Spread the love

Sashti Traditional Look

সাজের সঙ্গে মেয়েদের সাথে সাথে এখন ছেলেরাও পিছিয়ে নেই….!! আর দুর্গা পুজো হয় বাঙালির আবেগ, তা হলে সেই আবেগের বহিঃপ্রকাশ অতি অবশ‍্যই সাজগোজ। পুজোর ঢাক বেজে গেছে আর সঙ্গেই খুশির আমেজ চারিদিকে।

এক বছরের প্রতীক্ষা শেষ হলো সকল বাঙালির।। মহাষষ্ঠী উপলক্ষে নিশ্চই অনেক রকম ভাবনা চিন্তা রয়েছে, কী পড়ব এই নিয়ে প্ল্যান অনেকদিনই রেডি হয়েও হচ্ছে না….তবে পুজো মানেই পুজোর সাজ তো থাকবেই। আর একটু আলাদা রকম সাজলে কো খুব বেশি ক্ষতি আছে। নিশ্চই না? ষষ্ঠী মানেই সুন্দর এবং অল্প সাজ হওয়া ভাল।

Also Read,

পূজোয় তো শাড়ি পড়বেন! যেনো মোটা না লাগে রইলো কিছু টিপস্ – Saree Style Tips

দূর্গাপূজার ষষ্ঠীর সাজ

বেশি সাজ কিংবা জমকালো সাজ কিন্তু এইদিন একেবারেই যায় না। এবছর কাফতান ড্রেস অথবা কুর্তি সেট পড়তে পারেন।। আজকের জন্য একেবারে পারফেক্ট। ড্রেস বেছে নেওয়ার পালা হলেই এবার ভাবনার বিষয় মেকআপ। ষষ্ঠীর দিন বেশি জমকালো মেকআপ করবেন না। যদি আইশ্যাডো ব্যবহার করতে ভালোবাসেন তবে হালকা নিউড কিংবা ব্রাউন শেড অথবা একেবারেই ফ্লাশি ব্রাউন ব্যবহার করতে পারেন। অথবা ড্রেসের সঙ্গে মানানসই বাই কালার অবশ্যই যাবে।

ষষ্ঠীর মেকাপ লুক

মাসকারা অ্যাপ্লাই করতে ভুলবেন না। একটু শাইন অবশ্যই দরকার। তাই নিজের পছন্দ মত অল্প করে হাইলাইটার একেবারেই চলবে যদিও বা গোল্ডেন হলে ভাল হয়। তবে পরিমাণে কম। নিয়ুড লিপস্টিক এটি দারুনভাবে মানাবে। তবে যদি ডার্ক পড়তে হয় তবে রিচ কোনও চকলেট শেড পড়তে পারো। এবার আসা যাক হেয়ার স্টাইল প্রসঙ্গে। চুল যদি খোলা অবস্থায় রাখতে পারেন তাহলে খুবই ভাল। নয়তো চুল স্ট্রেট রাখতে পারো এবং পনিটেল দারুন মানাবে। দেখে নিলেন ষষ্ঠীর পূজোর সাজ,, আশা করি বুঝে গেছেন।।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *