Spread the love

2023 সালের মহালয়া কবে – জেনে নিন দিনক্ষণ, গুরুত্ব , তিথি


Mahalaya 2023 Date & Time: মহালয়া মানেই পিতৃপক্ষ শেষ হয়ে এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। অর্থাৎ, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর তিথি মহালয়া। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষ, শুরু হয় দেবী দুর্গার আরাধনা। দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে। দুর্গা পূজা, ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষ শুরু হয়।


IMG_20231007_212935-1696694591031 2023 সালের মহালয়া কবে - জেনে নিন দিনক্ষণ, গুরুত্ব , তিথি

শুভ মহালয়া ছবি

চারিদিকে পুজো পুজো গন্ধ। আশ্বিনের ‘শারদ প্রাতে’ আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষ শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়।

মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচালিত আছে। এদিনই দেবীর দুর্গার চক্ষুদান হয়। এই দিনে দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়।

মহালয়া ২০২৩ দিনক্ষণ (Mahalaya 2023 Date- Time)


* এই বছর মহালয়া পড়েছে ১৪ অক্টোবর (২৬ আশ্বিন), শনিবার।


* ১৩ সেপ্টেম্বর (২৫ আশ্বিন), রাত ৯/২৬/৯ থেকে ১৪ সেপ্টেম্বর (২৬ আশ্বিন), রাত ১০/৪৯/৪৪ পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি


দুর্গা পুজো ২০২৩-র ক্যালেন্ডার (Durga Puja 2023 Calendar)


মহাষষ্ঠী – ২০ অক্টোবর, শুক্রবার


মহাসপ্তমী – ২১ অক্টোবর, শনিবার


মহাষ্টমী – ২২ অক্টোবর, রবিবার


মহানবমী – ২৩ অক্টোবর, সোমবার


মহাদশমী – ২৪ অক্টোবর, মঙ্গলবার


Subho Mahalaya 2022 Images, Wishes, Greetings In Bengali 2023


সর্বপিতৃ অমাবস্যার গুরুত্ব


এই বছর সর্বপিতৃ অমাবস্যা এক বিশেষ যোগে পালিত হবে। সেদিন ১৪ অক্টোবর রয়েছে এই বছরের শেষ সূর্যগ্রহণ। তার সঙ্গে সেদিন শনিবার হওয়ায় এটি শনিশ্চরী অমাবস্যা হিসেবেও গণ্য হবে। মহালয়া পিতৃপক্ষের শেষ দিন হওয়ায় এর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এইদিনে প্রয়াত পিতৃপুরুষদের স্মরণ করে তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্যই এই দিনটি নির্দিষ্ট।


Subho Mahalaya 2022 Images, Pic


শুভ মহালয়ার শুভেচ্ছা বার্তা ও ছবি::


পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। মহালয়ার পূণ্য তিথির সঙ্গে সঙ্গেই শহর জুড়ে শুরু হয়ে যায় মাতৃ আরাধনা। পুরাণ থেকে মহাভারত, মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনি। মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি।


IMG_20231007_212822-1696694591415 2023 সালের মহালয়া কবে - জেনে নিন দিনক্ষণ, গুরুত্ব , তিথি


IMG_20231007_213019-1696694590708 2023 সালের মহালয়া কবে - জেনে নিন দিনক্ষণ, গুরুত্ব , তিথি
আরোও পড়ুন,


IMG_20231007_213044-1696694592108 2023 সালের মহালয়া কবে - জেনে নিন দিনক্ষণ, গুরুত্ব , তিথি

মহালয়ার গল্প

IMG_20231007_213116-1696694591750 2023 সালের মহালয়া কবে - জেনে নিন দিনক্ষণ, গুরুত্ব , তিথি

মহালয়ার ছবি, মাহাত্ম্য

IMG_20231007_213210-1696694590267 2023 সালের মহালয়া কবে - জেনে নিন দিনক্ষণ, গুরুত্ব , তিথি

মহালয়ার কবিতা

IMG_20231007_213247-1696694589860 2023 সালের মহালয়া কবে - জেনে নিন দিনক্ষণ, গুরুত্ব , তিথি


এই দিনেই আঁকা হয় মায়ের চোখ। অর্থাৎ চক্ষুদান করা হয় মাতৃপ্রতিমার। প্রচলিত প্রথা অনুযায়ী, এই দিনেই আঁকা হয় মায়ের চোখ। অর্থাৎ চক্ষুদান করা হয় মাতৃপ্রতিমার।


সেই চক্ষুদানের মাধ্যমেই কুমোরটুলিতে শুরু হয় শেষ মুহূর্তের প্রস্তুতি।


আরোও পড়ুন,

অষ্টমী স্পেশাল নিরামিষ রেসিপি || অষ্টমী স্পেশাল ভেজ থালি


Tags – Mahalaya Pic, Date

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *