘরোয়া এই মিশ্রণ ব্যবহার করলে চুলের ডগা ফাটাও, স্প্লিট এন্ডসের সমস্যা থেকে মুক্তি পাবেন।



রেশমের মতো নরম আর মসৃণ চুলের জন্য বাড়িতেই বানিয়ে নিন কন্ডিশনার

ডিম ও অলিভ তেল

এই কন্ডিশনার চুলকে কন্ডিশনিং তো করবেই সাথে, চুলের ময়েশ্চারকেও ধরে রাখবে।

চুলকে সাইনি রাখতে সাহায্য করবে,,


• একটা ডিমের কুসুম( চুল বড় হলে দুটো কুসুমও চলতে পারে)


• ২চামচ অলিভ তেল

• ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিন।


• এবার দিন অলিভ তেল

জাস্ট একটু জল দিন। এতে ব্লেণ্ড করতে সুবিধা হবে।


চুল থাকবে নরম সিল্কি, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন অসাধারণ হেয়ার কন্ডিশনার


• এবার এই স্মুদ মিশ্রণটা পুরো চুলে লাগান।


• স্নানের আধঘণ্টা আগে এই মিশ্রণটা লাগান তারপর কোনও মাইলড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে গরম জল চুলে ব্যবহার করবেন না।।

সিল্কের মতো মসৃণ চুল চান? ঘরোয়া উপকরণেই তৈরি করে ফেলুন কন্ডিশনার


অ্যাপেল সিডার ভিনিগার কন্ডিশনার ,,,এটা চুলের পি এইচ লেবেলকে ঠিক রাখে।

• ২চামচ অ্যাপেল সিডার ভিনিগার


• এক ক্যাপ জল

• অ্যাপেল সিডার ভিনিগার জলের সাথে মিশিয়ে নিন।


• চুল শ্যাম্পুর পর আপনার রেগুলার কন্ডিশনার লাগিয়ে নিন।


• কন্ডিশনার ধুয়ে এবার এই মিশ্রণটা লাগান।


• দেখবেন চুল থাকবে ময়েশ্চারাইজড।।।।



Tags – Hair Care Hair Tips চুলের যত্ন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *