Spread the love

সকাল শুরু করুণ পুষ্টিকর খাবার দিয়ে – Top 10 Healthy Nutritious Breakfast

IMG_20220331_153121-1648720945697 সকাল শুরু করুণ পুষ্টিকর খাবার দিয়ে - Top 10 Healthy Nutritious Breakfast

সকালে উঠে যা খাবেন

Body কে ঠিক রাখতে আমাদের ব্রেকফাস্ট হতে হবে পুষ্টিকর,,শরীরে ভাল পুষ্টির প্রয়োজন হয়, যা শুধুমাত্র শক্তির মাত্রা বাড়ায় না, শরীর থেকে টক্সিনও বের করে দেয়। সকালে ব্রেকফাস্ট আপনার সুস্থ থাকার অন্যতম একটি কারণ আজকে আমি আপনাদের বলব সুস্থ থাকতে ব্রেকফাস্টে আপনাদের কি কি খাওয়া উচিত।।
সকালের ব্রেকফাস্টে খালি পেটে তরমুজ খেলে তা শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখে এবং শরীরকে হাইড্রেটেড রাখে। ব্যায়াম করার পর বা দৌড়ানোর পর আপনারা একগ্লাস করে তরমুজের জুস খেতে পারেন।
IMG_20220331_153137-1648720923768 সকাল শুরু করুণ পুষ্টিকর খাবার দিয়ে - Top 10 Healthy Nutritious Breakfast

Healthiest Breakfast

মধুও সকালে জলের সঙ্গে খেতে পারেন। মধুতে বিভিন্ন ধরণের খনিজ, ভিটামিন এবং এনজাইম রয়েছে যা পেটের জন্য খুব উপকারী। জলের সঙ্গে মধু খেলে আপনার মেটাবলিজম বাড়বে। তার সাথে পেটের চর্বি কমবে।

সকালে এক মুট ভেজানো কাঠ বাদাম খেতে পারেন। ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ চিয়া সিড খেলেও শরীরের অনেক উপকার হয়।
সকালে প্রচুর শক্তি পেতে চাইলে খেজুর জলে ভিজিয়ে খান। এটি আপনার শরীরে শক্তি দেবে।
স্ট্রবেরি, ব্লুবেরি, জাম জাতীয় ফলগুলোতে অধিক পুষ্টিকর রয়েছে। বেরি জাতীয় ফলগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যা মানবদেহের কোষকে সুস্থ রাখে এবং সম্পূর্ণ স্বাস্থ্যের উন্নতি সাধন করে।

গ্রিন টির উপকারিতা অনেক। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্রণে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে ও মস্তিস্ককে উদ্দীপ্ত করে। এছাড়া ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তোলে।

সকালের জন্য সব চাইতে ভালো খাবার হচ্ছে ফলমূল। কলা, আপেল, কমলা, আঙুর অথবা মৌসুমি ফলমূল দিয়ে সকালের ব্রেকফাস্ট করতে পারেন। তার সাথে রাখতে পারেন একটি করে সেদ্ধ ডিম।। এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *